Rahman vai,
অনেক দিন হয়ে গেল সিসিবিতে আপনাকে পাচ্ছি না।
আপনি, সায়েদ ভাই, এডিসন ভাই উনাদের খুব মিস করছি।
সায়েদ ভাই তো থাকেন, কিন্তু মাউস দিয়ে কমেন্ট করে চলে যান।
ভাইয়া, তাড়াতাড়ি আসেন তো, সেই সাথে বাকিদেরও বেঁধে নিয়ে আসেন।
(সিনিয়রকে বাঁধতে চাওয়ার জন্য আগেই ১০০ :frontroll: দিয়ে নিলাম।)
মাজহার ভাইকে নিয়ে আপনার ব্লগটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তাড়াতাড়ি আসুন ভাইয়া।
——–
তুহিন (কুচ্ছিত হাঁসের ছানা) (মির্জাপুর/৯৯-০৫)
এমন একটা মেইল পড়ে আর না লিখে থাকতে পারলাম না।
প্রিয় সিসিবিয়ান্স,
আল্লাহর অশেষ রহমতে গত ২৬ শে মার্চ আমি নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করেছি। সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দেরীতে সিসিবিতে হাজিরা দেয়ার জন্য দুঃখিত এবং লজ্জিত :shy: ।
এই কদিন সিসিবিকে খুব মিস করেছি। দুঃখের বিষয় হলো সিসিবিকে আমি এখন থেকে প্রায়ই মিস করব 🙁 । কারন আমার হিলে এমন এক ক্যাম্পে বদলী হয়েছে যেখানে নেট তো দূরের কথা, মোবাইল নেটওয়ার্ক ই নাই :(( । হায়রে কপাল!!! কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি। আগে তো দেশের বাহিরে থাকলেও দুনিয়ার ভিতরে ছিলাম; আর এখন দেশে থেকেও যেন দুনিয়ার বাহিরে থাকা হবে ~x(
কাইয়ূমকে কথা দিয়েছিলাম, সিসিবিকে ভুলবনা, নিয়মিত থাকব; কিন্তু নিয়তি বেঁকে বসলো ~x( । গত কয়দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম, তাই নেটে বসতে পারিনি :no: । আজ নেটে ঢুকেই তুহিনের মেইলটা পেলাম। আমি ওকে কখনো দেখিনি, ফোনে কখনো কথাও হয়নি। মেইলটা পেয়ে কতটা ইমোশোনাল হয়ে গেলাম, লিখে বোঝাতে পারবনা। তুহিনকে অনেক অনেক ধন্যবাদ। সিসিবি আমাদের কত আপন করে দিয়েছে! এটাও তো আমার একটা পরিবার। আর তাইতো বউ ঘুমানোর পরে এই ফক্স কলিং নাইটে লুকিয়ে লুকিয়ে সিসিবিতে লিখছি 😛 ।
সপ্তাহ খানেকের জন্য ঢাকার বাহিরে আবার বাবা-মার কাছে যাচ্ছি। ১০-১৯ শে এপ্রিল ঢাকায় থাকব ইনশাল্লাহ। ২০ তারিখ হিলের উদ্দেশ্যে রওনা হবো। এর মধ্যে কোন গেট টুগেদার হলে আওয়াজ যেন পাই। কি বলেন সানা ভাই ;;) ?
দুঃখজনক। যাই হোক, ভালো থাকবেন এই কামনা করি।
ধন্যবাদ অর্ণব
:hug:
কোন ক্যাম্পে পোস্টিং হইছেরে?
যাক নিরাপদে আইছোস, আঙ্কেল আন্টিকে আমাদের সালাম পৌঁছায়া দিস।
সংসারে প্রবল বৈরাগ্য!
শুভাগমন ভাইয়া 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রহমান ভাই, আপনাকে নিয়ে আমি আর রবিন ঐদিন কথা বলছিলাম। আপনি দেশে ঠিকমত পৌঁছালেন কিনা, আর পৌঁছলেও এভাবে চুপচাপ হয়ে গেলেন, তাই খারাপ লাগছিল। এখন নিশ্চিন্ত হলাম যে নাহ্, আপনি সুস্থই আছে।
ইনশাল্লাহ ঢাকায় আসলে আমাদের সাথে দেখা হবে। আর আমার কনটাক্ট নাম্বার দিলামঃ ০১৭১১০৮০৩৫৮। কখনও প্রয়োজন পড়লে ফোন দিয়েন। 🙂
আপনি সুস্থই আছেন হবে 🙁
ভাই আপনার ফোন নাম্বার টা দেন। নাইলে আমারে কল/এসমএস দেন। ০১৭১১৫০৬৭০১।
সানা ভাইরে আনলি কোত্থেকে?
তুইও কিছু খাইছোস নাকি :))
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই, এতোদিনে বুঝলাম আপনি পুরো লেখা পড়েন না। =)) এই ব্লগের লাস্ট লাইনটা দেখেন ভাই। বার্থ ডে পার্টি দেন না ভালো কথা, তাই বইলা এইভাবে ফাপর দিবেন? x-( x-(
কাইয়ূম ভাইয়ের বার্থ-ডে পার্টি খাইতে মন চায়! 🙁 🙁
নিকেতনে চইলা আয় :))
সংসারে প্রবল বৈরাগ্য!
অফিসে আপনি পার্টি করেন নাকি? 😉
ওই রহমান, হিল মানে কোন হিল? বউ বাচ্চা নিয়া বেড়ানো যাইব? একটা ধান্দা ছিল ওইদিকে যাওয়ার।
সময় সুযোগ বুইঝা আওয়াজ দিও তো একটু। পাহাড়ের ভিত্রে ঢুকবার চাইছিলাম। আর চিটাগাং হইয়া যাইও যদি পার আরকি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮 😮 😮
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হায় রে নিয়তি! এই কাজটা আমারও করতে হয়, দুনিয়ায় বিচার নাই।
বউদের তো ব্যান চাইতে সাহসে কুলায় না... তাই সি সি বি এর প্রতি বউদের শ্রদ্ধাশীল হবার বিশেষ মন্ত্র চাই। দিতে হবে।
প্রাউড টু বি ব্যাচেলর :grr: :grr: :grr:
(আসলে আঙ্গুর্ফল্টক 🙁 )
আবে আঙ্গুর্ফল্মাইন্সে খায়নাকি?? আঙ্গুর্ফল্তোখায় ফক্সে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
রহমান ভাই,
আব্বুর বন বিভাগের চাকরির সুবাদে আমার পুরো ছোটবেলা কেটেছে হিলে।বি ওয়্যার অফ ম্যালেরিয়া...আমার চার বার হয়েছিল... :((
পারলে আমাকে একটা কল দিয়েন...০১৭১২১৭৮১১১
ভাল থাকবেন ভাইয়া...
বহুদিন পর রহমান ভাই। আপনাকে খুব মিস করেছি ভাই। ভালো আছেন শুনে ভালো লাগল। হিলে যেয়ে সাবধানে থেকেন।
ওই দুই সারাদিন সিসিবি তে কি করস?
ব্লগ পড়ে আর কমেন্ট করে :-B :-B :-B
আমিতো দেখি কোবতে লেখে 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি কাইয়ুম ভাইয়ের সাথে একমত।
কাইয়ূম ভাই পার্টি চাই
১৭ তারিখ এবিসিতে চলে আসিস 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এই ডা কি হৈলো? আইসাই আবার যাওয়ার কথা...
তারপরেও ...
ভাল থাইকেন ভাই।
কুনখানে পোস্টিঙ হইল আপনের?
সাবধানে থাইকেন ভাইয়া 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমিওয়াঙ্গুর্ফলখাপো :((
আগে বিসিএস পাস কর
বিসিএস পাস করলে কি সবাইরে আঙ্গুর দেয় ? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তখন আঙ্গুর বাগানের মালিকরাই আইসা দিয়া যাইবো। 😉
আরেক জনের আঙ্গুর খাইতে চাইলে কি তারাও দিয়া যাইবো? :grr: :grr: :grr:
সর্বনাশ !!!!!! কেঁচো খুড়তে খুড়তে তো দেখি কুমির বের হয়ে যাচ্ছে। আরেক জনের আঙ্গুরের ব্যাপারটা খুলে বলো দেখি ভাই ...
স্বপ্ন ভাই, এইগুলা কতিপয় স্বার্থান্বেষী মহল কর্তৃক আমার চরিত্র হননের অপচেষ্টা,কান দিবেন না x-(
খবরদার, কেউ মাস্ফু'র চরিত্র হননের চেষ্টা করবেন না। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মাস্ফ্যু ভাই জীবনেও ঠাকুর ঘরে কলা খায় নাই... O:-) O:-) O:-)
রিবিন ভি, ইপ্নি তি রিবিবি দিউলি মিতিন ইন্টিরে নিয়ি কি জিনি কিরছেন,শিঞ্চছি ইন্টিরনিটি নিকি ছিবিও পিওইয়া জিইতিছে... 😛
আগামী ১৭ এপ্রিল শুক্রবার তৈরি থেকো সবাই। এবিসিতে। পরে এ নিয়ে বিস্তারিত পোস্ট দেবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:awesome: :awesome:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:grr:
:awesome: :tuski:
ভাইয়া, ইয়ে মানে তারিখ টা কি কোনোভাবে ১৮ করা যায়? কারন ১৭ তারিখ আমাদের কোম্পানীর বার্ষিক প্রোগ্রাম যেটাকে জিপি নাইট বলে। তাই ওইদিন জিপি তে আমরা যারা আছি তাদের জন্য উভয় সংকট হয়ে যাবে।কোনোটাই আমরা মিস করতে চাই না।। তাই বলছিলাম আর কি যদি তারিখটা একদিন পিছিয়ে দেয়া যেতো।
রবিন : তোমাদের জিপির প্রোগ্রামটা কয়টা থেকে? আমাদের জন্য শুক্রবার হলে ভালো হয়। কারণ অফিসে লোকজন কম থাকে। জেনারেল সেকশন বন্ধ, অন্য সেকশনগুলোতেও ছুটি বেশি থাকে। ফলে শুক্রবার হলে তোমরাও বেশ কিছুক্ষণ আড্ডার সুযোগ পাবে। আর শনিবার হলে এ সুবিধাটা থাকবে না। বেশি সতর্ক থাকতে হবে বলে মজাটা তেমন হবে ন। এক্ষেত্রে সময়টা এগিয়ে আনতে পারি। ধরো হতে পারে বিকেল চারটা থেকে? তাহলে চলবে? কিন্তু তোমাদের সবাইকে চাই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমাদের প্রোগ্রাম সন্ধ্যা থেকে। তাই ওইদিন বোধহয় আমি, তানভীর বা জিপি এর অন্যদের জন্য বেশ টাইট সিডিউল হয়ে যাবে। যদি সম্ভব হয় পরের শুক্রবারে, নাহলে ওইদিন ই থাক। আমরা একবার চেহারা দেখাইয়া যাবো আর কি। সবার যেই টাইমে সুবিধা হয়।
রবিন : এক সপ্তাহ পেছালে রহমান-ইউসুফ ওদের পাবো না। তোমরা যদি কিছুটা আগে চলে আসো, তাহলে ভালো হয়। চারটা মানে ঠিক চারটায়। তাহলে ঘণ্টা দেড়-দুয়েক থাকতে পারবে। খারাপ হবে না আড্ডাটা। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমরা কি করব?
সব কিছু ভালয় ভালয় হোক সবাই মিলে মজা করে আড্ডা দেন। আমি দেশে আসলে একটা আড্ডা আয়োজন কইরেন ভাইয়া পিলিজ।
😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ব্যাপার না সানা ভাই, আমি ঠিক তিনটায় চলে আসবো। আপনার সাথে এসে লাঞ্চ করবো। 😀
জিপি নাইটে রুবাবা আফা থাকবে?
আমিও জিপি নাইট খাপো (কপিরাইটঃ :just: মাস্ফ্যু ভাই)
অফ টপিকঃ
সানাউল্লাহ ভাই আপনার মেইল এড্রেস টা খুব দরকার 🙁
sanaullah62@yahoo.com
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রহমান ভাই ভালো থাকবন 🙂
রহমান ভাই, স্বাগতম... B-)
এবং খোদা হাফেজ... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাই, আপনি পারেন ও... :duel: :duel: :duel:
ভাই এদ্দিন বাদে এসে এইটা কেমন কথা হইল ?????
হিলে তো অনেক জায়গাতেই মোবাইল নেটওয়ার্ক নাই কিন্তু ইন্টারনেট আসে । আমার কোর্সমেট গুলা দেখি সারাদিন রসাইয়া রসাইয়া chat করে 😛 😛
স্বাগতম স্বদেশে :hug:
আইচ্ছা, সেইডা ক... তাইতো কই আমাগো চাচা নাজমুল হিলে থাইকাও কেমনে সারাদিন ফেসবুকে পৈড়া থাকে।
রহমান ভাই, তাইলে তো কাম হইয়াই গেল :grr: :grr: :grr:
😀 😛 😀
Life is Mad.
বস, আপনের মেইল আইডি ডা আমারে এট্টু দিয়েন্তো