ফুটবল আর হিন্দী সিরিয়ালের মধ্যে আসলে কোন পার্থ্ক্য নাই। আসলেই নাই।
হিন্দী সিরিয়ালে সর্ব শক্তি প্রয়োগ করে কূটনামী শিখানো হয়, আর ফূটবলে লাত্থালাত্থি। দুই মিনিট বসে থাকলে আপনি ছয়টা লাত্থির ঘটনা দেখবেন, তার মধ্যে দুইটা রেড কার্ড পাইসে, তিনটা হলুদ কার্ড, একটাতে তিনজন একসাথে উলটায় পড়ে পাছুতে ব্যথা পাইসে। আর হিন্দী সিরিয়ালে দেখবেন মাল্টি ডাইমেনশনাল কূটনামী, কোন দিক দিয়ে কি হয়ে গেল আপনি নিজেই ধরতে পারবেন না।
হিন্দী সিরিয়ালে মাঝে মাঝে চরম ক্লাইম্যাক্স দেখা যায়, ফুটবলেও প্রায়ই। আন্টি খালারা এসময় কাউকে সহ্য করতে পারে না, বাচ্চাকেও না। ফুটবলেও দর্শকরা টান টান উত্তেজনার মধ্যে থাকে। এই সময় পৃথিবীর কোন কিছু তাদের নড়াতে পারে না। মৃত্যুও না।
নায়কের মুখের এক্সপ্রেশান বুঝানোর জন্য বিভিন্ন এঙ্গেল থেকে পরপর কয়েকটা শট নেয়া হয়, ধুম ধুম করে সেগুলা একটার পর একটা দেখানো হয়। একটা গোল হওয়ার দৃশ্যও যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কতদিক থেকে দেখায় আল্লাহ মালুম।
হিন্দী সিরিয়ালে অত্যন্ত প্রিয় দৃশ্য হলো নায়ক নায়িকার ধুমধাম করে রংচঙ্গে বিয়ে হয়। আর ফুটবলে হয় গোল।
সিরিয়ালে বিয়ে ভাঙ্গে। আর ফুটবলে গোল সাইড বারে লেগে…সব আশা ধুলিসাৎ।
সিরিয়ালে ফকির থেকে মাল্টি মিলিওনিয়ার হয়, আর ফুটবলে ইতালী ফ্রান্স প্রথম রাউন্ডে গুডবাই জানায়।
হিন্দী সিরিয়াল দেখে দেখে চাচী ফুপিরা শাড়ি কিনতে মার্কেট চষে বেড়ায়। ফুটবল দেখে দেখে মানুষ হয় জার্সির পাগল। অমুক দেশের অমুক জার্সি না হলে খেলা দেখাই ভেস্তে যাবে, সুতরাং সমস্ত মার্কেট চষে ফেল, অমুক দেশের জার্সি চাই।
ভাইসব, আসুন, হিন্দী সিরিয়াল এবং ফুটবল, দুইটাই বর্জন করি 😀
প্রথম লাইন তা পরেই :clap: বাকিটা পরি এখন 😀
You cannot hangout with negative people and expect a positive life.
পাচ তারা :khekz: :khekz: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
থেঙ্কু আপা 😀
ওরে নারে, না! চাইর বছর পর একটা বিশ্বকাপ হয়, এক মাসের জইন্য। আর হিন্দি সিরিয়াল হয় সপ্তাহে ৫ বা ৬ দিন!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 এইসব বলে লাভ নাই
:gulli2:
দেখতে হবে না কার ছোটবোন(বুয়েটীয়) B-)
আমি মুগ্ধ, বিস্মিত, বাকরুদ্ধ ও অনুপ্রানিত।
😀
খুব জোক্স হইছে। লাত্থি খা :gulli2:
কি দিন আইলো,লেজও লাথি মারে 🙁
সহমত! 😀
হালার পো...
হয়রান রে, তুই শ্যাষ 🙁
=)) =)) =))
=))
হায়! হিন্দি সিরিয়াল তো দেখার অভ্যাস করতে পারলাম না, সারা জীবন শুনেই গেলাম এটা কতো খারাপ। এখন একটু আধটু খেলা দেখার অভ্যাস হয়েছে, ভাবছিলাম সামনের লীগের খেলাও দেখা শুরু করবো। তুমি তো পুরা মাঠে মেরে দিলা!! :((
:shy: সংগীতা ঘোষ নামে হিন্দি সিরিয়ালে একটা আপু আছে উনাকে আমি না খুউউউউউউব ভালো পাই 😡
:))
এইটা তুমি কি বললা সামিয়া ???? 😮 😮 😮
ফুটবলের সাথে এইটা কিসের তুলনা দিলা ???
ও লেখা পইড়া আমার ফুটবলীয় অনুভূতি ব্যাপক আঘাত পাইছে। ইচ্ছা করতেছেন ফ্রণ্ট পেইজে লটকাইয়া রাখি ওরে
হ ফ্রন্টপেইজে সবাই আমারে স্যালুট দিব, আর তোমারে রেডবুকের মাইনকা চিপায় নিয়া...মাইর্...
সামিয়া, তোমার দিল্লির ট্রেন দিল্লিতে আসে নাই এখনো?
সিরিজ খেলাপি হলে চলবে ?????
আহেম
আহেম দিয়া কাজ চলব না ...... পরের পর্ব নিয়া আহেন ...
:thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =))
ভালো ছিলো
আহারে ... আবিত্তি পোলাপাইনেরা ইচা মাছের মতন কতই না ফাল পাড়তে পারে ----
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাআআআআকে ......
আবিত্তি
:khekz: :khekz:
ফুটবল আর হিন্দী সিরিয়ালকে একই পাল্লায় মাপার জন্যে আপনাকে
:thumbdown: :thumbdown:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, জাস্ট ফাইজলামী পোস্ট 🙂
ভাইয়া আপনার (/তোমার/তোর) নামটা বাংলায় করে দিলে সুন্দর লাগত না? সাথে কলেজ সালটাল লাগায় দিলে তো আরও বেশি সুন্দর লাগত 🙂
আপু মন্তব্যের সময় লগ আউট ছিলাম সেইটা বুঝি নাই। এই জন্যে আমি বিয়াপক ভাবে সরি।
:))
চ্যারিটি বিগিনস এট হোম
সেইরকম হইছে :gulli2: :gulli2:
'star one' channel a 'dill mill gaye' name ekta family politics theke 100% mukto romantic comedy serial hoi. Ami na, ei serial er main hero, Armaan, ke khub vala pai 🙂
x-( 😡
তুমি আবার রাগ কর কেন :chup: .........তুমি যে সারাদিন শাকিরার ওয়াকা ওয়াকা ভিডিও চালায়ে হা করে তাকায়ে থাকো :duel: , আমি কি তখন রাগ করি? তুমি তোমার ভিডিও দেখ, আমি আমার সিরিয়াল দেখি, তাহলেই না হ্যাপি ফ্যামিলি :guitar:
:shy: আহ শাকিরা 😡
ছোটাপু এইটা কি দিলি? অনেকদিন পর পুরাই ফাঁকিবাজি পোষ্ট, তবে ভালো হয়েছে 🙂
আর লেজ ভাইয়ারে আমার পক্ষ থেইকা :gulli2:
:hug: দিহানাপ্পু, আপনি এত কম কম আসেন কেন?
মোটেও ফাঁকিবাজী পোস্ট না, রীতিমত গবেষণা করতে হইসে ;))
হায়রে মাইয়া মানুষ :no: :no:
এদের প্রতি শুধুই সমবেদনা... এরা ফুটবলকে চিনতে পারল না, এর মজা নিতে পারলো না... আহারে 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লাভ নাই 😀
এইটা কি বললা। এতদিন পরে লেইখা এইভাবে পঁচাইলা।
মিলগুলা মিলে যাওয়ার পর ও কত পার্থক্য আহারে বুঝাইতে পারতেছি না।
শুধু ফুটবল আর হিন্দি সিরিয়ালই নয় ফেসবুক, ভিডিও গেম, অপ্রয়োজনে খেতে চাওয়া সবই এক ধরনের ড্রাগ। আমরা সবাইই কোন কোন না কোন ড্রাগে আচ্ছন্ন। হায়রে জীবন ---
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শুধু ফুটবল আর হিন্দি সিরিয়ালই নয় ফেসবুক, ভিডিও গেম, অপ্রয়োজনে খেতে চাওয়া সবই এক ধরনের ড্রাগ।
🙁 আপু তার মানে আমি ড্রাগে আসক্ত? :((
=)) =)) =))
আপ্নেয়াবার্হাসেঙ্কেন? x-(
কিরে শ্যাম্পু, ফুটবল কি তোর সতীন হয়ে গেছে নাকি??? ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 জ্বেনা
শুধু ফুটবল আর হিন্দি সিরিয়ালই নয় ফেসবুক, ভিডিও গেম, অপ্রয়োজনে খেতে চাওয়া সবই এক ধরনের ড্রাগ। আমরা সবাইই কোন কোন না কোন ড্রাগে আচ্ছন্ন। হায়রে জীবন — 🙁
হায়রে জীবন- 🙁
সামিয়াপ্পু, পোষ্টে পেলাস; কিন্তু পোষ্টের মোরালে কইষা মাইইইন্ন্যাচ 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরো ভাল করার অবকাশ, , , ,
অ ট কই আগরতলা, কই চকির তলা।
Hindi sl elastic er moto tante tante bosorer por bosor cholte thake.but akta football match 120 min er besi khelar kono upay nai (tie break baad dia). Sory for eng,mob theke brows kortesi.
এই ভাবে ভুলাইয়্যা লাভ নাই... :goragori:
সামিয়া, আরেকটা ডাউট নিব। ফুটবল এবং সমান্তরাল কেনো? সিরিয়াল মানে তো সমান্তরাল না। তোমার পোস্টের টাইটেল তো হওয়া উচিৎ ফুটবল ও ক্রমানুবর্তিক।
ডাউটের আনসার হলো, সিরিয়াল যে ফুটবলের সমান্তরালে চলে, এইটা বুঝাইতে চাইসি 🙂
লেখা হইছে মোটামুটি, তবে আরও ভালো করার স্কোপ ছিল।
লেগে থাক, তোমার হবে 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
১০ এ ৭ পাবার মতোন লেখছোস 😛
তবে নিচের সিস্টেমে পয়েন্ট টেবিল আকারে লেখলে তোর বাংলায় এপ্লাস্পাওয়া লেজের মতোন ১০ এ ১০ পাইতি আবার লেখার এস্থেটিক্সও বজায় থাকতো :grr:
ফুটবল এবং হিন্দি সিরিয়ালের মধ্যে মিলসমূহ
সংসারে প্রবল বৈরাগ্য!
এস্থেটিকস মোটেও ঠিক নাই, ফাংশন তো পুরাই শ্যাষ...অহেতুক সিরিয়াল নম্বরের ঘরে বেশি স্পেস, আর যেইখানে স্পেস লাগবে সেই ফুটবলে আছে চিপা স্পেস, আর্গোনমিক্স সম্বন্ধে না জানায় জুরিবোর্ডের সিদ্ধান্তে এই ছাত্রকে...করায় দেয়া হলো 😀
:((
:thumbup:
লেখা ভালো হয়েছে আর এই মন্তব্যটা আরো জটিল হইসে।
থেঙ্কু ভাইয়া 😀
ভাবসিলামকোন কথা না বলে আপনি আমারে সাইজ করে দিবেন 😛
=)) =)) =))
পাঁচ তারা দশ তারা পনের তারা বিশ তারা সামিয়াপ্পু।কি লিখলা এইটা,পুরাই একটা জিনিশ!! :clap: :clap:
হাহাহা :)) :)) অনেকক্ষণ হাসলাম লেখাটা পড়ে 😛 খুব মজা করে লিখেছ সামিয়া। আর এইসব বস্তাপচা হিন্দি সিরিয়াল যে মানুষ ক্যান দ্যাখে!!