কিছুদিন ধরে একটা অসুখে ভুগছি। কঠিন একটা অসুখ 🙁 । এর কোন চিকিৎসা আছে কিনা জানিনা :no: । না, খারাপ কিছু ভাববেন না প্লিজ। অসুখটা হলো সিসিবি সংক্রান্ত। ইদানিং সিসিবিতে কিছু না লিখলে রাতে ঘুম আসেনা :no: । আবার কিছু লিখে জমা দিলেও তার উত্তরে কে কি বলছে তা পড়ার জন্য মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় :ahem: । এই যেমন আজকে ঘুমানোর আগে কিছু একটা লিখতে খুব ইচ্ছে করছে ;;) । জানি, লিখলেও সমস্যাতে পড়ব, না লিখলেও পড়ব :bash: 😕 । এতো দেখি উভয় সংকট 😡 ! শেষমেষ ভাবলাম লিখেই সমস্যায় পড়ি :-/ , অন্তঃত কলেজের একটা পোষ্ট তো বাড়বে 😛 😀
কিন্তু হায়, কি লিখব :-/ ? নতুন কিছুতো মাথায় আসছেনা :no: । অগ্যতা বাধ্য হয়েই ছোট বেলার সেই ছড়াগুলো হাতড়ানোর চেষ্টা করলাম। একটার অংশবিশেষ মনে পড়ল 🙂 । সেটাকেই একটু ঘষামাজা করে এবং কিছুটা পরিবর্তন এনে এখানে ছেড়ে দিলাম :party: । এটা ছিল আমার একদম প্রথম দিকের ছড়া। লাবলু ভাই, শওকত ভাই, সারোয়ার(এডিসন) ভাই, ফয়েজ ভাই, সেলিনা আপু দের মতো যারা অনেক সিনিয়র আছেন, তারা অবশ্য তাদের সোনামনিদের (মানে আমার ভাগ্না-ভাগ্নিদের) রিডিং পড়ে শোনাতে পারেন 😛 ।
এখন আমি সোনামনিদের জন্য একটি ছড়া বলব ;;) । আমার ছড়ার নাম “ইচ্ছে” :hug: । বড়রা কেউ ছড়া শুনে হাসবেন ;)) না প্লিজ :no: ।
ইচ্ছে
কখনো ইচ্ছে করে আঁকতে ছবি, ;;)
কিংবা হয়ে যাই সিসিবি কবি। 😉
কখনো ইচ্ছে করে গাইতে যে গান, :guitar:
সাগরের বুকে ভেসে করি শুধু স্নান। :awesome:
কখনো ইচ্ছে করে পাখি হয়ে উড়ে, O:-)
ডানা দুটি মেলে দিয়ে যেতে বহু দূরে। :dreamy:
কখনো ইচ্ছে করে মেঘ হয়ে ভেসে, 🙂
পাড়ি দেই বহু পথ ঘুরি দেশে দেশে। :tuski:
কখনো ইচ্ছে করে হই প্রজাপতি, B-)
কিংবা জোনাকী হয়ে দিতে শুধু দ্যোতি। 😡
কখনো ইচ্ছে করে হই কাশফুল, 😐
শরতের হাওয়া পেয়ে খেতে শুধু দোল, :clap:
কখনো ইচ্ছে করে হয়ে যাই মাছ, :-B
অথবা কষ্ট পেলে হয়ে যেতে গাছ!!! =((
কিন্তু অবুঝ মন কভু বুঝে নারে, :no:
ইচ্ছে করলেই কি মানুষ সব হতে পারে? :-/
হে সিসিবি কবি, আপনাকে :salute:
১৮(-) ছড়া পেলাম, এবার কি ১৮(+) ছড়ার প্রত্যাশা করতে পারিনা? 😛
আরে, আমি দেখি প্রথম!!
মা, তাকিয়ে দেখ! তোমার ছেলে প্রথম হয়েছে! 😀 😀
এইবার আন্টির সাথে পত্রিকার ১ম পাতায় একটা ফটো...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঠিক বলছ, এইটাই সুযোগ! 😛 😛
আর কতো ফার্স্ট হবি। :grr:
😀 হইবেক হইবেক 😉 :awesome: , কিন্তু ব্লগ এডু যদি ব্যান করি দেয় :-/
নাহ...১৮+ দেইখ্যা আর পরলাম না... :grr: :grr:
কিন্তু আমি রহমান ভাই'র লেখা পরবার চাই... :(( :(( :((
পিলিজ লাগে একখান ১৮+ দেন না... 😉 😉
কেন তুই কি একখনও ১৮+ জেনর এর লেখা পড়িস নাই! 😮
তুই আজকে সারাদিন আমার পিসে লাগসস ক্যান ক তো... x-( x-( x-(
নাকি আই এস এস বি'র সৃতি ভুলস নাই... 😛 😛 😛
আমিও একটা ছড়া বলপো... :((
বলেন ভাই, আমরাও শুনপো।
:clap:
আপনারে দিয়াই হবে, ভাই, কুমিল্লার পজিশনটা ধরে রাখা দরকার। x-(
শেষে রাগের ইমো " x-( "দিলা ক্যান? বুঝতার্লামনা :no:
লং-আপ করাইয়া রাখেন। 😀 কত্ত বড় সাহস, সিনিয়র রে রাগ দেখায় :grr:
কাম্রুল ভাই,ফন্টোল দিতেসিলাম..এক্টু দাড়াইতে গিয়া আবার দেখি আলম ভাই লংআপ হইয়া আসে... 😀 😀
কুব্বালা ঐচে 😀
তুমাক দুইন্যাপাদ 😀 (মানে তোমাকে ধন্যবাদ :-B )
এক্স ক্যাডেটদের ব্লগে শুধু প্রেজেন্ট ক্যাডেটদের জন্য শিশুতোষ ব্লগ দেওয়ায় রহমান ভাইর ব্যাঞ্চাই..
"যার জন্য করি চুরি সেই বলে চোর" :bash: :bash:
সাম্প্রদায়িক একটা প্রশ্ন করিঃ তুমি কোন কলেজের মিয়া x-(
৫টা ফ্রন্টরোল লাগাও দেখি 😡
:thumbdown: :thumbdown:
:thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😛 😛
ফয়েজ ভাই,
ছড়া দিয়ে পোষ্ট বাড়িয়েছি 😀 , মাগনা তো বাড়াই নাই :no: এমন করেন ক্যান 🙁
রহমান ভাই, কুমিল্লার পাশাপাশি ঝিনাইদহের ফর্মও কিনছিলেন নাকি? ;;) ;;) ;;)
না ভাই, তুমি তো আমার ছড়ার মর্মাথ ধরতে পার নাই দেখি। এমনি এমনি তো গাছ হইতে চাই নাই।
গাছের অনুভুতি থাকলেও প্রকাশ করতে পারেনা। এখানে কবি কষ্ট পেলে তা প্রকাশ করতে অসম্মতি জানাতে চাচ্ছেন :-B
ছড়ার মর্মার্থ ভাল ছিল ...
তবে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
x-( x-(
আমি ১৮ দেইক্যা আর দেখি নাই প্লাস না মাইনাচ/।
আমাদের ফেক দেয়ার জন্য রহমান ভাইয়ের ব্যাঞ্চাই.........।
আমিও সেইম... :no:
ব্যাঞ্চাই...ব্যাঞ্চাই...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিন এন্ড সাকেব,
শিরোনামে এত বড় মাইনাস চিহ্ন (-) টা না দেখার জন্য আমি তোমাদের ব্যাঞ্চাই 😡
ভাই ভালো লেগেছে ছড়াখানা।
🙂 ধন্যবাদ। তাইলে এইবার তোমার ছোট্ট বোন সচী'রে আবৃত্তি কইরা শোনাও :guitar:
ছড়ায় এবারে অস্কার দেওয়ার জন্য সুপারিশ করতাছি :clap:
😮 😮 😮
:shy: :shy: :shy:
বস্, এই সুপারিশটা কি আপনার সোনামনিরা করেছে ;;)
রহমান ...
কোয়ান্টিটি না দোস্ত, কোয়ালিট কাম্য। 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz:
এই দুইটা লাইনের লাইগাই রহমানরে সিস্কার (সিসিবির অস্কার)দিয়া দিলাম 😀 সবাই বলেন মারহাবা 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
:bash: :bash: :bash:
আরে পাগল, এটা তো তোর জন্য নারে :no: । তোর পড়া তো নিষেধ করছিলাম (শিরোনামটা আবার দেখ)। নিষিদ্ধ জিনিষের প্রতি কেন যে তোর এত আকর্ষন 😛 ।
উপরে তো আবার কয়জন প্রশংসাও করল। তাইলে কোনটা বিশ্বাস করুম :-/ ? দোস্ত সিসিবি হইল নিজের ঘর, তাই নিজের মতো করে লেখছি, কোয়ালিটি নিয়া চিন্তা করলে লেখা বন্ধ কইরা দিতে হইব যে 🙁 । বিরক্ত হইলে আর লেখুম না :no:
আরে ব্যাটা রহমান, তাইফের দুষ্টু কথায় কান দিস না মামা 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
দুষ্টু তাইফুর ভাইএর ব্যান চাই... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রহমান, যা বুঝলাম, তুই ছোটবেলায় মোটেই ভাল ছড়া লিখতে পারতি না। :grr:
খন তো বড় হইছস, ছোটবেলার লেখা ঘষামাজা বাদ দিয়া টাটকা কিছু লেখ। 😉
গাছ হব, মাছ হব টাইপ ... আর কত ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
😛 😛 😛 😀 😀 😀
:clap: :clap: :clap: :clap:
Life is Mad.
থ্যাংকু 😛
কবিতায় যেহেতু গাছের কথা আছে- পছন্দ না করার কোন কারণই নাই... :-B
রহমান ভাই শাব্বাস... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀 😀