ক্রিকেট স্বপ্ন

মাখন মাখা থাবা গলে
জয়টা যেন গেল পিছলে।
শুনছি এখন নতুন বাণী,
টাকার চেয়ে অনেক দামী
ছাগদুগ্ধে পরিপুষ্ট আফগানী।

সেলাম সিংহ লংকা
আবার হলে রাজা।
তোমায় দেখে বাড়লো জোশ
মনটা আবার তাজা।

সাবধান বেটা কাবুলিওয়ালা
ঘাড় মটকে খাব এবার
থলি ফেলে পালা।

শেরপা শ্রেষ্ঠা নেপালী
ভোঁতা হবে ভোজালী
চামড়া বড্ড শক্ত আছে
খাই না তো ঘাস বিচালী।
পেয়েছে মোর বড্ড ক্ষিদে
বাঁচতে চাইলে হিমালয়ে
ওঠগে দৌড়ে সিধে।

চাইনীজ তো বড়ই মজা
খাইনা ব্যাঙের ঠ্যাঙ
ইঁদুর বিড়াল খেলা হবে
সামনে হংকং।

ভুলে যাব সব অপমান অভিশাপ
পৃথিবী অবাক বিস্ময়ে দেখবে
আহত বাঘের রুদ্র প্রতাপ
আমরাই জিতবো কুড়ি কুড়ি কাপ।

ফিরে দেখা : এশিয়া কাপ ২০১৪

এশিয়া কাপ স্বপ্ন -দেখেছেন আহত বঙ্গ শার্দুল

সীমানা পারের ঘোঁত ঘোঁত
বড্ড বেশী জ্বালায়
একটি থাবা জখম করল
বিরাট দাঁতাল হালায়।

কাবুলিআলার মোটা বুদ্ধি
এমনি ছিলো জানা
ছাগদুগ্ধের তেজে
আমার চোখটি হলো কানা।

ঘরকা মুরগা ডাল বরাবর
ছাগী বকরীও তাই।
দূরের ছাগোল খাবো এবার
দাঁত নখ শানাই।

উপর আলা সদয় হলে
হবে দারুণ মজা
নীল ধোলাইয়ের শোধ
খেয়ে সিংহের কলিজা।

তবুও তোমাদের ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট দল
গর্জে ওঠো আবার, নাই বা খেলা হল ফাইনাল।

২,১০৯ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “ক্রিকেট স্বপ্ন”

  1. জুনাইদ ( ৮৩-৮৯)

    সাবাস বন্ধু :clap:
    তোমার জন্য.....

    জমিদারি সামন্তবাদ সফেন সাদা সাজ পোশাক,
    স্যুট টাই আর কাঁটা চামচ সেসব এখন চুলায় যাক।
    সবাই রাজা কেউ ছোট নয় এমন কি হয় নিত্যদিন?
    এইত খুশীর বাকুম বাকুম এই বিষাদে ধূল মলিন।
    থাক ব্যাকারন আদব কানুন স্যাকরা সেজে ঠুকুর ঠুক,
    লোহা এখন গনগনে লাল মার হাতুড়ি বাধছি বুক।
    আলসেমিতে আর কতদিন হালুম বলে ঝাঁপিয়ে পড়,
    বারবারই যে ছুটছে শিকার এবার থাবা বাগিয়ে ধর।

    -------এবার হবেই!!


    লোকে যারে বড় বলে বড় সেই হয়!

    জবাব দিন
  2. টিটো মোস্তাফিজ

    নেপালের সাথে খেলার আগে স্ট্যাটাস দিলাম-

    শেরপা শ্রেষ্ঠা নেপালী
    ভোঁতা হবে ভোজালী
    চামড়া বড্ড শক্ত আছে
    খাই না তো ঘাস বিচালী।
    পেয়েছে মোর বড্ড ক্ষিদে
    বাঁচতে চাইলে হিমালয়ে
    ওঠগে দৌড়ে সিধে।

    তারপর প্রতিক্রিয়া দেখুন-

    fb


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।