সাগরকন্যার ডাক –
ঝাঁকি খেতে খেতে পথ
তেপান্তরের মাঠ
আঙ্গুলের কলম –
বালিতে লেখা যত নাম
মুছে দেয় ঢেউ
ছোট্ট ছেলেটা
ছোটে ভেজা বালিতে –
দরিয়ার গর্জন
বালির উপর
আঁইশের নকশা কাটা –
কাঁকড়ার বাচ্চা
সমুদ্রের গর্জন –
জিও ব্যাগের উপর
আছড়ে পড়ে ঢেউ
সাগরের ঢেউ
তাদেরও আবেগী করে –
জোয়ার ভাটা
মাছের বাজারে
ঘিদঘিদে অক্টোপাস –
বারবিকিউ ঝোঁক
কেবা খায় কাকে –
নানাবিধ শুটকির পসরা
একই দোকান-ঘরে
লাল কাঁকড়ার দল-
ঝাঁউ বীথিকার সামনে
ঝিনুক কুড়াই
অংকুরিত ফল
ভেসে আসে সৈকতে –
বিকল্প লাকড়ি
ঝাঁউ বনের সামনে
গর্তে লুকায় লালকাঁকড়া –
ঝিনুক সড়ক
দড়ির বিছানা –
বালি ফুঁড়ে উঠেছে
কিছু শ্বাসমূল
কত যে নাম
লেখা কড়ির উপরে –
ঝিনুক বাজার
আচার চকোলেট
আসল-নকল চেনা দায় –
রাখাইন মার্কেট
ভরা জোয়ার –
পূর্নিমার চাঁদ বলে
আরেকটু থাকো
ঝলমলে রোদ –
সাগরকন্যা শুধায় ডেকে
আজই কেন যাবে?