ছিটিয়ে ছাই ইচ্ছে মত
মস্ত নীলাভ গম্বুজে
রঙ হারিয়ে ঝরলো কত
করতে সবুজ অম্বু যে।
সূত্র-http://allpoetry.com/poem/12248049-Sprinkle-of-ashes-by-Tito-Mostafiz
ছিটিয়ে ছাই ইচ্ছে মত
মস্ত নীলাভ গম্বুজে
রঙ হারিয়ে ঝরলো কত
করতে সবুজ অম্বু যে।
সূত্র-http://allpoetry.com/poem/12248049-Sprinkle-of-ashes-by-Tito-Mostafiz
বাহ্
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
🙂 🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন ... ।
কিন্তু ধাঁধাঁর উত্তর টা কি?
ভালো থাকা অনেক সহজ।
ধন্যবাদ সাদাত 🙂
সূত্রে টোকা দাও। তবু যদি না বুঝ, ব্যখ্যা যোগ করে দিব।
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন দারুন... 🙂
ভালো থাকা অনেক সহজ।
প্রীত হলেম ভ্রাতঃ
পুরাদস্তুর বাঙ্গাল
এতদিন অপেক্ষা করে থাকলাম, যেন কেউ না কেউ উত্তরটা বলে দেয়। কিন্তু সেটা তো এখনো পেলাম না।
biggest blue dome কোনটা বা কী?
আকাশ 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap: :clap:
তোমার ধাঁধার উত্তরের জন্য অপেক্ষা করছিলাম লুকিয়ে লুকিয়ে, ভাইয়া!
তাই বুঝি? সূত্রে টোকা দিলেই পারতে।
প্রথমে ইংরেজীতে হাইকু লেখি। অনুবাদ করতে গিয়ে ধাঁধাঁর রূপ ধারণ করলো। উত্তর পাঠকের কাছে পেলে বেশি ভাল লাগতো। খায়রুল ভাইকে ধন্যবাদ। উনি হাইকুটা পড়েছেন।
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
ওয়াও!
:shy:
পুরাদস্তুর বাঙ্গাল