সিসিবি গেট টুগেদার – এপ্রিল ০৯

আমাদের আজকের গেট টুগেদারের বিষয় নিয়ে একটা ব্লগ পড়ার জন্য অনেকক্ষন ধরে অপেক্ষা করলাম। কিন্তু হতাশ হয়ে শেষে নিজেই লিখতে বসে গেলাম। ভেবে দেখলাম, আমি একা লিখলে এই পোষ্টটা পূর্ণতা পাবেনা :no: । তাই এডু, মডুদের কাছে অনুরোধ রইলো, সবার কমেন্টের উল্লেখযোগ্য অংশ নিয়ে এডিট করে এই পোষ্টটা তৈরী করা হোক।

অল্প কথার মধ্যে আমি এখন শেষ করবো। আজ উপস্থিতি ছিল সাড়ে সাতচল্লিশ জন। অর্থাৎ বড় ৪৭ জন আর জুলহাস ভাই (স্যার) এর ছেলে সহ সাড়ে সাতচল্লিশ জন 😀 । শুরুতে সানা ভাই আমাদের সবাইকে ২/৩ টি গ্রুপে ভাগ করে এবিসি রেডিওর বিভিন্ন রুম এবং সরঞ্জামাদি পরিদর্শন করালেন। তারপর শুরু হলো খানাপিনার পর্ব :gulli2: যেটা নিয়ে অনেক ছবি আ-সি-তেছে (রবিন, রেজওয়ান এবং অন্য যারা ক্যামেরা দিয়ে ছবি তুলেছ, এখানে ছবিগুলো পোষ্ট করে দাও প্লিজ)। তারপর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ – সিসিবি আড্ডা। অনেক মজা হলো, দুষ্টামি হলো, আলোচনা হলো সিসিবি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা এবং আমরা সিসিবিকে ভবিষ্যতে কিভাবে দেখতে চাই তা নিয়ে সবার মতামত। অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা মন্তব্য আকারে এখানে চলে আসবে। উল্লেখ্য যে সকল ক্যাডেট কলেজের সকল এক্স ক্যাডেটদের নাম, ক্যাডেট নম্বর, বর্তমান অবস্থান, পেশা, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি নিয়ে শীঘ্রই একটি ডাটাবেজ তৈরী হতে যাচ্ছে যেটাতে শুধু আমাদের রেজিষ্টার্ড মেম্বাররা ঢুকতে পারবে এবং তথ্য আদান-প্রদান করতে পারবে। বাকিটুকু অন্যরা বলবে। আমি এখন পালাই :tuski: ।

যাবার আগে সানাউল্লাহ উরফে লাবলু ভাইকে জানাই বিশেষ কৃতজ্ঞতা এত সুন্দর এবং সফল ভাবে এই গেট-টুগেদারটি আয়োজন করার জন্যে :hatsoff:

৩,১১৯ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “সিসিবি গেট টুগেদার – এপ্রিল ০৯”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আপনাকে আর সায়েদ ভাই(স্যার) কে অসাধারন কেকের জন্য ধন্যবাদ :boss: :boss:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রায়হান আবীর (৯৯-০৫)

    রহমান ভাই। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনি এবং সায়েদ ভাইয়ের কল্যাণে একটা 'ব্যাপার' সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। আপনাদের দুইজনের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। যদিও কথাবার্তা ভালো মতো হয় নাই।

    ভালো থাকবেন। নিয়মিত যোগাযোগ থাকবে আশা করি।

    জবাব দিন
  3. ইউসুফ (১৯৮৩-৮৯)

    সানাউল্লাহ ভাইকে হাজার :salute: আমাদের সবাইকে এভাবে একত্র করে এমন মজার একটা সময় উপহার দেবার জন্য।

    এ বি সি কে আজ যেভাবে দেখলাম, আমি মন থেকে কামনা করি যেন, এ বি সি সানাউল্লাহ ভাইয়ের স্বপ্নের মতই বেড়ে উঠে।

    অফটপিক: ছেলেপিলে খানা দানা, ফান অনেক করেছ, এইবার একটু বল তো দেখি কারা কারা আমার পরে এসেছ? আর যারা ছবি তুললে, তারা :just: জমা দিয়ে ফেল।

    জবাব দিন
  4. তৌফিক

    লাবলু ভাই জিন্দাবাদ। 🙂

    সংগ্রামী ভাইয়েরা আমার, সবাই বজ্রকন্ঠে আওয়াজ তুলুনঃ

    আমার ভাই, তোমার ভাই

    লাবলু ভাই, লাবলু ভাই। 😉

    মিস করার জন্য খুব খ্রাপ লাগতেছে। =(( তবু আশায় বুক বাঁইধা রইলাম। মাত্র তো আর ক'টা দিন। x-( :dreamy:

    জবাব দিন
  5. রেজওয়ান (৯৯-০৫)

    সকালে আইসা দেখি নেট নাই :bash:
    সারা দিন নেট ছিল না :bash:
    আর এখন দেখি মোবাইলে ডিস্টার্ব :bash:
    মেমোরী কার্ড পাইতেসে না :bash:
    ধুর !!! ধুর !!!
    সানা ভাই জিন্দাবাদ :awesome:
    সিসিবি জিন্দাবাদ :awesome:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।