ঈশান কোনের পাগলা হাওয়া
কালবোশেখীর অকালবোধন
আসমানি ধমকে চমকে
বিজলির পলায়ন।
বাস্তুচ্যুত মশকদল উল্লাসে
মাতে শোণিত আগ্রাসনে।
ঘুমের রাজ্য দিশেহারা
কালচৈতির খাণ্ডব তাণ্ডবে।
ঈশান কোনের পাগলা হাওয়া
কালবোশেখীর অকালবোধন
আসমানি ধমকে চমকে
বিজলির পলায়ন।
বাস্তুচ্যুত মশকদল উল্লাসে
মাতে শোণিত আগ্রাসনে।
ঘুমের রাজ্য দিশেহারা
কালচৈতির খাণ্ডব তাণ্ডবে।
nice 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
ধন্যবাদ খান 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
"ঘুমের রাজ্য দিশেহারা
কালচৈতির খাণ্ডব তাণ্ডবে।" - চমৎকার কথা!
আসলে মশক আগ্রাসনে নির্ঘুম রজনী 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
'আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরাণসখা বন্ধু হে আমার' শুনতে পাচ্ছি যেন।
লাইনগুলোর মধ্যেকার স্পেস কমিয়ে দেবেন?
গান্টার লিংক দিও। মোবাইলে ফাঁকটাই ভালো লাগছে নূপুর।
পুরাদস্তুর বাঙ্গাল
ঝড়ের ফ্লেভার পেলাম অনেক 🙂 সম্প্রতি নতুন দুইটা শব্দ শিখেছি। এই চান্সে এখানে ঝেড়ে দিলাম এখানে 😛 ।
Pluviophile - যে মানুষ বৃস্টির মাঝে আনন্দ খোঁজে।
Ceraunophile - যে মানুষ বজ্রপাত পছন্দ করে। আমরা মনে হয় দুইটাই ? কি বলেন মোস্তাফিজ ভাই ? 🙂
ঠিকই বলেছো নাফিস। নিরাপদ স্থানে থাকলে দুটোই উপভোগ করি। তবে প্রাণ ও ফসলহানি খুব কষ্ট দেয় আমাকে।
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন লাগলো মোস্তাফিজ ভাই :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ
তুমিওতো ঝড় উপভোগ কর 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂
ধন্যবাদ পারভেজ ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল
বাপ্পী ভাই এর লেখা ফিলিংস এর জেল থেকে বলছি এলবামের গানটার কথা মনে পড়ে গেলো।
শিরোনামঃ ঝড়ের রাতে
শিল্পীঃ জেমস
কথাঃ বাপ্পি খান
ব্যান্ডঃ ফিলিংস
এ্যালবামঃ জেল থেকে বলছি
--------------------------------
আমার স্মৃতির প্রলেপে
বাতাসের কান্নাতে….
তুমি কথা দিয়েছিলে
নিশ্চুপ কোন রাতে….
যেখানে মেঘের মিছিলে
আকাশটা যায় ছেয়ে….
এই….এই ঝড়ের রাতে…!!
আমার প্রেমের চিঠিতে
পুরাতন কবিতাতে…
তুমি দাগ কেটেছিলে কিছু কিছু সংলাপে….
যতদূর মনে পরে ভালবাসা ছিলো তাতে….
এই….এই ঝড়ের রাতে…!!
সেই তুমি গিয়েছ চলে বহুদুরে…….
কেন কাটে এই রাত একা একা
জেগে জেগে…..
তোমার ভালবাসা আছে আধো আলো আঁধারীতে…..
এই ঝড়ের রাতে……
এই ঝড়ের রাতে…..
সেই ঝড় রয়েছে আজো এই রাতে….
কেন তবু এই বুক শূন্যতায় ডুবে আছে….
আমার বুকের প্রলয়ে
আনকোরা অভিমানে…..
এই….এই ঝড়ের রাতে…!!
কবিতা যায়নি তো প্রেসে
সে কাগজ ছিড়ে গেছে….
হৃদয়ে প্রেমের কারনে জীবনের প্রয়োজনে….
তুমি স্মৃতি হয়ে রবে ভালবাসা হতাশাতে….
এই….এই ঝড়ের রাতে…!!
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আহা, দারুণ গান।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
পুরাদস্তুর বাঙ্গাল