কেন ?

চটপটে লোক

পাশ কাটানো মহিষের লেজের
ঝাপটায় ছিটকে আসা গোবর
শুয়োরের গায়ের ধূলো
উড়ন্ত পাখির পুরিষ
ভেজা কুকুরের গাঝাড়া পানি
চলন্ত বাসে অবলার বমি
কিছুই খুজে পায়না তাকে।

তফাত কী শুধুই আয়োডিনে
না কি কপালের লিখনে ?

চলে যাব

এবার আমি ভদ্রতার পরিচয় দিব,
মেয়াদ শেষ হবার আগেই চলে যাব অবসরে।
অতঃপর সংবাদ পত্রের শিরোনাম হব।

কেন ?

কেন অপবাদ দাও আমার মাকে ?
জন্মের দায়ভার চাপে সারমেয় বরাহকে ।
কার পাপে আমার পিতা খবিশ ?
আর আমি অভিশপ্ত ইবলিশ !

১,৬২৯ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “কেন ?”

  1. রেজা

    চমৎকার হয়েছে ভাই। শেষের টা আর তার আগেরটা এই দুইটা ভালো লেগেছে। 🙂


    বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।