মাজহারের স্মরণে… ফটোব্লগ

বেশ কিছুদিন ধরে সিসিবিতে কিছু লিখব ভাবছি। কিন্তু ভিতর থেকে কোন লেখা আসছে না। বারবার ঘুরেফিরে মাজহারের স্মৃতিগুলো মনের মধ্যে ভেসে উঠে…

ক্যাম্পে একা থাকি, গল্প করার মানুষও নাই। তাই নিজেকে ব্যস্ত রাখতে পারছিনা। স্মৃতিগুলো তাই কুড়ে কুড়ে খায় আমাকে…

1-mazhar-in-92

ক্লাস সেভেনের মাজহার

2-picnic-in-cls-91

ক্লাস নাইনের পিকনিকে… ও ঠিকই সবার মধ্যমনি ছিল। তাইতো লোকেশন একদম মাঝখানে

3-scoring-in-basketball

বাস্কেটবল কম্পিটিশনের একটি মূহূর্ত। কোন খেলাটা ভাল পারতনা ও?

4-cls-11

কোন টিমে ছিলনা ও?

5-cls-12

আমরা এভাবে অনেক ছবি তুলতাম কলেজে…

6-iccbvm-team

আইসিসিবিভিএম টিম

7-cls-121

হাউসের করিডোরে…

8-all-prefects

আমাদের ব্যাচের প্রিফেক্টরা…

9-principals-parade

প্রিন্সিপাল’স প্যারেড…

10-bma-training

বিএমএ তে প্রশিক্ষণকালীন…(১)

11-bma-training

বিএমএ তে প্রশিক্ষণকালীন…(২)

12-get-togather

গেট টুগেদার…(১)

13-get-together

গেট টুগেদার…(২)

14-mazhar

… … …

14-reunion-08

রিউনিয়ন-০৮

15-under-jamuna-bridge

গেট টুগেদার…(৩) যমুনা ব্রীজের নিচে স্পীডবোটে…

16-in-nandan

গেট টুগেদার…(৪)… নন্দন পার্কে…

17-mazhar-in-usa

ইউ এস এ তে…

18-mazhar

… … …

19-capt-mazhar

লাল সবুজের ঐ পতাকার পাশে ওকে খুবই মানাচ্ছে… দেখেন সবাই…

20-the-end

আর কিছু বলার ভাষা নেই… … …

কৃতজ্ঞতা স্বীকারঃ তাশফিক (৯২-৯৮), সিসিসি এবং ccc13@yahoogroups.com এর ফটো এ্যালবাম

১৮ টি মন্তব্য : “মাজহারের স্মরণে… ফটোব্লগ”

    • রহমান (৯২-৯৮)

      ফয়েজ ভাই,

      আগের মতোই সিসিবিতে আসি প্রতিদিন, কিন্তু অতিথি হিসেবে সব পড়ে নীরবে চলে যাই। মন ভাল নেই। তাই পারটিসিপেট করছি কম। শোক কাটিয়ে উঠতে হয়তো আরো সময় লাগবে।

      এদিকে আমার দেশে ফেরার সময়ও ঘনিয়ে আসছে, তাই আগের চেয়ে ব্যস্ততাও একটু বাড়ছে।

      মনে রাখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই বারবার সিসিবিতে আসি। ভাল থাকবেন।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।