২৯ মার্চ ১৯৭১।পাকিস্তানী দখলদার বাহিনী বগুড়া প্রবেশের সময় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের সম্মুখীন হয়। বীর বিক্রমে যুদ্ধ করেন ক্যাডেট শহীদ আব্দুল মোমেন হিটলু [ ২য় ইনটেক আয়ুব ক্যাডেট কলেজ ( রাজশাহী ক্যাডেট কলেজ) ক্যাডেট নম্বর ৩৫, দ্বাদশ শ্রেণী, কাসিম হাউস ]।অন্যরা পালিয়ে গেলেও তিনি ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তান (জনতা ব্যাংক ) এর ছাদে অবস্থান করে লড়ে যাচ্ছিলেন। তিনি একটি ডিবিবিএল গানসহ ধরা পড়েন। পাক বাহিনী তাঁকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।মাত্র ১৭ বছর বয়সে শহীদ হন তিনি।বগুড়া কেন্দ্রীয় কারাগার থেকে বগুড়া জেলা স্কুল পর্যন্ত রাস্তাটি শহীদ হিটলু রোড নাম করণ করা হয় কিন্তু সুপারিশের অভাবে তিনি বীরত্ব সূচক কোন খেতাব পান নি।আরও দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে বগুড়া শহরে শহীদ হিটলু রোড নামে কোন সডক নেই।শহীদ হিটলু ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।
কৃতজ্ঞতা স্বীকারঃ এই পোষ্টের প্রয়োজনীয় তথ্য ও ছবি ( হিটলু ভাইয়ের ছবি এবং তাঁর আম্মার লেখা একটি চিঠি) ফেসবুকে ইউয়ার সাইদ ভাই এর মাধ্যমে পেয়েছি।তাঁর পোষ্টে রাস্তা বিষয়ক তথ্য পেয়েছি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এবিএম তায়েফুল ইসলাম এবং জুলফিকার হায়দার জুয়েল ভাইয়ের মন্তব্য থেকে।
শ্রদ্ধা জানাচ্ছি ...
:hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
ছোট পোষ্ট হয়ে গেছে। অপূর্ণতা রয়ে গেল। বলতে গেলে শুধু নামটা ছাড়া আর কিছুই জানতে পারলাম না। 🙁
ভবিষ্যতে জানতে পারলে জানাবেন ভাই।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
হিটলু ভাই সম্পর্কে কিছুটা বিস্তারিত লিখতে পারতেন তার কোন ক্লাসমেট।
৭১ এর আশেপাশে বড়জোর মোস্তাফিজ ভাইএর জন্ম।
ফেবুর কল্যাণে হিটলু ভাইএর নাম জেনেছিলাম দিন কয়েক আগে।
মোস্তাফিজ ভাই আজ অন্তত সেটা ব্লগে ছড়িয়ে দিলেন।
তারপর ধর, মাসখানেক আগে জেসিসির দুই জন ভাইয়া মারা গেলেন। তাদের সতীর্থরা যদি লিখতেন তবে খুব ভালো হতো।
আমি বাধ্য হয়ে এর তার কাছ থেকে, ওয়াল থেকে চোথা মেরে কিছু একটা দিয়ে দিছি।
রওশন ইয়াজদানি কে নিয়ে কি সুন্দর একটা লেখাই না আছে শহীদ ভাইএর যেটা আবার সানা ভাইএর কল্যাণে আমরা সিসিবিতে পেয়েছি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রওশন ইয়াজদানি ভাইকে নিয়ে লেখাটা সত্যিই চমৎকার লেখা। আমি মাঝে মাঝেই এটা পড়ি। সানাউল্লাহ ভাইকে এজন্য আবারো সালাম।
মোস্তাফিজ ভাইইয়ের এই পোষ্ট না পড়লে আমি হিটলু ভাইয়ের কথা জানতামই না। সে জন্য ভাইকে সালাম।
কীর্তিমানেরা মরে না। হিটলু ভাই বেচে থাক সহস্র বছর ধরে।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup:
চিঠিটা পড়লে এই পোষ্ট ছোট মনে হবে না মাহমুদুল।
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ ভাই।
হিটলু ভাই কে সালাম।
পাকিস্থান জিন্দাবাদ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
::salute::
:chup: পাকিস্তান :duel:
পুরাদস্তুর বাঙ্গাল
১ম চারটা কলেজের কেউ না কেউ শহীদ আছে।
এইটা ঐসব ক্যাডেট কলেজ সমূহের বন্ধ্যাত্ব যে ঐসব শহীদ দের নামে কিছু করা হয় নি।
সরি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এই জিনিস গুলো কর্তৃপক্ষের নজরে আনা উচিত।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
কি বলেন রাজিব ভাই। আমরা অনেক কিছু করসি শহীদ খুরশিদের নামে কলেজ লাইব্রেরী বানাইসি। তারপরে...তারপরে....উমম..তারপরে...উমম। আর কিছু কইতে পারলাম না! 😕 😕 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমাদের কলেজের পুকুর বা সুইমিং পুলের নাম আইনুল হাবীব স্মৃতি পল্বল। শুনেছিলাম এই আইনুল হাবিব বিমান বাহিনীর চৌকস পাইলট ছিলেন। এটুকুই জানি। আর কিছু জানি না। উনি মুক্তিযোদ্ধাও নন। এই হলো আমাদের ইতিহাস সংরক্ষণের অবস্থা।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:thumbup: 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
🙁
পুরাদস্তুর বাঙ্গাল
রাজশাহী ক্যাডেট কলেজে শহীদদের নামে বেশ কিছু নামকরণ হয়েছে।
পুরাদস্তুর বাঙ্গাল
বিনম্র শ্রদ্ধা... ::salute::
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
চিঠিটা পড়ে কোন একটা কারণে বুকে চাপা ব্যথা লাগতেসে! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:thumbup: 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
চিঠিটা পড়ে বুকে কেমন যেন কষ্ট লাগতেছে। হিটলু ভাইকে সেলুট।
মোস্তাফিজ ভাই শ্রদ্ধা জানবেন।
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
:thumbup: ::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
লজ্জাজনক হলেও সত্য এই লেখা থেকেই প্রথম হিটলু ভাইয়ের সম্পর্কে জানলাম। ধন্যবাদ মোস্তাফিজ ভাই। :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
//cadetcollegeblog.com/siddique1237/35746
এই লেখাটাও তো সম্ভবত একই জনকে নিয়ে লেখা।
:thumbup: রেজা শাওন বেশ লেখেছে।
পুরাদস্তুর বাঙ্গাল
::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তাফিজ ভাইয়ার ও তো ১ম পেইজে তিনটা লেখা।
হেই এডজুট্যান্ট সাহেব হোয়াট আর ইউ ডুইং স্যার।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:chup:
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তাফিজ ভাই ১ম পেইজে তিন নম্বর লেখা চলে আসলে বা দিলে এডুকে জানান সে পুরান একটা লেখা ২য় পেইজে সরিয়ে দিবে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup: :shy:
পুরাদস্তুর বাঙ্গাল
::salute::
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
Respect,respect 🙁
:hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
কী বলবো আর বুঝতেছিনা।
চিঠি টা পড়ে কাঁদতে ইচ্ছে করছে খুব। 🙁 🙁 🙁
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:hatsoff: :hatsoff: 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
::salute::
চ্যারিটি বিগিনস এট হোম
::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
হিটলু ভাইয়ের প্রকৃত নাম মোঃ আব্দুল মোমেন। এ পোষ্টের ছবিতে নাম ভুল আছে। বিষয়টি জানিয়েছেন ইউয়ার সাইদ ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল
::salute:: ::salute:: ::salute::
Truth is beauty, beauty is truth.
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল