বাঙ্গাল ইউটোপিয়াঃ জলে যন্ত্রণা

বানৌজা ফিরোজ কবীর। দেশীয় প্রকৌশলীদের তৈরী প্রথম ডুবোজাহাজ। সজীবের নেতৃত্বে একঝাঁক নিবেদিতপ্রাণ প্রকৌশলী তাদের মেধা মনন কাজে লাগিয়ে একবছরে তৈরী করেছে ডুবোজাহাজটি। বানৌজা ফিরোজ কবীর ছুটে চলেছে বঙ্গোপসাগরের শেষ সীমানার দিকে। নারিকেল জিঞ্জিরা পাশ কাটিয়ে যাবার সময় বাকা প্রধান এডমিরাল নেপোলিয়ন উজরাত একটু স্মৃতিকাতর হলেন। এখানে এসে অদম্য রাহিম ভাই দম হারিয়ে ফেলেছিলেন ডুবোস্রোতে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্রোতটির নাম রাখা হয়েছে রাহিম ঘূর্ণী। রাহিম বরাবরই উজরাতের প্রেরণা। প্রেরণা অবশ্য ফিরোজ কবীরও। কিন্তু ক্যাপ্টেন কারেজিয়াস ফিরোজ কবীরকে উজরাত দেখেনি কখনও। এডমিরালের আসল নাম নাফিস উজরাত। দেহের গঠন আর আগ্রাসী মনোভাবের জন্য তিনি নেপোলিয়ন উজরাত নামে পরিচিত। কেউ কেউ অবশ্য নেপোলিয়ন হুজ্জত বলে থাকে।

বাকা হলো বঙ্গোপসাগরের সম্পদ আহরণ সংরক্ষণ আর উদ্ভাবনের জন্য নবগঠিত টাস্কফোর্স বাঙ্গাল কামট এর সংক্ষিপ্ত রুপ।মিয়ানমার এবং ভারতের সাথে অমিমাংসিত সমুদ্র সীমা নিয়ে নিষ্ঠা আর প্রজ্ঞার সাথে লড়াইয়ের ফলশ্রুতিতে ব্যাপক জলরাশির উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশ।সমুদ্রের বিশাল জলরাশির ভিতরের আর নিচের সম্পদ সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে জাহাজগুলো। প্রতিদিন অসংখ্য জাহাজ চলাচল করে। জাহাজের বর্জ্য সমুদ্রের পানি দুষিত করছে। তাই জলকর নির্ধারণ করা হয়েছে। এটি একধরণের ক্ষতিপূরণ আর কি। বিনিময়ে বাকা তার জলসীমায় জাহাজ গুলোর নিরাপত্তা দিবে। জলকরের নির্ধারণের আইনগত দিক গুলো ঠিক করে দিয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ মুকাব্বির সরকার।

বাবাগো, বাবাগো, বাবাগো। একটু বিরক্ত হলেন নেপোলিয়ন উজরাত। বাকা প্রধান একটু স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন। বানৌজা ফিরোজ কবীর এর ব্রিজে রাহিম ঘূর্ণীর হলোগ্রাম দেখে একটু মন খারাপ হলেও উদ্দীপ্ত হতে চেষ্টা করছিলেন তিনি।

বাবাগো, বাবাগো, বাবাগো। আবারও ফোন কল। কথা বলতে চাচ্ছেন কন্ডোলিসা বিরিয়ানী। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন প্রেসিডেন্ট। সাবেক যুদ্ধবাজ কন্ডোলিসা রাইসের নাতনী। তিনি পারকিনসন্স রোগে ভুগছেন। বিনয়ের সাথে অ্যানাপোলিসের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে একটা আব্দার করলেন তিনি। অধমর্ণ দেশ হিসেবে বঙ্গপোসাগর অতিক্রমকারী মার্কিন জাহাজগুলোর জলকর সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। পিএল-৪৮০ এবং আরও কিছু কাসুন্দি সহৃদয় ঘাঁটাঘাঁটি করে মহাগুরুর সাথে আলাপ করবেন বলে আশ্বস্ত করলেন উজরাত। মহাগুরুর সাথে আলাপের আগে মুকাব্বির সরকারের সাথে একটু পরামর্শ করতে হবে। সারারাত জেগে সকালের হুতোম নিদ্রায় আছেন মুকাব্বির। কাঁচা ঘুম ভাঙ্গানো ঠিক হবে কি না ভাবছেন উজরাত।

প্রথম প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৪

২,২২১ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “বাঙ্গাল ইউটোপিয়াঃ জলে যন্ত্রণা”

  1. সামিউল(২০০৪-১০)

    ::salute:: ::salute:: ::salute:: :gulli2: :gulli2: :gulli2:

    চরম হইছে ভচ। বেশীমাত্রায় ভাল লাগছে এই লেখাটা। :clap: :boss:
    তারপরে আবার প্রথমেই "প্রকৌশলী সজীব" দেখে লজ্জা পেয়ে গেছি। 😐

    :teacup: খান

    এই লেখাটা চালায়া যান। অনেক সুন্দর কিছু একটা বের হয়ে আসবে ইনশাআল্লাহ্‌। (সম্পাদিত)


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. মুস্তাফিজ ভাই,

    সে-ই আমাদের নিয়ে লিখলেন........................... 🙁 🙁

    দেরি করার পাশাপাশি.........

    ন্যাভাল আর্কিটেক্ট হওয়া সত্বেও আমাকে বাদ দিলেন............! :((

    আফনি এইরাম কামডা খরতি ফাইরলেন? 😕 😕 😕

    *** এই লেখাটা চালিয়ে যাবেন...প্লিজ :clap: :clap: :clap:

    জবাব দিন
  3. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    পড়তে পড়তে মনে হলো একজন কে আমি যেন চিনি... আরে, এ যে দেখছি আমাদেরই মোকাআআ! 😛
    আবার সামিউল ও আছে দেখছি! 🙂

    চমৎকার লেখা! পড়ে ভাল লাগলো! এক কথায় ফাটাফাটি! :clap:

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সিরিজ করবেন নাকি, ভাই?
    চিন্তা করে দেখতে পারেন... 😀

    অ্যাানাপোলিস নাফিস এডমিরাল হলে কন্ডোলিৎসা রাইসের বয়স কত হইতে পারে চিন্তা করতেছি... 😛
    এখানে প্রেসিডেন্ট হিসেবে ভদ্রমহিলার নাতনী - কন্ডোলিৎসা পোলাও বা বিরিয়ানি দেবার কথা ভাবতে পারেন... ;))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      ঠিকই ধরেছ জুনা। সিরিজ করার ইচ্ছা আগে কিন্তু গল্প লেখাটা বেশ কঠিন কাজ। অনেক কিছু জানতে হয় 🙁 :bash: :brick:
      পোলাও বিরিয়ানির প্রস্তাবটা ভাল। কিন্তু এডমিরালের বদলে কমাণ্ডার নিয়ে আসব কি না ভাবছি। ;))


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন
  5. টিটো ভাই, মাথায় প্লট সাজিয়ে নিন, দেহে মেদ-মাংস চড়ান, লেখাটিকে এগিয়ে নিয়ে যান।
    একটি চমৎকার ইউটোপিয়া হবে। এখন তো অনেকেই হতাশ হয়ে ডিসটোপিয়ার চিত্র তুলে ধরে। ব্যঙ্গকে এড়িয়ে চমৎকার রসবোধে ভরা এক ইউটোপিয়া তুলে ধরুন।

    জবাব দিন
  6. পারভেজ (৭৮-৮৪)

    কিছুটা পড়ার পর, লিখাটা আমাকে আর টানলো না।
    শেষ করতে আর ইচ্ছা হলো না।
    দুঃখিত।

    মনে হচ্ছে বয়সের কারনে কোন ট্রিকে পড়ে গেছি... 🙁 🙁 🙁 (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  7. নাফিস (২০০৪-১০)

    মোস্তাফিজ ভাই, দেরিতে মন্তব্য করার জন্য মাফ চেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন সিসিবি তে ঢোকা হয়নি।

    পোস্টে বাকি সবার সাথে আমার নাম টা দেখেই আমি বিগলিত হয়ে গেছি 🙂 অনেক ধন্যবাদ !
    এনিওয়ে, ভালো আছেন তো ?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।