আলোকচিত্র

ক্রমে ক্রমে নির্গুণ হয়ে যাচ্ছি। শখের ফটোগ্রাফার ছিলাম। মোবাইল ফোনে ক্যামেরা যুক্ত হওয়ায় এখন সবাই তাই। কম্পিউটার শিখেছিলাম নিরানব্বইতে সালে। সেটা এখন কে পারে না ? টুকটাক কবিতা লেখি। ফেসবুকের কল্যাণে এখন প্রচুর কবি। তাই প্রথমে যা ছিলাম এখনও তাই। বিশেষ কিছু নই, একদমই সাধারণ। আমার পছন্দের কয়েকটি সাধারণ আলোকচিত্র আপলোড করলাম। আশা করি ভালো লাগবে।

৩,০২৫ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “আলোকচিত্র”

  1. রকিব (০১-০৭)

    ভাল্লাগলো ছবিগুলো।

    ভ্যালেরি টেইলরের সাথে টরন্টোতেই একবার দেখা হয়েছিল। এত বড় মাপের একজন মানুষ যে এতটা বিনয়ী হতে পারেন ::salute::


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ভাল লেগেছে মোস্তাফিজ ভাই।
    মুহূর্তগুলোকে ধরে রাখছেন এটা অনেক বড় একটা কাজ। আপনার চোখে আমরাও দেখলাম।
    সিসিবিতে অনেকদিন পর ছবিব্লগ পেলাম।

    জবাব দিন
  3. কাজী সাদিক (৮৪-৯০)

    সবার কাছে ক্যামেরা পৌঁছে যাওয়াটা ভালই মনে হয়েছে। ছবি তোলার সুযোগটা আর হাতে গোনা কয়েকজনের মাঝে সীমিত না। ভাল ভাল অনেক বেশী ছবি আমরা দেখতে পাচ্ছি!

    ছবিগুলো আরেকটু বড় করে দিলে দেখতে আরাম হত ভাই।

    জবাব দিন
  4. খায়রুল আহসান (৬৭-৭৩)

    ব্লগ পড়তে পড়তে এই স্বাদের পরিবর্তন বেশ ভালো লাগলো। চোখ জুড়িয়ে গেল। ছবিগুলো যেমন সুন্দর, শিরোনামগুলোও তেমনি ভালো হয়েছে, দুই একটা ছাড়া। মাঝে মাঝে এমন আরও দেখতে চাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।