~রাজুর গল্প~
রাজু ৫ম শ্রেণির ছাত্র। পড়াশোনায় ভালো সে, খেলাধুলায়ও বেশ। কিন্তু একটু চঞ্চল। রোজ বিকালে সে মাঠে খেলতে যায়। তার বন্ধুরাও তার সাথে যায়। কিন্তু আজকে সকাল থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি পড়ছে। মাঠ কাদাযুক্ত হয়ে আছে। ভালো করে খেলা যাবে না। সে ক্রিকেট খেলে। তার প্রিয় বন্ধুর নাম আকিব। ঐদিনতো মাঠ কাদাযুক্ত ছিল। তাই সে ও তার বন্ধু আকিব খেলার জায়গা খুঁজতে গেলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলো। সন্ধ্যার আগে বাড়ি ফেরার কথা। হঠাৎ তার মনে পড়ল আগামীকাল পিইসি পরীক্ষা শুরু হবে। এটা মনে পড়ে সে ঐখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলো।
[ আমার ছোট ছেলে আকিব ২০১৯ এর পিইসি পরীক্ষা দিবে। এত পড়ার চাপ নিতে পারছে না। লেখাটি তার ডায়েরি থেকে নেয়া ]
জ্ঞান কি ফিরেছে? 😛
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
রাজুর জ্ঞান ফিরেছে। কর্তৃপক্ষের ফিরেছে কি?
পুরাদস্তুর বাঙ্গাল