লুৎফুল ভাইয়ের কাব্যিক মন্তব্য গুচ্ছ

আমার বিভিন্ন পোস্টে   ভাইয়ের কাব্যিক মন্তব্য গুচ্ছ

লাল মাফলার মোরগ ডাকা
নতুন বছর হোক ঝাকানাকা

বাহহ!
এক্কেবারে ডিএসলআর
ফকফকা
ছবির বাহার…
পড়তে পড়তে মুখ থেকে বুঝি কিছু ধোঁয়াও বেরিয়ে গেলো…

অনাদরে ফাটা
ঠোঁটময় ল্যাপটানো শীত
আজ সব ধূসর অতীত
মুঠোতে আঁটা

 

প্যান্ডোরার সিন্ধুকে
মিনোটর নারীর মন
মন্দ বলে নিন্দুকে

বাহহহ !
কেউ তো কারো চেয়ে কম যায় না ।
শব্দ আর ভাবনা
কেউ তো কাউরে ছেড়ে কথা কয় না !

 

a ballad to build a bridge
like a gentle breeze
passing through present and thee
past that always glee

whether in pink or blue
randomly without clue

 

আহা গোপী
প্রজাপতি বহুরূপী

~ বেশ লাগলো কবিতাটি ।

প্রকৃতির জুড়ে দেয়া যতো হোক শোক
না যদি বাঁধো তার যাতনাযোগ
সন্তাপে মেঘ না হতেই যাবে বাষ্পলোক

আকাশ পাতাল
মেঘের দেয়াল
বিষ্টি ঝুমুর
বেতাল খেয়াল
সব বাকোয়াজ, জানো!

ঘরে নয়কো,
বাইরে নয়
বন্দী মনের ঘুলঘুলিতে!
মানো !

এক টানে এক সাথে কতো কতো কথা ভাবনা সময়ের পোর্ট্রেট …
আহা যেনো পদ্মা যমুনা ধলেশ্বরী বুড়িগংগা কপোতাক্ষ …
কতো কি …

সরষে ফুলে মৌমাছি
আহা মধু বেঁচে আছি

– জীবনের কানামাছি !
মধুমন্ত্রে বেশ আছি ।

এলেবেলে যা মন চায় ভাবনাকে আশকারা দিয়ে লিখে ফেলি অকপটে এই যা ।
আর কিছু নয় । যতোটা বলছো ।

 

ঝিঁ ঝিঁ লাগা সন্ধ্যার মতোন আঁধারিতে ঢাকা পড়ে গ্যাছে যেনো ক্রিকেটের মাঠ স্প্রিংবকের দল এলে ।

 

জবাব নাই ভাই মোস্তাফিজ।
আইটেম তো একখানাও বাদ নাইই নাই।
মানুষও আনা হলো টেনে মাথা মাথা রোশনাই।
মারিজুয়ানায় যেনো জগত গিজগিজ।

 

জীবনের গান জিজ্ঞাসিয়া স্বর্গসন্ধান
আবেগঘণ মাটি ও জলে বহমান ।

বাহহ ! বাব্বাহ ! ভীষণ কষ্টকর !
অথচ সাজিয়ে দেবার পর পাঠকের শুধু পড়বার ঝড় !

 

৪,৫৫৯ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “লুৎফুল ভাইয়ের কাব্যিক মন্তব্য গুচ্ছ”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    চমৎকার!
    আমার বিবেচনায় বেস্ট থ্রীঃ
    ১। জীবনের গান জিজ্ঞাসিয়া স্বর্গসন্ধান
    আবেগঘণ মাটি ও জলে বহমান

    ২। অনাদরে ফাটা
    ঠোঁটময় ল্যাপটানো শীত
    আজ সব ধূসর অতীত
    মুঠোতে আঁটা

    ৩। লাল মাফলার মোরগ ডাকা
    নতুন বছর হোক ঝাকানাকা

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।