গাড় সবুজের গলায় লাল মাফলার মোরগ ডাকা ভোর থেকে শুরুখুরের ঘায়ে ধুলি উড়িয়ে গোপালের গোয়ালে ফেরা অব্দি টুকুরুক টুকুরুক টুকুরুক টুকুরুক বিটপ বদলানোর সময়টুকু ছাড়া টুকুরুক টুকুরুক টুকুরুক টুকুরুকএ কি মাছরাঙা না কি হুদহুদ ?
শুকনো পাতার মর্মরেকড়ই বীজের ঐকতান। ঘেঁটু ফুলে মৌমাছির গুঞ্জন। রক্ত লাল শিমুল ফুলেসাত ভাই ছ্যাতারে শালিকটুনটুনির পতঙ্গ অভিযান। মউ মউ মউ আমের মোলে মউমাছি হতে চায় মন। সবুজের বুকে সোনার কারুকাজ পাকা গম আর চৈতালী বিরুত।
[ দুবছর আগের অখাদ্য পোস্ট করার জন্য দু:খিত। জম্পেস একটা পদ্য/ গদ্য দিয়ে নতুন বছরের প্রথম পোস্ট দেয়ার ইচ্ছা ছিল। অনিবার্য কারণে তা সম্ভব হচ্ছে না। বিধায় চৈতের শেষ দিনে গরম মাথার এই পোস্ট। বিদায় ১৪২২!
লাল মাফলার মোরগ ডাকা
নতুন বছর হোক ঝাকানাকা
ধন্যবাদ ভাই 🙂
পুরাদস্তুর বাঙ্গাল