বিসমিল্লাহির রহমানির রহিম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাতিসংঘ মহাসচিব কর্তৃক অনুমোদিত
নং ২১১২ তারিখ ১৫/১১/২০১১ ইং
আলফ্রেড নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান
সোনালী ব্যাংক লিমিটেড
অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা,
বাগমারা,রাজশাহী।
প্রতিষ্ঠার সূত্রঃ ২০০৬ সনের ৪৩ নং আইন
ISLAMIC UNIVERSITY ACT, 1980(ACTXXXVIIOF1980)
শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত
আন্তর্জাতিক মুদ্রাতহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, বাংলাদেশ বাংক, সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, রাজশাহী কর্তৃক স্বীকৃত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সহ সমগ্র বিশ্ববাসীকে অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ড. বানকিমুন
জাতিসংঘ মহাসচিব
ও
চ্যান্সেলর
অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদালয়
বাগমারা, রাজশাহী।
শুভেচ্ছান্তে
ড. মোঃ রফিকুল ইসলাম
ভাইস চ্যান্সেলর
অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদালয়
বাগমারা, রাজশাহী
ও জাতিসংঘ হাইকমিশন।
কী ভাবছেন ? এতক্ষন মজা করলাম। মোটেও না। ১২ জুলাই ২০১৪ তারিখ রাতে কোমল পানীয়র সহায়তা নিচ্ছিলাম। গ্যাসের খনি বন্ধ করার জন্য। হঠাৎ জাতিসংঘ মহাসচিবের নাম পোস্টারে দেখে টাসকি। বিনোদিত হলুম।সকাল বেলা ছবি তুল্লাম। মনে হল আপনাদেরও বিনোদোনের ভাগ দেয়া দরকার।
যান্ত্রিক গোলযোগের জন্য পোষ্টারের ছবিটা রোটেট করতে পারলাম না 🙁 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
//cadetcollegeblog.com/wp-content/uploads/2014/07/10521530_704923989595296_8942593384518556326_n.jpg (সম্পাদিত)
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
মাইরালান ভাই :bash: :bash: :bash:
ওইটারে পাইলে 😡 😡 😡
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:bash: :bash: x-(
পুরাদস্তুর বাঙ্গাল
কি দেখাইলেন এইটা মোস্তাফিজ ভাই :bash: :bash: :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জবাব নাইরে ভাই 😛 ~x(
পুরাদস্তুর বাঙ্গাল
হাসতে হাসতে গলায় দড়ি দিবো আমি.. এই মহামতিকে আসলেই আলফ্রেড নোবেল দেয়া উচিত... :pira2:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
গলায় দড়ি দেস না :-B
পুরাদস্তুর বাঙ্গাল
গুলিবিদ্ধ হলাম মাননীয় স্পীকার। কিন্তু বেঁচে আছি। :duel:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এ আর এমন কি ? চান্দে সাইদীকে দেখনি ? :duel:
পুরাদস্তুর বাঙ্গাল
চাঁদের পিঠে সাঈদী। :dreamy:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:gulli2: এরে কেউ মাইরালা,,, হা হা হা। ভাল্লাগসে ভাই
:gulli2: :gulli:
পুরাদস্তুর বাঙ্গাল
:pira: :brick: :awesome: :gulti: :goragori: :frontroll: ~x(
ইহার কৃতিত্ত্ব ভিসি রফিকুল ডাগতারের :gulti:
পুরাদস্তুর বাঙ্গাল
বিষয়টি হাসির হলেও আসলে খুবই দুঃখজনক। আর এভাবেই কত মানুষ প্রতারিত হচ্ছে এদের কাছে। শুধু একে দোষ দিয়ে লাভ নাই। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষিত সমাজের অবস্থা এতই খারাপ যে এরকম মানুষরা শিক্ষা নিয়ে ভন্ডামী করার সুযোগ এবং সাহস দুটোই পায়। আমরা এমনকি সচেতনও না।নিজের কাছেই নিজেকে খুব লজ্জিত মনে হয়।
যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি
একদম ঠিক বলেছ সিরাজ 🙁
পুরাদস্তুর বাঙ্গাল