ক্রমে ক্রমে নির্গুণ হয়ে যাচ্ছি। শখের ফটোগ্রাফার ছিলাম। মোবাইল ফোনে ক্যামেরা যুক্ত হওয়ায় এখন সবাই তাই। কম্পিউটার শিখেছিলাম নিরানব্বইতে সালে। সেটা এখন কে পারে না ? টুকটাক কবিতা লেখি। ফেসবুকের কল্যাণে এখন প্রচুর কবি। তাই প্রথমে যা ছিলাম এখনও তাই। বিশেষ কিছু নই, একদমই সাধারণ। আমার পছন্দের কয়েকটি সাধারণ আলোকচিত্র আপলোড করলাম। আশা করি ভালো লাগবে।
১৭ টি মন্তব্য : “আলোকচিত্র”
মন্তব্য করুন
আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে উল্লাস। ভীষণ প্রানবন্ত
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সত্যিই প্রাণবন্ত সাইদুল ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল
বাহ!!!
চমৎকার সৌখিন আলোকচিত্র প্রয়াস....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দেখা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ পারভেজ ভাই :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
ভাল্লাগলো ছবিগুলো।
ভ্যালেরি টেইলরের সাথে টরন্টোতেই একবার দেখা হয়েছিল। এত বড় মাপের একজন মানুষ যে এতটা বিনয়ী হতে পারেন ::salute::
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভ্যালরি টেলর সত্যিিই খুব বড় মানুষ :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
ভাল লেগেছে মোস্তাফিজ ভাই।
মুহূর্তগুলোকে ধরে রাখছেন এটা অনেক বড় একটা কাজ। আপনার চোখে আমরাও দেখলাম।
সিসিবিতে অনেকদিন পর ছবিব্লগ পেলাম।
একটু বৈচিত্র্য আনার চেষ্টা করলাম নূপুর 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
অনেক দিন পর সিসিবিতে ছবিব্লগ।
ছবিগুলো ভাল লাগল, ভাই। 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ জুনা। তুইও একখান ছবি ব্লগ দিয়ে দে 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
সবার কাছে ক্যামেরা পৌঁছে যাওয়াটা ভালই মনে হয়েছে। ছবি তোলার সুযোগটা আর হাতে গোনা কয়েকজনের মাঝে সীমিত না। ভাল ভাল অনেক বেশী ছবি আমরা দেখতে পাচ্ছি!
ছবিগুলো আরেকটু বড় করে দিলে দেখতে আরাম হত ভাই।
হ্যাঁ, সবার কাছে ক্যামেরা পৌঁছে সত্যিই ভাল হয়েছে। এক ধরণের ক্ষমতায়ন ঘটেছে।
ছবি গুলো গ্যালারী করে দিয়েছি। দেখি কি করা যায় ।
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ!
:clap:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ব্লগ পড়তে পড়তে এই স্বাদের পরিবর্তন বেশ ভালো লাগলো। চোখ জুড়িয়ে গেল। ছবিগুলো যেমন সুন্দর, শিরোনামগুলোও তেমনি ভালো হয়েছে, দুই একটা ছাড়া। মাঝে মাঝে এমন আরও দেখতে চাই।
সহৃদয় মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি খায়রুল ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল