চটপটে লোক
পাশ কাটানো মহিষের লেজের
ঝাপটায় ছিটকে আসা গোবর
শুয়োরের গায়ের ধূলো
উড়ন্ত পাখির পুরিষ
ভেজা কুকুরের গাঝাড়া পানি
চলন্ত বাসে অবলার বমি
কিছুই খুজে পায়না তাকে।
তফাত কী শুধুই আয়োডিনে
না কি কপালের লিখনে ?
চলে যাব
এবার আমি ভদ্রতার পরিচয় দিব,
মেয়াদ শেষ হবার আগেই চলে যাব অবসরে।
অতঃপর সংবাদ পত্রের শিরোনাম হব।
কেন ?
কেন অপবাদ দাও আমার মাকে ?
জন্মের দায়ভার চাপে সারমেয় বরাহকে ।
কার পাপে আমার পিতা খবিশ ?
আর আমি অভিশপ্ত ইবলিশ !
:boss: :boss:
:tuski: :tuski:
পুরাদস্তুর বাঙ্গাল
:hatsoff: :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খালি ইমোতে মন ভরেনা খালেক :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
ঝাঁঝ টের পেলাম...বিশেষ করে শেষেরটায় তো...
কঠিন... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সত্যি ঝাঁঝ আছে জুনা :grr: :grr: :grr:
পুরাদস্তুর বাঙ্গাল
কোপ 😀
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
😀 😛
পুরাদস্তুর বাঙ্গাল
খুব তেজি টাইপের লেখা ভচ!!!!
:boss:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:ahem: :-B
পুরাদস্তুর বাঙ্গাল
চমৎকার হয়েছে ভাই। শেষের টা আর তার আগেরটা এই দুইটা ভালো লেগেছে। 🙂
বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।
ধন্যবাদ রেজা 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
:brick: সবই কপালরে ভাই :bash: 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
জ্বালাময়ী।
You cannot hangout with negative people and expect a positive life.
হুম 🙁 🙁 🙁
পুরাদস্তুর বাঙ্গাল