জিয়া চলে গেল…..

মেজর কে এম জিয়াউল হক, ইনফ্যাণ্ট্রি, ২৬ বিএমএ লং কোর্স, ক্যাডেট নম্বর ১১১০, খায়বার হাউস, ঝিনাইদহ ক্যাডেট কলেজ আজ এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন….

সবচেয়ে সামনে খায়বার(নীল) ক্রসবেল্টে বসা জিয়া


ক্লাস ইলেভেন এ তোলা – পেছনের সারির বাম দিক থেকে চার নম্বরে দাঁড়ানো জিয়া

সদালাপী, হাসিখুশী, স্পোর্টসম্যান আমার এই ক্লাসমেটটা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। গোমা থেকে ছেড়ে আসা ইউ এন এর এই ফ্লাইটটি কঙ্গোর কিনশাসা ইউ এন টার্মিনালে ভারী বৃষ্টির জন্য ল্যান্ড করতে যাবার সময়ে বিধ্বস্ত হয়। এ পর্যন্ত পাওয়া খবরে ফ্লাইটের মোট ০২ জন বাংলাদেশি সহ ২৭ জন যাত্রীর সকলেই নিহত হয়েছেন। জানামতে জিয়াকে রেসকিউ করে হাসপাতালে নেয়ার পরে ও শেষ নিশ্বাস ত্যাগ করে।

আল্লাহ জিয়াকে বেহেশত নসীব করুন। জিয়ার পরিবারকে এই প্রচণ্ড শোক সইবার শক্তি দিন।

৩৮ টি মন্তব্য : “জিয়া চলে গেল…..”

  1. তাইফুর (৯২-৯৮)

    হায়রে ইউএন মিশন ...
    ............
    আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন। স্যারের পরিবারকে এই প্রচণ্ড শোক সইবার শক্তি দিন।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • সামীউর (৯৭-০৩)

      তাইফুর ভাই, মাঝে মাঝে আমার মনে হয় এইভাবে ভাড়াতে সৈনিকদের মত অন্যদেশের শান্তি রক্ষার নামে পূঁজিপাহারা দেওয়ার জন্য এই ভাবে সেনাবাহিনীকে ব্যবহার করাটা কতটা যুক্তিসঙ্গত। আমার এক বন্ধু তানভীর (সকক ৯৭-০৩) আছে আইভরি কোস্টে, কোনদিন যে তাকে নিয়ে এমন একটা খবর পাবো না সেই আশংকাও উড়িয়ে দিতে পারছি না।

      জবাব দিন
  2. জিয়া আমাকে সবসময় চিত্কার করে ডাকত ....আর খখনই ও ডাকবেনা ভাবটাই পারছিনা ...১৪....৪৪...৩২...৩৮...মনে পরে অর দেস্পাত্চ থ্রো ....সবই এখন স্মৃতি ....আল্লাহ ওকে বেহেস্তে নসীব করুক..চলে যেতেই হবে...সবাইকে..কখনো একদিন

    জবাব দিন
  3. ইশতিয়াক (১৯৯৮-২০০৪)

    ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন।

    স্যারকে আমারা ইলেভেন-টুয়েলভে দেড় বছর এর মত এ্যাডজুটেন্ট হিসেবে পেয়েছিলাম।
    কলেজ থেকে বের হবার পর, বিদেশে এসেও উনার সাথে কথা হত। খুবই ভাল এই মানুষটাকে আমাদের ব্যাচ এর সবাই খুব পছন্দ করতাম, এখনও করি। ঝকক নিয়ে সব সময় গর্ব করতেন।

    আল্লাহ তুমি স্যারকে বেহেশত নসীব কর।

    জবাব দিন
  4. Jishan (06-10)

    ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন। স্যারকে আমি এ্যাডজুটেন্ট হিসেবে পেয়েছিলাম।

    " আমার দেখা স্রেষ্ট এ্যাডজুটেন্ট/.প্রশাসক " ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute::

    আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন।
    আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন।
    আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন।
    আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন।
    আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন।
    আল্লাহ জিয়া স্যারকে বেহেশত নসীব করুন।

    জবাব দিন
  5. সামীউর (৯৭-০৩)

    জিয়া স্যারের সঙ্গে দেখা ২০০৩ সালে, উনি সিলেট ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট আর আমরা ১২ ক্লাসে। সম্পর্কটা খুব সহজ হওয়ার কথা না , কিন্তু মেজর আজম পরবর্তী সময়ে আমরা বোধহয় খোদ শয়তানকে অ্যাডজুটেন্ট হিসেবে পেলে খুশি থাকতাম আর সেখানে জিয়া স্যার তো ফেরেশতা। আমাদের টেস্ট, এইচ এস সি পরীক্ষা থাকায় আসলে ১২ ক্লাসকে নিয়ে উনি খুব একটা ডিল করার সুযোগ বা সময় কোনটাই হয়তো পাননি। তবে সবচেয়ে মজার স্মৃতি ২০০৪ সালের রিইউনিয়নে। মিস মিমি নামের একজন গায়িকা (বেশ অখ্যাত, আসলে সব ধরণের গান গাওয়ার জন্য দ্বিতীয় দিন যার স্টেজশো ছিলো) বেশ জমিয়ে গান গাচ্ছিলেন। তো ১১ টার সময় উনি চলে যাবেন বা কিছু একটা, তখন জিয়া স্যার স্টেজে মিস মিমিকে অনুরোধ করেছিলেন আরো কিছুক্ষণ গান গাইতে। এই ঘটনাটা আজো মনে পড়ে। এরপর উনার সঙ্গে দেখা হয় স্পেকট্রা কনভেনশন সেন্টারে ওকাসের নৈশভোজে। আমার শারিরীক স্থুলতার জন্যই হোক , বা যে কারনেই হোক আমাকে ডেকে জিজ্ঞেস করলেন কি করছি কোথায় পড়ছি। আমিও সেদিনের সেই প্রসংগটার কথা তুলতে বলেছিলেন, (ইংরেজিতে) দেখো ছেলে, আমি ঢাকা ক্লাবে ইংরেজি নববর্ষের পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নেচেছি!!
    হাসিখুশি প্রাণোচ্ছল এই মানুষটাকে ভাঙ্গা বিমানের ভেতর থেকে বের করে আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো, কিন্তু বাঁচানো গেলো না। অ্যাডজুটেন্ট হিসেবে আপনাকে অনেক বার স্যালুট দিয়েছি, সেটা ছিলো নিয়ম, আজ অন্তর থেকেই ::salute::
    পরকাল বলে কোন জায়গা থাকলে সেখানে ভাল থাকবেন, হয়তো সেখানেই আবার দেখা হয়ে যাবে

    জবাব দিন
  6. তানভীর (98-04)

    ব্লগে ঢুকে এরকম খারাপ সংবাদ পাব ভাবতেই পারিনি। জিয়া ভাইয়ের কথা অনেক শুনেছি সিসিসি আর বন্ধুদের কাছে। আল্লাহ জিয়া ভাই কে ভাল রাখুন শান্তিতে রাখুন।

    জবাব দিন
  7. I mixed up with Maj Zia when both of us were adjutant of two cadet colleges.I had special interest abt him as he was my cadet collge's adjutant.he arranged my accommodation in re- union in the year 2004.most surprisingly he handed over the medal received out of friendly match to my son whom I took in the re-union,still I have that memoir of Zia.when I served SI&T,Sylhet Jalalabad Cantt I visited his house along with family.so, he was very close to my heart.
    Long live Zia and I will cherish all through his memory.
    I convey my heartiest sympathy to his wife and his daughter.
    May Almighty give His divine blessing to him .

    জবাব দিন
  8. স্যারের হাতে সবচে বেশী মার খেয়েছে আমাদের ব্যাচ, সবচে বেশি কাছে পেয়েছেও আমাদের ব্যাচ। গেমস টাইমে স্যার অনেক কাছের মানুষের মত আচরন করতেন।।আমার দেখা যোগ্যতম এডজুট্যান্ট...আল্লাহ তাকে বেহেশত নসীব করুন...

    জবাব দিন
  9. আমার এখনো মনে পরে আই এস এস বি'র দিন গুলো। আমি ছিলাম আর ছিলাম রাজশাহী ক্যাডেট কলেজ এর আর জিয়া ছিল ঝিনাইদাহ ক্যাডেট কলেজ এর। কি যে আনন্দের ছিল ঐ দিন গুলা ...... খুব মনে পরে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।