জয়পুরহাট ক্যাডেট কলেজের কাহিনী, আমার এক ছোট বোনের। তাদের কলেজে খুব মজা, ক্লাস টেন সিনিয়র মোস্ট ক্লাস এখন পর্যন্ত, তাই ওই ব্যাচ থেকেই প্রিফেক্ট হয়। এক বছর করে করে প্রিফেক্ট শীপ, ক্লাস টুয়েলভ এ উঠে ফাইনাল টা দিবে।
এই বছর আমার বোনটা ডাইনিং হল প্রিফেক্ট। এক ফেয়ারওয়েল ডিনারে স্যার বক্তৃতা দিচ্ছে, সে হঠাৎ খেয়াল করলো বক্তৃতার কিছু কিছু অংশ যেন উড়ে উড়ে যাচ্ছে। নিচে টেবিলগুলোতে ক্লাসমেটরা সব হাসতেসে, রাগ হলো ভারি, ফেয়ারওয়েল ডিনারে কেউ এইভাবে হাসাহাসি করে? আচ্ছা যাই হোক, হঠাৎ করে টেবিলে চাপড় মারলো ভিপি স্যার, সে ধড়মর করে উঠে দেখে, এক পাশে ডক্টর ম্যাডাম আরেক পাশে ভিপি স্যারকে নিয়ে সে এতক্ষণ ঘুমাচ্ছিল! কলেজ প্রিফেক্ট শান করানোর পর পুরা কলেজ দাঁড়ায় গেসে, প্রিন্সিপাল স্যার শুদ্ধা, আর সে তখনো ডাইনিং টেবিলে…
পুনশ্চঃ তার বড় বোন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে অনুরূপ ভাবে ঘুমানোয় বিশেষ খ্যাতি অর্জন করেছিলো, তবে ছোট বোন তাকেও ছাড়িয়ে গেছে।
কুম্ভকর্ণ স্যাম-সহোদরা!
না না এইটা আমার কাহিনী না, এইটা আমার ফ্রেন্ডের ছোটো বোনের কাহিনী।
ঘুমরঙ্গ 😆
জয়পুরহাট আর ফেনী ক্যাডেট কলেজের কথা কেউ বলেনা। এমনিতে বলার সময় সবাই খালি ১০টা কলেজ বলে। এখন তো ১২টা। ওদের কে জাতে তোলা হবে কবে?
@ তপু ভাই,
জাতে তুলতে টাইম লাগবে...দাঁড়ান আমি দেখতেছি ব্যাপার টা..তাড়াতাড়ি কিছু করা যায় কিনা...
jgcc আর fgcc পোলাপাইনরে ccb তে আসতে বললে ওরা কয় এইডা নাকি এক্স ক্যাডেটগো ব্লগ......হে.হে.হে....তাগো কাছে ফেসবুকটাই মজা লাগে!!! :)) :))
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
যাক,একটু নিশ্চিন্ত হওয়া গেল!শুনসি,এইসব দেখাদেখির কাজ নাকি রায়হানআবীর
ভালই পারে ......একটু সামলে,ঠিকাছে?? 😉 :
আমাদের সিসিবির ব্যানারে খেয়াল করলাম ১০ জনের মধ্যে একটা মেয়ে শুধু। আরো দুটা মেয়ে বাড়িয়ে দেয়া যায় না? রায়হান কি দেখলা জাতে তুলা যাবে?
সবাই খালি মাইয়া খুজে ক্যান :((
@ তপু ভাই,
আন্ডার কন্সিডারেশনে রইলো। 😉
হুম,
খালি ঘুম আর ঘুম...
আমাগো ব্যাচ এ একজন জান্নাত ম্যাডামের ক্লাস এ ঘুমাইতে ঘুমাইতে চেয়ার ভাইঙ্গা ফ্লোর এ পইড়া গেসিল, =)) ,নাম কমুনা, হেয় ব্লগ এ আসলে মাইরা ফালাইব 😕
শোন জয়পুরহাটের ভিপির পাশে থাকলেতো পোলাপান ঘুমাবেই...আমরা তার ক্লাশে কত ঘুমাইছি তার কোন হিসাব নাই..আর ভুলেও প্রিন্সিপালের কাছে থাকলে ঘুমাতে নিষেধ করবা....সাঈদ স্যারের মাইর...আল্লাহ সবাইকে তার হাত থেকে পোলাপাইনকে রক্ষা করুক। আমিন..
জাতে তুলতে টাইম লাগবো ... ১০টা কইতে কইতে অভ্যাস হয়া গেসে সবার।
আমি মনে হয় দুই বোনের নামই উদ্ধার করতে পারছি। 😀