একটি নিঁখুত গোলাপ
আমায় পাঠিয়েছে সে
নিঁখুত একটি গোলাপ
তরতাজা একদম
পছন্দের বার্তাবাহক
হৃদয় নিংড়ানো ভালোবাসায়
পরিশুদ্ধ সুগন্ধি শিশির
ভেজা নিটোল গোলাপ।
আমি জানি সেই ফুলের ভাষা
“আমার ভঙ্গুর পাতা জানে হায়
এ খামে ভরা তার হৃদয় ”
বলে সে নিটোল গোলাপ।
বুঝিনি কেন, কেউ কখনো
পাঠালো না নিঁখুত লিমুজিন?
তবে কি ললাট লিখনেরই ভুল?
আমার জন্য কেবল
একটি নিঁখুত গোলাপ ফুল!
মূল: One Perfect Rose by Dorothy Parker
ভাবানুবাদ: টিটো মোস্তাফিজ
"আমি জানি সেই ফুলের ভাষা" - কবি ও ফুলের সখ্য সেই আদিকালের, এখনো বিরাজমান। কবিরা ফুলের ভাষা বুঝে থাকেন।
জ্বি ভাই। ধন্যবাদ।
পুরাদস্তুর বাঙ্গাল