স্নানপর্ব-৪

সে পৌঁছুতেই
শেওলাধরা ভগ্নদশার
প্রাচীন পুকুরঘাটের
মনে পড়ে
কবেকার যুবাদিনের
স্নান-ভীড়, ভিজেশাড়ি
ছলকে ওঠা কলস
প্রাত্যহিক আদিরস
তপ্ত টিটকারি….

হাদন্ত ইটেদের
থরোথরো কাঁপতে দেখে
দ-এর তলায় দ বসিয়ে
রোদ্দুর
তেরচা হয়ে
নেমেছে
নড়বড়ে
ধাপগুলোতে।

স্নানের আয়োজন
হয়ে গেলে
বৃদ্ধ প্রেমিক বলেছে
ভয়ে ভয়ে,
‘এখুনি উঠোনা সোনা
তুমি স্নানে গেলে
কোন ধাপ তো সংগে যাবেনা!
পিছু নেবে কেবল রোদটুকু’।

৩,৪২৩ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “স্নানপর্ব-৪”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।