বন্ধু… তোকে মনে পড়ে – ২ (মাজহার স্মরণে…)

বন্ধু তোকে মনে পড়ে – ১

বন্ধু তোকে মনে পড়ে
এই শহরের, এই বিকেলে
একলা কোন পথে,
বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তোরার
ব্যস্ত চায়ের কাপে;
তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়???!!!
তবুও দিন কেটে যায়…
তবুও দিন কেটে যায়…

বন্ধু তোকে মনে পড়ে
খেলার মাঠে ক্রিকেট ব্যাটে
আর প্রাণহীন আড্ডায়,
বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধুসর প্রাঙ্গণ
আর অসীম শূন্যতায়;
তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়???!!!
তবুও দিন কেটে যায়…
তবুও দিন কেটে যায়…

বন্ধু তোকে মনে পড়ে
সবুজ ঘাসের ঠোটের কোণে
তপ্ত রঙ্গীন আভায়,
বন্ধু তোকে মনে পড়ে
রাতের রাজপথে সোডিয়াম আলো
আর এক পশলা বর্ষায়;
তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়???!!!
তবুও দিন কেটে যায়…
তবুও দিন কেটে যায়………

কপিরাইটঃ এ্যালবাম-ডানপিটে, গান-বন্ধু, কথা-তাহসান (সম্ভবত), কন্ঠ- মিনার রহমান

মূল গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ

এখানে অথবা এখানে

৭ টি মন্তব্য : “বন্ধু… তোকে মনে পড়ে – ২ (মাজহার স্মরণে…)”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।