খাতা থেকে মুখ উঠায়ে ছোট ভাই বলল; স্যাম জানিস আমরা ক্লাস টেনে উঠে একটা ব্যান্ড বানাবো।
আমি বললাম, অ।
সব কিছু ঠিক হয়ে গেছে।
অ। তুই কি বাজাবি?
আমি বাজাব না, গান গাব।
অ। (উল্লেখ্য আমাদের ভাইবোনদের সম্বন্ধে কনক ভাইয়ের করা মন্তব্যটি পুঙ্খানুপুঙ্খ ভাবে খাটে)
আমি গান লিখবও।
আচ্ছা, আমাকেও বলিস, আমিও দুই একটা লিখে দিব।
না আমিই লিখব।
দুই একটা কি অলরেডী লিখে ফেলসিস?
হুমম…মোটামোটি একটা শেষ; সে চিন্তিত মুখে বলে।
আমাকে দেখানো যাবে?
না, ওইটা বড়দের গান।
ও আচ্ছা।
আমি মজা পাই। আমার মনে পড়ে যায় অনেকদিন আগে এম.আই রুমে বসে থাকা কয়েকটা বাচ্চা মেয়ের কথা। চিন্তিত মুখে বসে আছে। একটু পর একজন গম্ভীর মুখে বলা শুরু করল, এবার ছুটিতে সে তার গ্রামের বাড়িতে গিয়েছিল। সেখানে শিক্ষার অবস্থা খুবই খারাপ, আমাদের দেশের শিক্ষাব্যবস্থাই এদেশের অধঃপাতে যাওয়ার মূল কারণ, এখন আমাদেরকেই এগিয়ে আসতে হবে ইত্যাদি ইত্যাদি।
আমরা কয়েকজন জ্বলজ্বলে চোখে শপথ নেই, এই সমস্যার সমাধাণ আমরা করবই। দরকার হলে ওই গ্রামে গিয়ে নিজেরাই স্কুল খুলব, নিজেরাই পড়াব। এভাবে তো আর চলতে দেয়া যায় না।
তারপর সেই বাচ্চা মেয়েগুলো বড় হয়, তারা বুঝতে শেখে, তাদের স্বপ্নগুলো রয়ে যায়, স্বপ্নগুলো ভাঙ্গে না।
কিন্তু বাচ্চা মেয়েগুলো নিজেরাই ভাঙ্গতে শুরু করে। স্বপ্নগুলো করুণ চোখে তাকিয়ে তাকিয়ে তাদের ভেঙ্গে যাওয়া দেখে।
কিন্তু একদিন খুব বিষ্টি পড়ে, বিষ্টিতে মেয়েগুলোর মন ধুয়েমুছে ঝকঝকে হয়ে ওঠে, তারা আবার সাহসী হয়ে ওঠে, স্বপ্ন দেখতে শুরু করে। তারা আর ভাঙ্গতে চায় না।
সামনে বহুদূরে খোলা প্রান্তরে…এক পশলা বিষ্টির জন্য সবাই তাকিয়ে আছে, আমি আর একবার বিষ্টি চাই…আর একবার ওই বিষ্টি ধোয়া আকাশে আগের মতন করে উড়তে চাই…
1st 😀
১ম :party: :party: O:-)
সরি 🙁
২য় 🙁
ভালো লাগলো পড়ে :clap:
গায়ের জোরে ফার্স্ট হওয়া যাইতেছে মনে হয়... :-B
জুনিয়রস...মুভ... :grr:
এখন আমিই ফার্স্ট... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই পিচ্চিটা কি কবিতা লিখছে?
আবার দেখি আমাদের ব্যাচের মানে ২১তম?
দারুণ লিখেছ মিস্টি মেয়ে। আমরাও তোমাদের স্বপ্নের সাথী হবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
২১ তম ব্যাচ এ কত বস মানুষ...আহ, আমার তো ভাব বেড়ে গেল :ahem:
আমার ব্লগে আপনার মন্তব্য পেয়ে খুশিতে একটা গান গাই :guitar:
আমিও কিন্তু কইলাম ২১তম ব্যাচ। লজিক মিলাইলে আমিও বস ইশশ কি শান্তি। বহুদিন পরে কিছু লেখলা আপু। পড়ে বেশ ভাল লাগল । নিয়মিত থাইকো।
কামরুলতপু ভাই আপনি তো বসই, এটা আবার বলার কি আছে(আবার জিগস)[একটু তেলাইলাম আর কি 😀 ]।
ময়মনসিংহ সেঞ্চুরী করে নাই তো কি হইসে? সেঞ্চুরীর হাফের হাফ তো করসে 😀
:goragori: :goragori:
বৃষ্টি এমনিতে না হইলে আকাশে মিসাইল মারলেই পার... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লেখা ভাল হইছে :thumbup: । নিয়মিত লিখবা।
সেলিনা আপুকে অনেকদিন ব্লগে দেখিনা। উনি না এডিটেড হয়েছিলেন? এখন তো মনে হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছেন। আপুকে কি রি-এডিট হতে বলতে পারবা :-/
সেলিনা আপু বা ম্যাডাম আমারে বি মাইনাস গ্রেড দিছিলেন।
এর বিচার চাই। 😕
ঠিক মত পড়াশুনা কর। এ প্লাস পাইবা।
বিচার করলাম। খুশি তো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup:
:khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই খুশি নাহইলে আর কি। দুইটা ফ্রন্ট্রোল দিতে বলেন দেখবেন ঠিক হইয়া গেছে(আমিন ভাই ধরার আগে পালাই)।
:thumbup: :thumbup:
টেরোরিস্টাপু, সুন্দর লিখছো :clap: :clap: তবে জুনার পরামর্শ মতো শুরুতেই আকাশে একটা মিসাইল না মেরে আপাততঃ মেশিনগান দিয়ে ব্রাশ ফায়ার করে দেখতে পারো :-B
খেপলা নাকি আপু 😮 😮 তাইলে নিজেই নিজেকে একটা গান শুনাও :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
একটু আঁতলামি করলাম সেইজন্য সরি।
তোমরা ২১ তম ব্যাচ আমরা ৩৪ তম। দইটা ক্রমিক ফিবোনক্কি নম্বর।
সিসিবির স্বপ্ন দেখা সবাইকে অভিনন্দন। =)) =))
ওয়ে হোয়ে সামিয়াপ্পু ব্লগ দিছে-এই কে আছিস রাশেদ,মুহম্মদ আর জিহাদ,চা নিয়ে আয় তো(কপি-কামরুল ভাই)
ভাল লাগলো লেখাটা।
সৈয়দ সাফী
জীবন স্বপ্নের চেয়েও সুন্দর...............তোমার লেখাও সুন্দর...............।ভাল লাগ ল আপু্্্্্্্্বেশি করে লিখো...............।। :clap:
আর সবচেয়ে সুন্দর আমাদের সাইফ ভাই ;;) :dreamy: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
কোন সেন্সে বলছ?
জুনিয়রগুলারে নিয়া এই এক প্রবলেম, কি মিন করতে চায় বুঝিনা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জুনিয়র তো তাই আইডি কার্ড চাইতে পারতেছে না, ইঙ্গিতে সুন্দর বলছে। :-B
সিনিয়র কে সুন্দর বলায় জিহাদের ব্যাঞ্চাই। :-B
ব্যাক্ষা দিয়া ইঙ্গিতটাকে আরও প্রশফুটিত করার অপ্রাধে কামরুল'এরও ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কেউ আমার কথার অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারেনাই। এই জন্য তাইফুর ভাই ছাড়া বাকি সবার ব্যাঞ্চাই
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারে শুধুই......। স্যাম বৃষ্টি(সমার্থক শব্দ) নিয়ে লিখছেতো তাই জিহাদ একটু খুশি।
একি সেই "টুম্ব রাইডার"খ্যাত সামিয়া নাকি :-B ????
কথাগুলো তো মিসাইলের চেয়ে কম তেজী না..........এক্কেবারে মনের ভিতর যেয়ে ধাক্কা মারল।
:clap: :clap:
Life is Mad.
যাক নাম হিট করছে।
বাচ্চালোগ তালিয়া বাজাও :clap:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপু খুব সুন্দর করে লিখছ.....মন ছুঁয়ে গেলো
তোমাগো "বিষ্টি"র দেখি অনেক কদর 😛
লেখা কিউট হইসে। বর্ষাকাল পর্যন্ত ওয়েট করো। বিষ্টি এমনিতেই আসবে :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
ঠিক আছে আমরা বর্ষার(আমি কাল বুঝাইছি) জন্য অপেক্ষা করবো।
স্বপ্নের ভবিষ্যত কখনো ভাল হয়না!! ক্যান্? :((
ভাল ছিল ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরও ভালো করার অবকাশ ছিল... :-B
খুব খুব খুব সুন্দর লাগসে লেখাটা... :boss:
স্বপ্ন দেখার-আবার স্বপ্ন ভাঙ্গার সাক্ষী বোধহয় আমরা অনেকেই...
এইবার আরেক পশলা বিষ্টির সাক্ষী হতে চাই...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ইস!!
পৃথিবীর সব সন্ত্রাসীরা যদি এইভাবে কবি হয়ে যেতো ......।। :-B :-B
তাইলে সব কবি'রা সন্ত্রাসী হয়ে যেত
(বি:দ্র: বর্তমানে সন্ত্রাসী'র চেয়ে কবি'র সংখ্যা বেশি)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাংলা সিনেমায় এক কবিরা আছে সন্ত্রাসী চরিত্রেই অভিনয় করে............ :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কস্কি! ওই বেটার নাম তো জানতাম কাবিলা।
বরিশাইল্যা। 😀 😀
x-( x-( x-( x-(
টিটো ভাই আমারে ধরেন কইলাম.........নইলে আমি কিন্তু... 😛 😛 😛
কিন্তু আপ্নে এত্ত ডীটেইলস কেম্নে জানলেন......????
ঝাতি ঝানবার ছায়... :awesome: :awesome: :awesome:
এখনও লেখা পড়ি নাই, একটা কথা কইতে আসলাম।
তোমার ব্যাপক মারামারির অভ্যাস দেইখ্যা তোমার নাম দিছি "লারা ক্রফট"। তুমি খুশি হইছ না? এইবার একটু হাসতো। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি তোমার যতগুলো লেখা পড়েছি তার মাঝে এটা শ্রেষ্ট।
খুব ভাল লেগেছে :boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup: সহমত :thumbup:
Life is Mad.
স্যাম লেখাটা খুবই সোন্দর হয়েছে।
সামিয়া, যাক এতদিন পর লেখা দিলা।
খুব সুন্দর লিখেছ। ভবিষ্যতেও এইরকম লিখে যাবা, আশায় থাকলাম।
:thumbup: :thumbup:
দারুন অনুভূতি :boss:
কি লিখলেন বোমাপু, ছুঁয়ে গেল।
সুন্দর হইছে রে......
আরও চাই......বিস্টি রোদ কুয়াশা দিয়া ভরা...... :clap: :clap: :clap:
যে কোন নতুন কাজ করতে গেলে স্বপ্ন দিয়ে তা শুরু করতে হয়। আমদের স্বপ্ন দেখা হয়না কারন আমদের বুর্ত্মান নেতা রা স্বপ্ন দেখতে জানেন না। তাদের হিষেব ৫ বছর। স্বপ্ন দেখা শুরু করলে তা বাস্তবে নেয়া সময়ের ব্যাপার শুধু।