কৃষ্ণচূড়া

Princess of Summer

Desolation of winter
left her like an ugly
witch thunder struck
unlike other trees
she remained haunted
even in the lovely spring
new buds, birds and
beautiful butterflies, oh!

At the end of spring
air became hot
and the trees were
losing the flowers.
She appeared strongly
pleasant green leaves
elegantly decorated
with red flowers.

All her pains are gone
riches came naturally
now she is standing tall
Hope and patience
are the lessons learnt
Princess of summer
The Flamboyant.

© Mostafizur Rahman Tito

কৃষ্ণচূড়া

শীতের রুক্ষতায় সে ছিল
কদাকার ডাকিনী এক
বজ্রপাতে মৃতপ্রায়
অবশেষে পাতার বৃষ্টি শেষে
এল ঝাঁকে ঝাঁকে টিয়া
টিয়া রঙা পাতা
তখন বসন্ত ভরা যৌবনা।
গাছে গাছে ফুল পাখি
প্রজাপতি আর মৌমাছি
উৎসবে মাতে প্রকৃতি।
তবু সে রয়ে যায়
সর্পকেশী মেডুসার ন্যায়
শাখা প্রশাখায় অধোমুখি
কৃষ্ণবর্ণের দীর্ঘ শিশ্নদল
কুয়াশায় জমে শুধু ক্লেদ।

ঝরে পড়ে ফুলের দল
মরিচীকা বাতাসের ভয়ে
সম্মুখে প্রবল প্রতিবাদে
গ্রীষ্মের রাজকন্যে ‍কৃষ্ণচুড়া
চোখ জুড়ানো সবুজ পাতা
সুসজ্জ্বিত লাল পুষ্পগুচ্ছ।
আশা ও ধৈর্য্যর ফল
বিজয়ী সে
বিদায় কষ্টের দল।

৫,৪৮৯ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “কৃষ্ণচূড়া”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।