অাট বাহানা

[ মাদকাসক্তের বাহানা ]

এক

যে ভাবে দিন যায় চলে যাক
তোমরা দেখ পঞ্জিকা
লালন শাহের ভক্ত আমি
সাধন করি গঞ্জিকা।

দুই

দুই এক ছিলিম
টানলে ভায়া
হবে না কেউ রোগী
তার মহিমায়
শিব ঠাকুরে হলেন
মহা যোগী।

তিন

বারাক হুসেন ওবামা
কৈশরতে ছিলিম টেনে
সাথে নিয়ে ভাই ব্রাদার
তিনি বটেন ইয়াঙ্কিদের
হাল জমানার সরদার।

চার

টু টু ওয়ান বি
বেকার স্ট্রিট লন্ডন
সেথায় ছিলেন মহাগুরু
তিনিও নিতেন কোকেন।

পাঁচ

মোমের পরে তপ্ত সিকি
কড়কড়ে পাঁচ টাকা
পেঁচিয়ে নিলুম টানতে ধোঁয়া
আহা কী সুখ ঝাকা নাকা !

ছয়

সগ্গ মেলে পপি ফুলে
বিচি থেকে হেরোইন
ম্যা ম্যা ম্যা ম্যারাডোনা
নিতেন ভায়া এফিড্রিন।

সাত

জোশ বেড়ে যায় সকল কাজে
খুশ থাকে দোস্ত বাবা মা যে
জব্বরী এক বটিকা
ইয়াবা আহা ইয়াবা।

আট

কাশির সিরাপ পান করে ভাই
উঠতি অনেক সেলিব্রেটি
নেশার ভাবে গুরু বটেন
দুধ চিনি টি বেশী বেশী।

 

এসব বাহানার জবাব দিব কিভাবে ?

 

৩,১৪৪ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “অাট বাহানা”

  1. পারভেজ (৭৮-৮৪)

    এইসব জিনিষ, যার কোনটাই জীবনে একবারও ট্রাই করি নাই।
    করবোও না।
    তাতে যারসাথে সম্পর্ক যত খারাপই হোক, আই ডোন্ট কেয়ার.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।