যারা এইটারে ভাগ্য মনে করে তাদের জন্য সৌদিতে নিয়ে পাড়ায় মারার একটা প্রস্তাব অলরেডি রাখা হয়েছে।
এখনও তারা কেউ সেই প্রস্তাবে সাড়া দেয় নাই...
অন্যের সময় ভাগ্য আর নিজের সময় অন্য কিছু, এই ডবল স্ট্যান্ডার্ডের লোকের কোন অভাব নাই...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ঘটনা তো সত্যি,
কিন্তু কি করার থাকে -
যখন জেনে শুনে
কেউ করে বিষপান!!!
হুমমমমম...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কেউ কেউ মনে করেন সৌদিতে বা হজে মৃত্যু ভাগ্যের ব্যাপার। বিষয়টা কতৃপক্ষকে দায়িত্বজ্ঞানহীন করবে। দুঃখজনক ঘটনা বাড়বে। এ সবের দায় কে নেবে?
পুরাদস্তুর বাঙ্গাল
যারা এইটারে ভাগ্য মনে করে তাদের জন্য সৌদিতে নিয়ে পাড়ায় মারার একটা প্রস্তাব অলরেডি রাখা হয়েছে।
এখনও তারা কেউ সেই প্রস্তাবে সাড়া দেয় নাই...
অন্যের সময় ভাগ্য আর নিজের সময় অন্য কিছু, এই ডবল স্ট্যান্ডার্ডের লোকের কোন অভাব নাই...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দুঃখজনক 🙁
স্বেচ্ছামৃত্যু কিন্তু মহাপাপ।
পুরাদস্তুর বাঙ্গাল
🙁 🙁
কিছু বলার নাই
হুম---- 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂 🙂 🙂
তোমার হাইকু বেশ লাগে পড়তে। শুরুটা চট করে হয়, শেষটাও পটাস করেই। শুনশান পানাপুকুরে ঢিলের মত ছোট্ট একটি দৃশ্যকাব্য শুধু চোখে জেগে রয় :clap: :clap:
ছবি আঁকতে পেরেছি তা হলে! 😀
এ বিষয়ে হাইকু এসেছিল। একদম ১৭ শব্দ, ৫/৭/৫. কাগজেকলমে ধরে রাখা হয়নি। মাথা থেকেও উবে গেছে। ফলে এই চার লাইন তৈরি হল।
পুরাদস্তুর বাঙ্গাল
এই বিষয়টা নিয়া কথা বলতে ইচ্ছা হইতেসে না। পড়ে মন খারাপ হইসে এইটাই শুধু জানায় গেলাম! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমারও মন খারাপ হচ্ছে। এভাবে প্রতিবাদ করলাম।
পুরাদস্তুর বাঙ্গাল
আমার প্রতিবাদ করতে গেলে গদ্য লিখতে হবে। সেটা তখন হয়ে যাবে "স্পর্শকাতর।" সাতান্নর সুবাস গায়ে এসে লাগবে। তাই আর লিখি নাই। 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
সাবধান।
৫৭ পিছনে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:brick:
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup:
সেই পুরোনো দিনের ভানুর একটা গান মনে পড়ে গেল -
"ভজো দুহাত তুলিয়া ভজো কাঞ্চন গোঁসাই,
তাঁর জোরে সবাই তোমায় বাপ ডাকবে ভাই!"
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
;))
পুরাদস্তুর বাঙ্গাল
বর্তমান খাদেমের অপসারণ চেয়ে সৌদি রাজ পরিবার থেকেই কেউ একজন আওয়াজ তুলেছেন বলে শুনেছি, মানে কোথাও পড়েছি।
প্রতিবাদমূলক চতুর্পদী কবিতা ভালো হয়েছে।
কৃতজ্ঞতা জানবেন খায়রুল ভাই। পুরোটা উপলব্ধি করার জন্য অভিনন্দন :boss:
পুরাদস্তুর বাঙ্গাল