রাজশাহী ক্যাডেট কলেজ (পরিশিষ্ট)

স্বয়ং প্রিন্সিপাল স্যার ফ্রগ জাম্প দিচ্ছেন ! বিশ্বাস হচ্ছে না ? একেবারে গাছপাকা কথারে ভাই ( এবং আপু), গুল মারছি না । ফটোশপের ক্যারামতি নয়। আসল ছবিই দেখাব । কি মনে করছেন ? কিভাবে ফ্রগ জাম্প দিতে হয় তাই দেখাচ্ছেন স্যার ? মোটেও তা নয় ! তিনি পানিশমেন্ট খাচ্ছেন । রাজশাহী ক্যাডেট কলেজে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে ২০১২ সালের রিইউনিয়নে, রিভার্স অর্ডারে। তখনকার প্রিন্সিপাল স্যার যে রাজশাহী ক্যাডেট কলেজেরই এক্স ক্যাডেট। স্যার আর্মি হেড কোয়ার্টারে ফিরে গেছেন। সেই সুযোগে দুর্লভ ছবিটি  আপনাদের দেখার ব্যবস্থা করলাম।

প্রিন্সিপাল স্যারের সেই বিব্রতকর সময়ে এগিয়ে আসেন ব্যাচমেটরা। ১৭তম ব্যাচ মানব ঢাল তৈরী করে তাকেঁ নিরাপদ স্থানে নিয়ে যান। রিভার্স অর্ডার শেষ হলে তিনি কলেজে ফিরে আসেন। খালি একটা ছবি দিয়েতো আর ছবি ব্লগ হয় না। তাই আরও কিছু ছবি দেখুন। এর আগে রাজশাহী ক্যাডেট কলেজ নামে একটি ব্লগ লিখেছিলাম। এটি তার সংযুক্তি বা পরিশিষ্ট ।

 

 

২,৩৭৬ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “রাজশাহী ক্যাডেট কলেজ (পরিশিষ্ট)”

  1. সামিউল(২০০৪-১০)

    অনেকগুলা ছবি। দেখে ভাল লাগলো। আমিও মাঝে মাঝে ভাবি একটা ছবি ব্লগ লিখবো। কিন্তু সেই রকম ছবিই গুছিয়ে নিতে পারতেছি না।
    🙁


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ভাইয়া ফেবুতে ছবিগুলা নিয়া একটা এলবাম বানিয়ে এইখানে লিঙ্কটা শেয়ার কইরেন।
    এখানে বেশি বড় আসছে না ছবিগুলো। 🙂


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. শাফি (০৬-১২)

    ভাই যারা প্রথমে এসেছিলেন তাদের কেও কিন্তু আমরা বসিয়ে দিয়েছিলাম। যদিও রি-ইউনিয়নে আমাদের টার্গেট ছিল ১৭তম ব্যাচ কিন্তু সিনিয়রমোস্ট ব্যাচ হওয়ায় আমাদের অর্ধেকের বেশী পোলাপান গ্রাউন্ড পার হয়ে যেতে পারে নাই। যেতে পারলে এক্কেবারে :duel: :chup: :chup: :gulli2: :gulli2: :goragori: :goragori:


    তোমাকে সালাম ^:)^

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।