গতকাল লাইবেরিয়াতে হয়ে গেল আমাদের এতদিনের বহু প্রতীক্ষিত “মেডেল প্যারেড”। দীর্ঘ দেড় মাস প্যারেড অনুশীলনের পর আমাদের এই ফাইনাল প্যারেড হলো। শেষ হলো আমাদের মেডেলের প্রতীক্ষার পালা। আমরা সবাই ইউ এন মেডেল পেলাম। প্যারেডের পরে হলো কেক কাটা, প্রীতি ভোজ এবং একটি কালচারাল প্রোগ্রাম। সমস্ত দিনের উল্লেখযোগ্য কিছু ছবি নিয়ে আমার আজকের এই ব্লগ, সেই সাথে আমার প্রথম ছবি ব্লগ
১।
প্যারেড গ্রাউন্ডে প্রবেশ দ্বারের পাশে স্থান পেয়েছে আমাদের নোবেল বিজয়ী ডঃ ইউনুসের ছবি
২।
ভিআইপি কর্তৃক খোলা জীপে প্যারেড পরিদর্শন
৩।
আমাদের বাদক দল
৪।
ভিআইপি ও ইউ এন এর অন্যান্য হাই অফিশিয়ালদের সাথে আমাদের ফটোসেশন
৫।
ভি আই পি কর্তৃক কেক কাটার পূর্ব মুহূর্ত (বাংলাদেশের মানচিত্র ও পতাকা সম্বলিত দুটি কেক বানানো হয়েছিল)
৬।
ভি আই পি কর্তৃক কেক কাটা, বাম পাশে আমাদের ফোর্স কমান্ডার লেঃ জেনারেল জহিরুল আলম
৭।
লাইবেরিয়ান ব্যান্ড “হেরিটেজ” এর বাংলা গান (আযম খানের -রেললাইনের ঐ বস্তিতে) পরিবেশন এর একটি মুহূর্ত
৮।
লক্ষ্য করুন ভোকাল সহ সবার মাথার ব্যান্ড এবং টি-শার্টের লোগো
৯।
অবশেষে আমার বহু প্রতীক্ষিত এবং কাংক্ষিত সেই মেডেল
কালচারাল প্রোগ্রামে অবশ্য আমাদের যুবরাজও গান গেয়েছিল এবং সায়েদ সেক্টর কমান্ডারের সাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেটও পেল। ওদের দুজনের অনুমতি ব্যতীত সেই ছবিগুলো এখানে আপাতত দিলাম না
উপরের এই ছবিগুলো আমার ক্যামেরায় তোলা। সায়েদের ক্যামেরা আমার থকে অনেক উন্নত মডেলের। সায়েদকে অনুরোধ করব আরো কিছু সুন্দর ছবি দিয়ে আরেকটি ব্লগ আকারে দেয়ার জন্য
এবার ঘরে ফেরার পালা। আজ থেকে দিন গোনা শুরু হলো, কবে যে ফিরব দেশে…
পত্থম 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😮 😮
ভি আই পি টা কে ছিলেন???
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এই ভিআই পি হলো ইউএন হাই অফিশিয়াল। নাম-এলেন মার্গারেট লজ। এই মহিলার এপয়েনমেন্ট হলো SRSG (Special Representative of Secretary General).
She is the all in all of Liberia UN mission.
Life is Mad.
ভাইয়া ঘরে গেলেও এই ঘরকে ভুইলেন না কিন্তু। আপনারা কোর্স শেষ করলে এই ভয় লাগে অনেকদিন বুঝি ডুব দিবেন। সায়েদ ভাইর কি হইছে অনেক ব্যস্ত নাকি?
না, ভুলবনা তপু। এই ঘর তো এখন অনেক বেশি আপন হয়ে গিয়েছে আমার। কিন্তু, এখনকার মতো ভবিষ্যতে হয়তো এতটা সময় না দিতে পারলেও হারিয়ে যাবনা ইনশাল্লাহ।
সায়েদ মনরোভিয়া থেকে নিজের ক্যাম্পে ফেরত চলে এসেছে। আগের চেয়ে একটু ব্যস্ত আছে এখন । লেখালেখির সময় পাচ্ছে কম। তাই আপাতত কমেন্টের উপরেই আছে 😛
অভিনন্দন 😀
ধন্যবাদ 🙂
কবি বস,
অভিনন্দন...
লাইবেরিয়ান গুলারে বাংলা গান শিখাইলো কে? 😮
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিতো প্রথমে স্টেজের গান গাওয়া লোকটারে আজম খানই ভাবছিলাম 😕
যাহোক, ব্যাপার্স্না 😀
লাইবেরিয়ান গুলা যদি সেই বাংলা গু ফে ঝিকি ঝিকি পম পম টোনে গান ধরে তাইলে জিনিসটা সেরকম হবার একটা জোরালো সম্ভাবনা আছে 😉 রহমান দোস্ত, ছবির সাথে সাথে কিছু অডিও যোগাড় করন যায় না! 😀
যহোক, দোস্ত তোদের সবার জন্য শুভকামনা, ভালোয় ভালোয় দেশে ফিরে আয়, এসে আলাদা আলাদা সিসিবি পার্টি দে B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কারে পচাইলি? আজম খানরে :-/ 😕
দোস্ত আমাদের এইখানে ডায়াল আপ কানেকশন। মোবাইলের জিপিআরএস ব্যবহার করছি। এই ৯ টা ছবি আপলোড করতে আমার ২ ঘন্টা লেগেছে। আমার ডিজিটাল ক্যামেরা দিয়ে অবশ্য ২টা বাংলা গানের অংশবিশেষ ভিডিও করেছি। কোয়ালিটি খুব একটা ভাল হয়নি। দেখি এখানে আপলোড করা যায় কিনা।
ধন্যবাদ সাকেব
এই দেশে আমাদের মিশন চলছে গত ৬ বছর ধরে। অনেক লাইবেরিয়ান আছে এখন, যারা শুধু বাংলায় কথা বলা বা গান গাওয়াই না বরং আমাদের কথার অর্থও বুঝে
As far I know all credit goes to Capt Chisty. Last to last year he made it possible.
Life is Mad.
অভিনন্দন আপনাদের সবাইকে।
ধন্যবাদ
অভিনন্দন এবং অগ্রিম স্বাগতম
ধন্যবাদ এবং সুস্থ্য, সুন্দরভাবে দেশে ফেরার জন্য তোমাদের অগ্রিম দোয়া চাই।
রহমান ভাই, অগ্রিম দোয়া কইরা দিলাম...যাতে আপনারা সুস্থ্য, সুন্দরভাবে দেশে ফিরতে পারেন... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ জুনা।
ইয়ে মানে, আমি মনে হয় এই প্রথম তোমার একটা সিরিয়াস কমেন্ট পড়লাম ;;; 😛
🙂
🙂 🙂
অভিনন্দন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ধন্যবাদ বস্
দেশে ফির আপত্তি নাই, কিন্তু ব্লগানি কমলে খবর আছে কইলাম :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮
বস্, এখানে তো অনেক টাইম পাই। পেট্রোলিং বা অন্য কোন অফিসিয়াল কাজ না থাকলে সারাদিন এবং রাত সিসিবিতে পড়ে থাকি :party: , ইভেন ফেসবুকেও খুব একটা ঢোকা হয়না :no: । কিন্তু দেশে তো এত টাইম পাবনা। তার উপর আমার অর্ধাঙ্গিনী তো আছেই, সাইজ করে দিবে একেবারে 🙁
তারপরও ট্রাই করব বস্। আপনারা যেভাবে আপন করে নিয়েছেন তাতে সিসিবিও তো আরেকটা ফ্যামিলির মতো এখন।
ইমোশোনাল করে দিলেন তো 🙁 🙁
:tuski: :tuski:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:hatsoff: রহমান। ঘরের ছেলে ঘরে ফিরে এসো। শুভকামনা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক ধন্যবাদ বস্ 🙂 🙂
আপনাকে :salute:
আমার ভাগ্যে প্যারেট দেখা জুটলোনা। কি আর করা? আমিও অভিনন্দনই দিলাম।
আফসোস করবেন না স্যার। আপনার এখন বিশ্রাম দরকার। অভিনন্দনের জন্য ধন্যবাদ এবং :salute:
তাড়াতাড়ি আইসা পড়েন, অগ্রিম দোয়া রইল।
ধন্যবাদ তুহিন। আন্টি এখন কেমন আছে? আর তো আপডেট জানাইলা না।
রহমান ভাই দেশে তাইলে আইসাই পড়তাছেন । আশা করি ভাল ভাবে দেশে ফিরে আসবেন ।
মানুষ তার স্বপ্নের সমান বড়
দেরী আছে ভাই। এখনো এক মাসের উপরে বাকি। কাউন্ট ডাউন শুরু করলাম মাত্র...
আশা করি আপনি দেশে আসার পর তাইফুর ভাইয়ের মতো আমাদেরকে ভুলে যাবেন না 🙁
🙁 🙁 দিলা তো মনডা খারাপ কইরা।
আমি তো এখন ভয়ে ভয়ে আছি। আমারতো হিলে পোষ্টিং হওয়ার সম্ভাবনা বেশি। রিমোট ক্যাম্পে পড়লে তো ইন্টারনেট দূরের কথা, ইলেকট্রিসিটি পাওয়াই মুশকিল হবে।
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
Life is Mad.
ধন্যবাদ। সাথে তোর কী-বোর্ডের একটু ব্যবহার দেখলে আরো খুশি হতাম ;;;
:salute: :salute:
:salute: :salute: (ওয়ালাইকুম ...)
তুমি যে শুধু ইমো ছাড়া কমেন্ট করতে যে পারনা এইটা আমি আগে থেকেই জানি 😛