সে পৌঁছুতেই
শেওলাধরা ভগ্নদশার
প্রাচীন পুকুরঘাটের
মনে পড়ে
কবেকার যুবাদিনের
স্নান-ভীড়, ভিজেশাড়ি
ছলকে ওঠা কলস
প্রাত্যহিক আদিরস
তপ্ত টিটকারি….
হাদন্ত ইটেদের
থরোথরো কাঁপতে দেখে
দ-এর তলায় দ বসিয়ে
রোদ্দুর
তেরচা হয়ে
নেমেছে
নড়বড়ে
ধাপগুলোতে।
স্নানের আয়োজন
হয়ে গেলে
বৃদ্ধ প্রেমিক বলেছে
ভয়ে ভয়ে,
‘এখুনি উঠোনা সোনা
তুমি স্নানে গেলে
কোন ধাপ তো সংগে যাবেনা!
পিছু নেবে কেবল রোদটুকু’।
B-)
পড়ালিখা নাই? x-(
:just: B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দারুণ নুপূরদা ।
একেবারে 'ঘাটের কথা'। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নূপুর ভাই, আপনি বস্ মানুষ না :hatsoff: :hatsoff: :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইলে কি ভাইয়ারে বৃক্ষ কইবার চান? 😛
ক্যাডা....দিহান ভাবী নাকি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( 😡
হ। পুকুরপাড়ের বৃক্ষ।
হা হা..
অসাধারন ভাইয়া। :boss: :boss:
পুরা উড়াধুরা :boss:
অসাধারণ! :thumbup:
নূপুর ভাই দেশে আসলে উনার পদধূলি নিতে হবে। অবশ্য দিল্লীতে গিয়েও উনার পদধূলি নিতে পারি। B-)
😮 পদধূলি কেন ভাই?
বলো কোলাকুলি...
ইস আবারো কারও সাথে প্রেম করতে ইচ্ছে করছে 🙁
মধ্য বয়সের তুমুল প্রেম 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবার?
না বারবার?
সুন্দর
আকর্ষণীয় চিত্রকল্প
কি চমৎকার দেখা গেল............!!!!!
অসাধারণ 😮 😮 :thumbup: :thumbup:
তুমি তো দারুণ প্রেমিক হে! :thumbup:
নূপুর তোমার স্নানপর্ব ফয়েজের মতো ভালো ছেলেটাকেও নষ্ট করে দিচ্ছে!! ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কন কি বস?
তাইলে তো বন্ধ করতে হয় স্নানপর্ব!
কি বলেন?
আমি খারাপ হয়ে গেলে তখন বন্ধ কইরো ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাষা হারিয়ে ফেলা মনে হয় খুব একটা ভালো ব্যাপার নয়। কিন্তু আপনার কবিতা পড়ে প্রায়শই ভাষা হারিয়ে ফেলি। :clap: :clap: :clap:
নূপুর ভাই, আপনাদের কবিতা পড়ে পড়ে কবিতার পাংখা হয়ে যাচ্ছি। অসাধারণ...। :boss: :boss:
এত সুন্দর! এত অসাধারণ! প্রিয়তে যোগ করলাম।
অসাধারণ। মুগ্ধতা প্রকাশের ভাষা নেই।
লেখাটি ভালো লাগলো দেখে আনন্দ হচ্ছে..
তাই কয়েকটা :frontroll: দিয়া লই.. 😀
৫......দারুণ ভাইয়া