ফেইসবুক নাই, তাই কার কার জন্মদিন নোটিফিকেশন পাওয়া যায় না। মাথায় ঘিলু কম, তাই মনেও থাকে না। আজকে তাই জন্মদিনের বাহক নিজেই যখন জানালো যে গত দশই মে তার জন্মদিন ছিল, তখন আমি একটু খুশি হলাম এই ভেবে যে, নিজেই যদি নিজের জন্মদিন ভুলে যায়, তাহলে অন্যে ভুললে খুব তো ক্ষতি নাই। তার কাছে থেকেই আরও জানা গেল, যে আমাদের আরও একজনেরও নাকি তার একদিন বাদেই জন্মদিন ছিল…
আমি তাই পূর্ণ উদ্যমে পোস্টাইতে বসলাম। আমাদের অতি প্রিয় জুনাদা (আমার একদম প্রিয় না, আমার মত মানুষরে সে ঝাড়ির উপ্রে রাখে 🙁 ), আর অতি অপ্রিয় এসিস্টেন্ট জন্মদিন প্রিফেক্টের গত এগার এবং দশ তারিখ (সম্ভবত) জন্মদিন ছিল। জুনাদা আজকাল চাকরী নিয়ে বড় ব্যস্ত, সম্ভবত চাকুরীরত অবস্থায় এটা তাঁর প্রথম জন্মদিন। রকিব্যা প্রচন্ড ফাকিবাজ, সে আজকাল কাউরে চা কফি কিছুই খাওয়ায় না। শুকনা সালাম দিয়েই পেট ভরাইতে চায়।
জুনাদা আপনাকে অনেক অনেক ভালবাসা (বোমামিশ্রিত) আর রকিব্যা, তোরে অনেক ক্যাডবেরী চকলেট, সাথে বড় একটা চুলটানা। তুই সামনে বছরে আসলে আমি নিজের হাতে মাইক্রো ওয়েভে ম্যাগী নুডলস রেন্ধে তোরে খাওয়াবো।
Sathe ajke amader intake birthday.happy birthday to us (94-00)
শুভ জন্মদিন 🙂
হ্যাপি বাড্ডে ড়ক্কিব ভাই 😛
শুভ জন্মদিন জুনাদা 😀
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রকিব ভাই
শুভ জন্মদিন জুনা দা
শুভ জন্মদিন (০১-০৭) ব্যাচ
শুভ জন্মদিন (৯৪-২০০০) ব্যাচ
:party: :party: :party: :party:
শুভ জন্মদিন :party:
শুভ জন্মদিন জুনাদা :party: :party: :party:
শুভ জন্মদিন রকিব, নে চা খা :teacup: :teacup: :teacup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ জন্মদিন জুনা!
শুভ জন্মদিন রকিব!
নে চা খা :teacup: :teacup:
জন্মদিনে এই সব ইন্ডিভিজ্যুয়াল পোস্টের ঝামেলায় না গিয়া বছরের প্রথম দিন এক পোস্টে সবাইরে গন শুভেচ্ছে দিয়া দিলে ক্যামন হয়? সবাই কমেন্টে শুভেচ্ছা দিয়া দিল, আর যার যার জন্মদিন সেই ডেটে গিয়া পোস্ট আর কমেন্ট নিজ দায়িত্বে পইড়া নিল। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনে দূরে গিয়ে মরেন, শুনলাম খুব নাকি ভাব বাড়সে? মানুষজন দেখা করতে চাইলে দূর দূর কইরা তাড়ায় দেন??? আপনারে বোম মারার অর্ডার আসছে, তয় একটু দূরে গিয়ে মারতে বলসে, যে বলসে সেও মোহাম্মদপুরেই থাকে কিনা ;))
শুভ জন্মদিন । সব মহান লোকগুলা দেখি মে মাসে জন্মায় 😉
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
দুইজন বিশিষ্ট গাছকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে 😀
জুনাকে আগেই শুভেচ্ছা জানিয়েছি। আর "জাস্ট মাস্ফ্যু"টাকে ভীষণ মিস করছি!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই কি ফাকিবাজ হয়া গেলেন নাকি??? :-B বুড়া বয়সে ভীমরতি??
শুভ জন্মদিন রকিব
শুভ জন্মদিন জুনা
শুভ জন্মদিন (০১-০৭) ব্যাচ
শুভ জন্মদিন (৯৪-২০০০) ব্যাচ
:brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick:
নতুন ইমো উপহার দিলাম 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কপি পেষ্ট মনে হচ্ছএ 😕
থ্যাঙ্কু স্যাম্পু :hug:
সবাইকে ধইন্যপাতা জুনাদা আর চারাগাছ রকিবের পক্ষ থেকে 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মরে যা।
মইরে যেইতে বইললেন!!! আইচ্ছা মইরে গেলুম!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..