আমাদের আজকের গেট টুগেদারের বিষয় নিয়ে একটা ব্লগ পড়ার জন্য অনেকক্ষন ধরে অপেক্ষা করলাম। কিন্তু হতাশ হয়ে শেষে নিজেই লিখতে বসে গেলাম। ভেবে দেখলাম, আমি একা লিখলে এই পোষ্টটা পূর্ণতা পাবেনা :no: । তাই এডু, মডুদের কাছে অনুরোধ রইলো, সবার কমেন্টের উল্লেখযোগ্য অংশ নিয়ে এডিট করে এই পোষ্টটা তৈরী করা হোক।
অল্প কথার মধ্যে আমি এখন শেষ করবো। আজ উপস্থিতি ছিল সাড়ে সাতচল্লিশ জন। অর্থাৎ বড় ৪৭ জন আর জুলহাস ভাই (স্যার) এর ছেলে সহ সাড়ে সাতচল্লিশ জন 😀 । শুরুতে সানা ভাই আমাদের সবাইকে ২/৩ টি গ্রুপে ভাগ করে এবিসি রেডিওর বিভিন্ন রুম এবং সরঞ্জামাদি পরিদর্শন করালেন। তারপর শুরু হলো খানাপিনার পর্ব :gulli2: যেটা নিয়ে অনেক ছবি আ-সি-তেছে (রবিন, রেজওয়ান এবং অন্য যারা ক্যামেরা দিয়ে ছবি তুলেছ, এখানে ছবিগুলো পোষ্ট করে দাও প্লিজ)। তারপর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ – সিসিবি আড্ডা। অনেক মজা হলো, দুষ্টামি হলো, আলোচনা হলো সিসিবি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা এবং আমরা সিসিবিকে ভবিষ্যতে কিভাবে দেখতে চাই তা নিয়ে সবার মতামত। অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা মন্তব্য আকারে এখানে চলে আসবে। উল্লেখ্য যে সকল ক্যাডেট কলেজের সকল এক্স ক্যাডেটদের নাম, ক্যাডেট নম্বর, বর্তমান অবস্থান, পেশা, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি নিয়ে শীঘ্রই একটি ডাটাবেজ তৈরী হতে যাচ্ছে যেটাতে শুধু আমাদের রেজিষ্টার্ড মেম্বাররা ঢুকতে পারবে এবং তথ্য আদান-প্রদান করতে পারবে। বাকিটুকু অন্যরা বলবে। আমি এখন পালাই :tuski: ।
যাবার আগে সানাউল্লাহ উরফে লাবলু ভাইকে জানাই বিশেষ কৃতজ্ঞতা এত সুন্দর এবং সফল ভাবে এই গেট-টুগেদারটি আয়োজন করার জন্যে :hatsoff:
আপনাকে আর সায়েদ ভাই(স্যার) কে অসাধারন কেকের জন্য ধন্যবাদ :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
স্বাগতম :boss: :boss: ।
১ম হবার জন্য অভিনন্দন :hatsoff:
থ্যাঙ্কু বস :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সিসিবির এবিসি, এবিসির সিসিবি :hatsoff: :salute:
দোস্ত :hug:
সব্বাইরে আবারো :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ওহ্, লাবলু ভাইরে :salute: দিতে ভুইলা গেছিলাম
দোস্ত, তোরেও :hug: । পরশু রাতে চলে যাচ্ছি হিলে 🙁 , নেটওয়ার্কের বাহিরে :(( । যাবার আগে এই গেট-টুগেদারের স্মৃতি সাথে করে নিয়ে যাচ্ছি 🙂 । তাড়াতাড়ি সবাই ছবি জমা দে এখানে 😡 ।
আমার জন্য না কি একটা দায়িত্ব নিছিলি? :(( এখন এত তাড়াতাড়ি গেলেগা ক্যাম্নে 🙁 তবে পাহাড়ের হইলেও আপত্তি নাই অবশ্য :thumbup: ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই, বিয়ের দাওয়াত পাবতো? 😉
😮
😐
😛
:))
:khekz:
পালায়া যাবেন কই????পথ দিমু না।
😕 😕 😕
হিলে যামু, যেখানে মোবাইল নেটওয়ার্ক নাই 🙁 :(( । আমার ক্যাম্পে ইঞ্জিন বোট দিয়া যাইতে হইব। পথ লাগবনা :no:
wow!!! thats thrilling! wish I could be there. শান্তিবাহিনী হতে সাবধানে থাকবেন। শুভকামনা রইলো।
ধন্যবাদ। বেরাতে এসো। দাওয়াত রইলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত আকর্ষণীয় একটি দাওয়াত কবুল না করাটা বর্বরতা। কিন্তু, দুঃখ আমি যখন দেশে আসব তখন বর্ষাকাল থাকবে। :((
আমরা ১১ এ এক্সকারশান এ গেসিলাম B-)
রহমান ভাই। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনি এবং সায়েদ ভাইয়ের কল্যাণে একটা 'ব্যাপার' সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। আপনাদের দুইজনের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। যদিও কথাবার্তা ভালো মতো হয় নাই।
ভালো থাকবেন। নিয়মিত যোগাযোগ থাকবে আশা করি।
প্রিয় রায়হান,
আমার অনুভুতিটাও ঠিক তোমার মতোই। ভবিষ্যতে আরো কথা হবে আশা রাখি। সময় ও সুযোগ পেলে পরবর্তীতেও এ ধরনের গেট-টুগেদারে জয়েন করার চেষ্টা করব।
ভালো থেকো। অনেক ধন্যবাদ।
সানাউল্লাহ ভাইকে হাজার :salute: আমাদের সবাইকে এভাবে একত্র করে এমন মজার একটা সময় উপহার দেবার জন্য।
এ বি সি কে আজ যেভাবে দেখলাম, আমি মন থেকে কামনা করি যেন, এ বি সি সানাউল্লাহ ভাইয়ের স্বপ্নের মতই বেড়ে উঠে।
অফটপিক: ছেলেপিলে খানা দানা, ফান অনেক করেছ, এইবার একটু বল তো দেখি কারা কারা আমার পরে এসেছ? আর যারা ছবি তুললে, তারা :just: জমা দিয়ে ফেল।
বস, মাসুম ভাই আপনার পরে আসছেন ;)) ;)) :-B
এইবার দেখি কি হয় 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়ে মানে, ইয়ে....(একটা 'পালাই' এর ইমো দরকার)
:bash: :bash: ~x(
:goragori: :goragori: :goragori:
Ami office er prog e. Basai giye pic dibo
ok, Hurry up 😡
রায়হান,
আরো ছবি চাই। সবাইকে ছবি দিতে বলো
মামারে তো সেরাম লাগতেসে... ('সেরাম' এর একটা ইমো ইন্ট্রোডিউস করার কোন উপায় আছে কি?)
আদনান, তোকে আবারও কারেকশন দিতে হল। কথাটা 'সেরাম' না, হবে 'সিরাম'।
তবে আমাকে 'সেরাম' ভাবে মন্তব্য করার জন্য বেচে গেলি এইবার।
আর 'সিরাম' এর ইমো এর ব্যাপারে সহমত।
facebook এর ক্যাডেট কলেজ ব্লগের গ্রুপে কিছু ছবি আপলোড করে দিয়েছি..
লিন্ক এখানে
😡 😡 😡 :bash: ধুর ছবি আসলো না কেন???
ছবিগুলো যারযার মত ট্যাগ করে দিয়েন....
সাতেও নাই, পাঁচেও নাই
ট্যাগঃ সানা ভাই এবং কাইয়ূম এর হাউস কালারের কেক 😛 ।
এখানেও সাম্প্রদায়িকতার জন্য আমি সায়েদ এবং আমার ব্যান চাই।
আমার কলেজ কালারের কেক 😀 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ট্যাগঃ কেক কাটছেন আমাদের আজকের অনুষ্ঠানের ভিআইপি...
(এই যা, নামটাতো ভুলে গেলাম 😛 , ব্যাপারস্ নাহ্ B-) , জুলহাস ভাই বা জুনায়েদ ভিআইপির নামটা এখানে দিয়ে দিন/দাও)
বস, ভিআইপি'র নাম মাহিন আজমাইন... 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাতেও নাই, পাঁচেও নাই
ট্যাগঃ সানা ভাই বলছেন- "এই যে দেখ আমি কান ধরে বলছি আর কখনো এমন ভুল হবেনা, এখন থেকে প্রতি মাসে একটা করে সিসিবির গেট টুগেদার করবো, এবিসি তো আছেই... সো, কেউ কোন চিন্তা করোনা" ;;;
( সানা ভাই, আমি অগ্রিম :frontroll: শুরু করলাম)
:)) 😀
সানা ভাই জিন্দাবাদ!!! :hatsoff:
লাবলু ভাই জিন্দাবাদ। 🙂
সংগ্রামী ভাইয়েরা আমার, সবাই বজ্রকন্ঠে আওয়াজ তুলুনঃ
আমার ভাই, তোমার ভাই
লাবলু ভাই, লাবলু ভাই। 😉
মিস করার জন্য খুব খ্রাপ লাগতেছে। =(( তবু আশায় বুক বাঁইধা রইলাম। মাত্র তো আর ক'টা দিন। x-( :dreamy:
সকালে আইসা দেখি নেট নাই :bash:
সারা দিন নেট ছিল না :bash:
আর এখন দেখি মোবাইলে ডিস্টার্ব :bash:
মেমোরী কার্ড পাইতেসে না :bash:
ধুর !!! ধুর !!!
সানা ভাই জিন্দাবাদ :awesome:
সিসিবি জিন্দাবাদ :awesome:
এফসিসির আমরা যেই চারজন ছিলাম সবাই একই হাউসের 😀 ইয়েলো ইয়েলো আপ আপ :thumbup:
:thumbup:
সানা ভাই চরমভাবে রক করেন। :thumbup: :thumbup: উনাকে :salute: দিলেও কম হয়ে যায়।
আশা করি আমরা ঘন ঘন গেট টুগেদার করতে পারব নিয়মিত বিরতিতে।
আমি তো বিরতি ছাড়াই গেট টুগেদার চাই 😉
মাথায় চুল নাই আমার...। কিন্তু যে কয়টা আছে, ঐ কয়টাই টাইনা ছিইড়া ফালাইতে ইচ্ছা করতাছে... ~x(