নারীর মন
কহিলা ম্লান হেসে
হিফাস্টাস দেবে
নারীর মন বুঝে
কার সাধ্য ভবে!
মিনোটর
জীবন নামের গোলক ধাঁধায়
মিনোটর ই শেষ কথা
থেসিউস হানিমুনে
সে তো ভাই রুপকথা।
অগ্ন্যাশয়ে আততায়ী
অগ্ন্যাশয়ে আততায়ী
বাজায় তালি নিন্দুক
কল্প থেকে বাস্তবেতে
প্যানডোরার সিন্দুক।
প্যান্ডোরার সিন্ধুকে
মিনোটর নারীর মন
মন্দ বলে নিন্দুকে
তা যা বলেছেন লুৎফুল ভাই :thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂
🙂 🙂
😀 😀
এত দেরী? রাধার নূপুর! দুটো ফ্রন্টরোল :grr:
পুরাদস্তুর বাঙ্গাল
নারীর মন বুঝে
কার সাধ্য ভবে! -- কবে বুঝলে এটা? 🙂
অগ্ন্যাশয়ে আততায়ী
বাজায় তালি নিন্দুক
কল্প থেকে বাস্তবেতে
প্যানডোরার সিন্দুক। -- অতি চমৎকার!
নবী রাসুল দেবতা পুরাণ সব খুজে নিশ্চিত হলাম খায়রুল ভাই।
অগ্ন্যাশয়ে আততায়ী আত্ম প্রকাশ করেছে। প্যান্ডোরার সিন্দুকের কতটা বের হয়ে এসেছে তা নিয়ে চিন্তায় আছি :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
অগ্ন্যাশয়ে আততায়ী আত্ম প্রকাশ করেছে। --অত্যন্ত চিন্তিত হ'লাম কথাটা শুনে। প্যান্ডোরার সিন্দুকে যেন নিন্দুকদের তালি দেবার মত কিছু না থাকে, এই দোয়া করি।
উনি বলে অনেস্ট! তাই ডায়াবেটিস হইছে 😉
তালি বাজানোর কি বাকি থাকলো 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
দোয়া করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই খায়রুল ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল