পোলাপাইনটি মানুষ হইলো না :X :X…শুধু পোলাপাইন কেন, পোলাপাইনের বাপরাও আজকাল বারবিকিউ খাওয়ার জন্য অন্যের দুয়ারে দুয়ারে (মতান্তরে দেয়ালে দেয়ালে) কান্নাকাটি শুরু করেছেন। ওইদিকে আরেকজন আমাকে গোপন মেসেজে অভিযুক্ত করে যাচ্ছে যে সিসিবিতে নাকি আবার মন্দাভাব শুরু হয়েছে, এবং জাগিয়ে তোলার দায়িত্বটা আমার নেয়া উচিৎ কিন্তু আমি কোন দায়িত্বই পালন করছি না। সুতরাং সিসিবিকে জাগিয়ে তোলার চরম লক্ষ্যমাত্রা নিয়ে, এবং অভিযোগকারীকে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে আমার আগমন।
আসছে ৪ তারিখ, লাবলু ভাইয়ের বাসার ছাদ পুড়াতে এক বারবিকিউ সমাবেশ আয়োজন করা হয়েছে। কামলা দিতে আছে ‘৯৯ ব্যাচ (আমি বাদে :D), কে কে আসবেন, এক্ষুনি হাত তুলুন…
সময়ঃ বিকাল চারটা অনওয়ার্ড
ভেন্যুঃ লাবলু ভাইয়ের ছাদ
চাঁদাঃ বড়রা ৩৫০ (যাদের ঘাড়ে একটি চাকুরী আছে :D)
ছোটরা ২০০ (যাদের তাহা নাই :D)
বারবিকিউ ভালু না। বারবিকিউ খাওয়াও ভালু না। গেট টুগেদার করাও খারাপ। :grr:
অনেক দিন পর প্রথম হইলাম। 🙁
বাই দ্য ওয়ে, আমার হাত নামানোই থাকল। আমি বারবিকিউ খাই না, হাতও তুলি না। 🙁
বারবিকিউ খাইতে তিতা তিতা লাগে, তাই না ভাইয়া? 😀
তৌফিক............ ওমমমমমমমমম......... শীতের রাইতে আগুনের চাইরপাশে গোল হইয়া বইস্যা মাংস ঝলসাইয়া খাওয়া........... আহ ভাবতেই জিব্বায় পানি আইস্যা গেলোগা......
থাক আর ভিজ্যুয়ালাইজ কইরা লাভ নাই.........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শীতের রাইতে আগুনের চাইরপাশে গোল হইয়া বইস্যা মশার কামড় খাওয়া……….. ইশ ভাবতেই শরীরটা শিরশিরায়া উঠে……
থাক আর ভিজ্যুয়ালাইজ কইরা লাভ নাই……… বারবিকিউ তিতা......
4 Feb আমার জন্মদিন ... ইসসসরেরেরেরে ... ... কিন্তু আমি থাকুম না .... ... 😛 🙁
আর কুনু অজুহাত নাই? x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যাদের চাকরি আছে তাদের চাঁদাটা আরেকটু বাড়িয়ে যাদের তাহা নেই তাদেরটা একটু কমানো যায় না? 🙁 সঙ্গে বউ/জামাই অথবা বৈধ বয়ফ্রেন্ড/গার্ল ফ্রেন্ড থাকলে তাদের চাঁদা কী দিতে হবে? আমার মনে হয় এক্ষেত্রে আমরা একটু 'অতিথিসেবা' করতে পারি। 😀
আগের দুটো গেট-টুগেদারে যেতে পারিনি। এবার না গেলে লাবলু ভাই হাত-পা ভেঙ্গে দেবেন বলে হুমকি দিয়েছেন। এখন উপায় একটাই- লাবলু ভাইয়ের নামে জিডি করা অথবা জিটুজিতে যাওয়া। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সানন্দে 😀
কামরুল, দৌঁড়ের ওপরে.........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধুর বারবিকিউ মাইনষ্যে খায়। :grr:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
পেটে ব্যথা, বারবিকিউ খাবো না। আর এইসব না খাওয়াই ভালো শীতের মধ্যে। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বারবিকিউ ভালু না। x-(
লোকজন আদিম যুগের দিকে এগিয়ে যাচ্ছে, রান্না-বান্নার সুব্যবস্থা বর্জন করছে।
আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
আসুন জিটুজি কে না বলি।
অ ট অনেকে মনে করতে পারে আংগুর ফল টক, সেই দিন আর নাই এখন সুমিষ্ট আংগুরের আধিক্য 😀
বারবিকিউ বড়ই তিতা লাগে খাইতে 😕
......বার্বিকু সাইস্থের জইন্যে খারাপ। x-(
কিবরিয়া, রকিব, রেশাদ, সাব্বির, রেজওয়ান আর আমীন : আলুর বারবিকিউ স্বাইস্থ্যের জইন্য ভালু। আঙুরের সস দিয়া ভালু করি আলু খাও.......... B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
......যাই, যশোর শহরে "আইয়ুব আলীর ভাজা-পোড়া" খাইয়া আসি। 😕
( অটঃ ক্লাসমেটরা আল-আমীন সংক্ষেপ কইরা আমারে 'আলু' ডাকে। আলুর বারবিকিউ লেখা দেইখা ভয় পাইছি। :no: )
:grr: :grr: :grr:
তারিখটা আর এক দেড় সপ্তাহ পরে হইলে এমন কি ক্ষতি হইতো 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এক দেড় সপ্তাহ আগে চইল্যা আসো! নতুন বউয়ের সম্বর্ধনাটাও হইয়া যাইবো............. 🙂
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এতবড় মাইয়া এখনো বারবি নিয়া খ্যালে? 😮
আমার বন্ধুয়া বিহনে
বেটার না বস, রাববি নিয়া খ্যালে না! :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রাগবি বানানটাও পোলাপান ঠিক মতো ল্যাখতে পারে না। আফসুস! টিটি থাকতে রাগবি না খ্যালাই উত্তম। দেশটা তো আর আম্রিকা না। তাইনা? 😛
আমার বন্ধুয়া বিহনে
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দেশটা আম্রিকা না ...এই জন্যই মাইয়ার অন্য খেলায় ইন্টারেস্টেড না হওয়াই ভালু। ওয় খালি আবীর নিয়াই খ্যালুক..............ফুল ম্যাচ :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:)) :)) :))
দ্যাশে টিটি খ্যালায় সমিস্যা কি? জোবেরা রহমান লিনু তো টিটি খেইলাই গিনেস বুকে নাম তুলছেন। নাকি? মূল প্রসঙ্গে ফিরে যাই, স্যাম এই বয়সেও বারবি বারবি করে চিক্কুর পাড়ে কেন এইটা মালুম পাইলাম না।
অফটপিক: আইচ্ছা, টিটিপাড়ায় কি কোন ভাল টিটি ক্লাব আছে?
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী, টিটো........ মশকরা হইতাছে! তোমরাই তো বারবি আর রাগবি দুইটা পাঠাইলা! তাই বোমা রাইখ্যা এখন এইগুলা নিয়াই খ্যালতে হইতাছে :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রাব্বী ভাই, টিটি পাড়ায় এখন RAB B এর আস্তানা। ক্লাব বানাইব কি কালা কুর্তা দেইখা সবাই ভয়েই অস্থির! :grr: :grr: :grr:
অফটপিক: আমি অফ যাই বস........................বেয়াদপী হলে.......... ক্ষমা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো দেখি টিটি নিয়া ব্যস্ত হয়া পরল ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বার্বিকু খাইলে পেটখ্রাপ হয়...আমি আর মান্না ভাই ওইদিন ছুটি নিয়া তাইফুর্ভাইয়ের বাসায় পার্টি করুম... (সম্পাদিত)
কালাকুর্তারে কইয়া দিছি, তোগো দুইডারে ওর বাড়ির সামনে ফুটপাতে রকিবের দুকানের চা খাওয়াইয়া সারদা পাঠাইতে................... লগে দুইডা টোস্টও দিবো 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মাশরুফ, না এসে বেঁচে যাচ্ছিস। চিন্তা কর, লাকড়ি শর্ট পরলে তোরে কুড়াল :duel: কোপায় :duel: আগুনে ফেলে দেয়া হচ্ছে! :duel:
🙁 হ রে, বড় বাঁচা বাঁইচ্চা গেছি
আপনেরা...মানূষ ভালু না 🙁
(ভাই, সিরাম জিনিয়াস...কমেন্ট পড়ে পুরাই হাহাপিগে, কইত্থেকে কই নিয়া আসছেন...)
ভাল কথা, দিল্লি আর কত দূর? :-/ :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কলকাতা থেইক্যা আকাশ? :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যাউক এতদিনে আমার পরিশ্রম সার্থক হৈলো...প্রিন্সু স্যারও শ্যাষ্ম্যাষ আকাশদারে কলকাতার কইয়া স্বীকৃতি দিলো...
আমি হাত তুলসি
😀 দিতে ভুইলা গেসিলাম তাই দুইখান 😀 😀 দিয়া গেলাম।
হিংসাকারীদের বিনাশ চাই। বারবিকিউ চাই চাই।
গুড বয়........... আমাদের আরো কিছু জুনিয়র লাগবে সামনের মাঠে ফ্রন্টরোল দেওয়ার জন্য! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
উমমম... স্মোকিন! আমি আছি আমার ছানা সহ 😀
You cannot hangout with negative people and expect a positive life.
স্পেশাল ডেজার্ট আনতে কি ট্রাক পাঠাইতে হইবো জিতু? 😛
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইচ্ছে আছে, বাকীটুকু জানিনা।
১১ তারিখে কি করা যায়?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওই মিয়া তুমি তো ঢাকাতেই আছো......... পার্টিতে না আইলে কামরুলরে যা কইছিলাম, সেইডা কইরা দেখামু!! x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া চিটাগাং যাব সম্ভবত কাল বা পরশু, ফিরবো আবার, কবে নিশ্চিত করে বলতে পারছিনা, তাই ৭ দিনের ডাউট দিয়েছি আরকি 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খবরদার শুক্রবারের আগে ঢাকায় হাজির চাই.... 😡 😡 😡 গোপন ষড়যন্ত্র আছে একটা! না থাকলে জমবে না.......... :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি তো লাবলু ভাইয়ের বাসা চিনিনা :(( :((
গোল ঢাকা শহরটা ঘুরতে থাকো! শনির আখড়া থেইক্যা শুরু করো, মিরপুর বোটানিক্যাল পার্ডেনের পাশে পল্লবী-২ তে আইতে পারলে ঠিকই খুইজ্যা পাইবা :)) :)) :)) জিপিএস রাইখ্যো সাথে একটা..........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বারবিকিউ......... বারবিকিউ!! ওয়াও........... 😛
আমার আম্মাজান শেষ পর্যন্ত মাঠে নামছে!! তাইলে আমি নিশ্চিত। লগে কামলা প্রকৌশলী আব্বাজানটারেও রাইখ্যো!
পোলাপাইনের আওয়াজ দেইখ্যা মনে হইতাছে কব্জি ডুবাইয়াই খাইতে পারমু! আর মাস্ফ্যু নাই, জিহাদ আছে, চিন্তা কী! তা বারবিকিউ কিসের হইবো? গরু, ছাগল, মুরগি না প্যাক প্যাক.....। নাকি একাধিক? মেনু ঠিক করার জন্য একটা গোপন সভা করতে হবে। সভায় কে কে থাকবে? ডেজার্ট স্পেশালিস্টেরও থাকা দরকার!
পার্টির অতিথিদের জন্য জরুরি তথ্য : মেয়েদের রাতে থাকার জন্য দুইটা কক্ষের ব্যবস্থা হইতাছে! উদয় যদিও ওর কক্ষটা ছাড়তে রাজি হচ্ছে না, তবে মেয়েরা দখল কইরা নিলে সুরসুর কইরা ছাইড়া দিবো মনে হয়। ছেলেদের জন্য ছাদ, চাইরতলা আর আমাদের দোতলা আছে! বেশি লোকজন হইলে জুনিয়রগুলার হাতে লাঠি আর বাঁশি দিয়া রাস্তায় পাহারায় নামাইয়া দিমুনে..........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 এই ব্যবস্থায় রায়হান আর জিহাদকেও পাঠান যায় না লাবলু ভাই? ছেমড়া দুইটা বেশি বাড় বাড়সে x-(
বারবিকিউর চুলায় আগুন জ্বালানোর কয়লা ঢালার কাজ শ্যাষে তুমি যেভাবে চাইবা সেইভাবেই দুইটারে সাইজ করা হইবে............. :duel: :duel: :duel:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =))
ইস সানা ভাই আপনার এই লেখাটা দেখে বড়ই দুঃখ পাইলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আহা...ডেজার্ট ছাড়া বেভারেজ আনার জন্য গুলশানে সিসি ক্লাবে কোন ট্যাংকার, ফায়ার ব্রিগেড/ওয়াসার পানির গাড়ি পাঠানো যায় না!
সমস্যা নাই সামীউর, এবিসি রেডিও'র সঙ্গে ফায়ার সার্ভিসের চুক্তি আছে! ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀
আমার আলাদা রুম লাগপে। অন্তত এক ঘন্টার জন্য হলেও
----মাস্ফ্যু :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ট্রেনিং পিরিয়ড গুলো আসলেই খুব কষ্টের হয় :-B
আড্ডা দিতে এসেও এক ঘন্টার জন্য ঘুমের জন্য রুম লাগে :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাস্ফ্যুরে নিয়া টানাটানি করেন ক্যান? 🙁 ভাবলাম আমি আর মান্না ভাই তাইফুর্মামার বাসায় পার্টি করুম এই কথা কওয়ায় মামা সাপোর্ট দিবো...হ্যেতি দেখি চুপ মাইর্যা গ্যাছে :((
বোল্ড করাটা কিন্তু স্ত্রী বাচক, খুব খিয়াল কইরা জামাই বাবাজি! ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
"বাচক" বইলা বাচাইলা দোস্ত
অন্যটা বললে পুলাপাইন চান্স নিত ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
;;;
বাংলা ব্যাকরণে ব্যাপক দূর্বলতা হেতু বদপুলাপাইনের নজর এড়াইতে দশ মিনিট ভাবতে হইসে বাচক আবিষ্কারের লাইগা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ডিস্টিং ডিস্টিং
বোমাবাজি ছাইরা চাদাবাজি ধরলি ?? x-(
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন) (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাহ বেশ আয়োজন দেখা যাচ্ছে। সিসিবি এর কর্মীরা এগিয়ে চলো , বারবিকিউ নাইট সফল করো।
সানা ভাই, ওইদিন আবার ফ্রাইডে, মানে ড্রাইডে। :grr:
milkvita'র dairy milk ড্রাইডেতেও পাওয়া যায় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:pira: :pira:
দেখেন তো ভাই-বোন-বন্ধু সকল, এনাকে কী আপনারা চেনেন?? ওই যে কোনায় গামছা গলায় দেখা যায়.....
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কিম্বা আরো ক্লোজআপে এনাকে কী চেনা যায়! যারা চিনতে পেরেছেন হাত তুলেন........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:gulli2: :gulli2: :gulli2:
বধুয়া'র প্যাকেট হাতে তিনি কি করেন ?? 😀
প্রশ্ন রাইখা গেলাম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঐ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খাইছে আমারে :goragori: :goragori:
চেনা চেনা লাগে,
তবু অচেনা 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গরর...