এক কুড়ি হাইকু

হাইকু ২০১

পোর্টহোলে চোখ
গোলাপী ডলফিন খেলে
নির্জন সৈকত

হাইকু ২০২

সুপার পিঙ্ক মুন
ঘরে নাইকো চাল ডাল মা
খিদা লাগিচে

হাইকু ২০৩

নিষ্ঠুর এপ্রিল
পূর্ণীমায় কাল ছোপ
স্তব্ধ পৃথিবী

হাইকু ২০৪

তাজ্জব মুঠোফোন
অকাতর জ্ঞান বিতরন
রাজা উজির বধ

হাইকু ২০৫

মুক্ত পৃথিবী
প্রস্থান বা আগমনে
স্পর্শ চাই প্রিয়

হাইকু ২০৬

সরু মেঠোপথ
থেমে থেমে ত্রস্ত পায়
বেজী ফিরে চায়

হাইকু ২০৭

ঘরবন্দী মানুষ
শেষ রাতে পাখি ডাকে
ফুল কুঁড়ি জাগে

হাইকু ২০৮

সঙ্গনিরোধ কাল
নিজ ভাল পাগল বোঝে
গাড়ল তেজপাতা!

হাইকু ২০৯

লকডাউন জীবন
কাজ নয় ছোট বা সহজ
কর্মীকে সেলাম

হাইকু ২১০

নোংরা মাখা হাত
গলে নামে নিয়তি
কাকতাড়ুয়া চুপ

হাইকু ২১১

বিকল্প লেবাস
করোনার মিউটেশনে
খাসলত না পাল্টায়

হাইকু ২১২

ঘুমপাড়ানী গান
সাত সাগর তেরো নদী
পঙ্খীরাজ ঘোড়া

হাইকু ২১৩

সীমিত পরিসর
না মানলে পোয়াবারো
কোভিড উনিশ

হাইকু ২১৪

কালবৈশাখী ঝড়
চোখ রাঙায় শিলা বৃষ্টি
মহামারির সাথে

হাইকু ২১৫

ভালোবাসি তোমায়
দূরে থাকা নিরাপদ এখন
আগামীর প্রত্যাশায়

হাইকু ২১৬

দক্ষিণের জানালা
কলাগাছের ফাঁক দিয়ে
বিলের পর জোসনা

হাইকু ২১৭

তেলা মাথায় তেল
ছাই ফেলতে ভাঙ্গা কুলা
সকলেই ফেল

হাইকু ২১৮

বৈশাখী পূর্ণীমা
ঘূর্ণিঝড় থামলে পর
কোলা ব্যাঙের গান

হাইকু ২১৯

গ্রীষ্মে ঘ্যাঙরঘ্যাঙ
আলোছায়ার লুকোচুরি
মোলায়েম জোসনায়

হাইকু ২২০

এক মিনিটের বাজার
সেলাম লহ সৈনিক ভাই
মানবতার জয়

৩,২১৭ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “এক কুড়ি হাইকু”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।