লক্ষন বিত্তান্ত

ভাল্লাগে না মনের দশা
তেতো আমি ঝগড়াটে
ঘেন্না করি নিজের পা
ঘেন্না করি নিজ হাতে
আনচান করে না মন
জমিন কোথায় মনোহর
ভয় জাগায় পৌনঃপুনিক
আলো আনা নিত্য ভোর

রাতের ঘুম ঘেন্না লাগে
বিগাড় লাগে সরল লোক
শোনাও কেন তোমরা সবে
খ্যাত ফালতু ভদ্র জোক
লিখতে কিছু ভাল্লাগে না
শান্তি না পাই আঁকতে
ভূড়িয়াল চতুর্দিকে
পারি নাকো সইতে

হতাশ আমি বুকটা খালি
হলাম বুঝি গ্রেফতার
অসুস্থ নই, ভালোও নেই
গরল পানে চুরমার
ভাঙ্গা প্রাণ আত্মাখান
ব্যাথায় বিবশ অসহ্য
নিজকে লাগে বিষ সমান
বিড়ম্বনা সর্বশ্ব
খুঁতখুঁতিয়ে নালিশ করি
খিটমিটিয়ে গণ্ডগোল
পড়বো না কি আবার প্রেমে
বুক ধড়ফড় উঠছে রোল।

মূল: ডরোথি পার্কার
আত্মীকরন: টিটো মোস্তাফিজ

৮৪৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “লক্ষন বিত্তান্ত”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।