বৃষ্টি এলো রিমঝিমিয়ে
টিনের চালে ঝমঝমিয়ে
জলের পরে টুবটুবিয়ে
কৈ টাকি শোল খলবলিয়ে
যাচ্ছে চলে উজান পানে !
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
গাছের পাতায় ছিপছিপিয়ে
আকাশ ছেয়ে বাতাস বেয়ে
সব কিছুকে ভিজিয়ে দিয়ে
তবু ঘেমে উঠছি নেয়ে !
[ পহেলা আষাঢ়ে যেমন দেখেছি ]
বৃষ্টি এলো রিমঝিমিয়ে
টিনের চালে ঝমঝমিয়ে
জলের পরে টুবটুবিয়ে
কৈ টাকি শোল খলবলিয়ে
যাচ্ছে চলে উজান পানে !
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
গাছের পাতায় ছিপছিপিয়ে
আকাশ ছেয়ে বাতাস বেয়ে
সব কিছুকে ভিজিয়ে দিয়ে
তবু ঘেমে উঠছি নেয়ে !
[ পহেলা আষাঢ়ে যেমন দেখেছি ]
দারুন ছন্দ, ভাল লেগেছে ভাই :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই ছন্দ টা অনেক মজার, ছোট কালে পড়া "পালকি" কবিতার কথা মনে পড়ে গেল :clap:
পালকি কবিতাটা বলবে মোবারক ?
পুরাদস্তুর বাঙ্গাল
বৃষ্টির ছড়া --- দারুন দারুন।
ভালো থাকা অনেক সহজ।
😀 :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন :thumbup: :thumbup:
😀 :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
সুন্দর ছন্দ মিলাইছেন ভচ!!! 🙂
আপনার ছড়া পড়তে বেশ মজাই লাগে। :clap:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ সামি। :teacup:
ছন্দ মিলাতে পাক্কা একমাস লেগেছে 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখলে যেমন হয় --- দুর্দান্ত। :hatsoff:
বৃষ্টিতে পুকুর থেকে মাছ উঠে যাচ্ছে আর লোকে তা ধরছে । এবারই প্রথম দেখলাম। দারুন একটা ব্যাপার । ছোটবেলায় শোনা কিন্তু বুড়াকালে দেখা । আহ্ । সুশীলতার মু্খোস পরে থাকায় আমি নিজে মাছ ধরিনি। কিন্তু আর একটা সুযোগ পেলে... :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল
একটা প্রশ্ন :
মাছটার নাম তো শোল হবে। শৈল তো অন্য জিনিষ মনে হয়; যেমন : হিমশৈল।
ঠিক বলেছেন নূপুরদা, শৈল মানে তো পাথর। তবে আমার মনে হয় কৈ টাকি'র পর শিং খুব ভাল যেত... ;;)
ছড়াটা জল তড়ঙ্গের মত সুরেলা লাগল... :hatsoff:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমাদের বাসায় কিন্তু শোল মাছ কে শৈল মাছই বলা হয়।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোমার কথা শুনে মনে হলো, ঠিক, শৈলমাছ আমাদের দিকেও বোধ হয় বলে।
😀
পুরাদস্তুর বাঙ্গাল
ঠিক
পুরাদস্তুর বাঙ্গাল
প্রশ্নঃ দুটি রাক্ষুসে মাছের নাম লিখ। নম্বরঃ ০২
উত্তরঃ ১) শোল, ২) গজার
😀 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:grr: :grr:
পুরাদস্তুর বাঙ্গাল
মাছটার ভালো নাম শোল, খারাপ নাম শৈল B-)
পুরাদস্তুর বাঙ্গাল
জুনায়েদ , নূপুর ,আকাশ তোমরা ঠিকই বলেছো। ধন্যবাদ। মাছটির কেতাবী নাম গ্রহণ করলাম। কৈ টাকির পর শিং- :thumbup: জব্বর হয়। কাব্যিক সত্য মানলে তাই লেখা উচিত। কিন্তু পোনে এক কেজি শৈল এখনও চোখে ভাসছে :dreamy: জুনায়েদ তুমি কিন্তু তরঙ্গ কে তড়ঙ্গ করে ফেলছো 😛 তোমার প্রশংসা আকণ্ঠ পান করলাম রোজার দিনেও :goragori: :awesome: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
হা হা... 😀
মোস্তাফিজ ভাই কাব্যিক সত্য দিয়ে কি হবে? সত্য কাহিনী অবলম্বনে ছড়াটা লিখেছেন খেয়াল করিনি।
লিখে মজা পাওয়াটাই আসল কথা... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:tuski: :tuski:
পুরাদস্তুর বাঙ্গাল