বেশ কিছুদিন ধরে সিসিবিতে কিছু লিখব ভাবছি। কিন্তু ভিতর থেকে কোন লেখা আসছে না। বারবার ঘুরেফিরে মাজহারের স্মৃতিগুলো মনের মধ্যে ভেসে উঠে…
ক্যাম্পে একা থাকি, গল্প করার মানুষও নাই। তাই নিজেকে ব্যস্ত রাখতে পারছিনা। স্মৃতিগুলো তাই কুড়ে কুড়ে খায় আমাকে…
ক্লাস সেভেনের মাজহার
ক্লাস নাইনের পিকনিকে… ও ঠিকই সবার মধ্যমনি ছিল। তাইতো লোকেশন একদম মাঝখানে
বাস্কেটবল কম্পিটিশনের একটি মূহূর্ত। কোন খেলাটা ভাল পারতনা ও?
কোন টিমে ছিলনা ও?
আমরা এভাবে অনেক ছবি তুলতাম কলেজে…
আইসিসিবিভিএম টিম
হাউসের করিডোরে…
আমাদের ব্যাচের প্রিফেক্টরা…
প্রিন্সিপাল’স প্যারেড…
বিএমএ তে প্রশিক্ষণকালীন…(১)
বিএমএ তে প্রশিক্ষণকালীন…(২)
গেট টুগেদার…(১)
গেট টুগেদার…(২)
… … …
রিউনিয়ন-০৮
গেট টুগেদার…(৩) যমুনা ব্রীজের নিচে স্পীডবোটে…
গেট টুগেদার…(৪)… নন্দন পার্কে…
ইউ এস এ তে…
… … …
লাল সবুজের ঐ পতাকার পাশে ওকে খুবই মানাচ্ছে… দেখেন সবাই…
আর কিছু বলার ভাষা নেই… … …
কৃতজ্ঞতা স্বীকারঃ তাশফিক (৯২-৯৮), সিসিসি এবং ccc13@yahoogroups.com এর ফটো এ্যালবাম
১
......
..........................................
ফেসবুকে দেখেছিলাম আগেই...
.................................
সাতেও নাই, পাঁচেও নাই
কি বলবো? কি লিখবো?
মাজহারের জন্য ভালোবাসা..........................
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
___________________
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিছু বলতে পারছি না।
আল্লাহ উনাকে ভাল রাখুন।
.........................................................
মানুষ তার স্বপ্নের সমান বড়
______________________
আল্লাহ ওকে ভালো রাখুক
সংসারে প্রবল বৈরাগ্য!
.................
..........................................কলেজের অনেক কিছু মনে পড়ে গেলো
.............. :salute: :salute:
Life is Mad.
আল্লাহ ভালো রাখুক ওকে......।।
তোমাদের আগের মত দেখি না রহমান, ব্লগে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আগের মতোই সিসিবিতে আসি প্রতিদিন, কিন্তু অতিথি হিসেবে সব পড়ে নীরবে চলে যাই। মন ভাল নেই। তাই পারটিসিপেট করছি কম। শোক কাটিয়ে উঠতে হয়তো আরো সময় লাগবে।
এদিকে আমার দেশে ফেরার সময়ও ঘনিয়ে আসছে, তাই আগের চেয়ে ব্যস্ততাও একটু বাড়ছে।
মনে রাখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই বারবার সিসিবিতে আসি। ভাল থাকবেন।
এই বয়েসে কারো চলে যাওয়াটা মানা সত্যিই কঠিন। আল্লাহ উনাকে ভালো রাখুন।
মাজহার ভাইকে নিয়ে আমাদের কত যে স্মৃতি!
উনি যেখানেই থাকুন, আল্লাহ উনাকে শান্তিতে রাখুন।
....................
.......................................