কুরবানি

মনের বড় খামারেতে তারই দেয়া আশকারাতে উঠছে বেড়ে অবিরত পশু কত শত শত। আছে সেথা ছিটে ফোটা মরুর মাঝে গুলবাগিচা প্রাণটি না কি ফুল বাঁচাবে উষর ভুমে জলের সেঁচা। ডাইনে বাঁয়ে আসীন যারা গুনছে সবই লিখছে তারা জমা খরচ কেমন ধারা পুষ্প পশু আছে যারা। আদর করে লালন করা যত্ন করে পালন করা সবল পশু কতশত কুরবানি দেই অবিরত। তবু কেন রক্ত নেবে অস্থি মাংসের প্রাণটি নেবে? ছাগল গরু উট দুম্বা হাড্ডি গোশত খাণ্ডা খাণ্ডা!

৫,৫৪১ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “কুরবানি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।