আমাদের আরো দু’জন…..

আজ আমাদের একজন সিনিয়র অফিসার, যশোর এর ৫৫ পদাতিক ডিভিশনের জি ও সি মেজর জেনারেল মো: রফিকুল ইসলাম ও লে: কর্ণেল মো: শহীদুল ইসলাম, আর্টিলারী এক মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

শহীদ ভাই ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৫ ইনটেকের একজন ক্যাডেট ছিলেন।

আল্লাহ এই দুজন শহীদকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

২,৫৩৫ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “আমাদের আরো দু’জন…..”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সকালে খবরটি শোনার পর যশোরে ফোন করে আহসানের সঙ্গে কথা হয়। ও জানালো শহীদ ঝিনাইদহের। পুরনো ক্ষতের ঘা না শুকাতেই আবার আঘাত। মনটা ভীষণ খারাপ হয়ে গেল।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. রেশাদ (৮৯-৯৫)

    ৪ দিন আগে একজন captain মারা গেলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট এ
    ২ দিন আগে একজন captain মারা গেলেন রাজমনি হোটেল এ
    আজকে মারা গেলেন ২ জন
    আল্লাহ তাঁদের বেহেশতবাসী করুক।

    কিন্তু আমার ভালো লাগছেনা... never in my life i believed in co-incident

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।