সি সি বি এর জুনিয়র ভাইদের বলছি। তোমরা যারা ছাত্র স্পেশালি তাদের জন্য। তোমাদের লেখার যা শক্তি তাকে কিছুটা কাজে লাগাও। ‘আমার ব্লগ’ ব্লগে কয়েকদিন আগে একটা লেখা পড়লাম। শিরোনাম “ইন্টারনেটে ফ্রীল্যান্স লেখালেখি এবং উপার্জন”। লেখাটা ভাল লেগেছে, সময় থাকলে try করতাম। Recommended সাইটগুলোতে গিয়েছিলাম। আমার কেন যেন মনে হয়, তোমরা এই লেখালেখির মাধ্যমে অন্ততঃ তোমাদের ছাত্র জীবনের খরচাপাতিটা চালিয়ে নিতে পারবে। বিশেষ করে যারা computer প্রোগ্রামিং এ আছ, তাদের জন্য দেখলাম অনেক কাজ। ফ্রীল্যানস লেখারও ভাল সুযোগ রয়েছে বলে মনে হল। দেখতো চেষ্টা করে।
১৯ টি মন্তব্য : “জুনিয়র ভাইদের বলছি…..”
মন্তব্য করুন
দরকারী পোস্ট 😀
কামরুল কি নাটক বানানো বন কইরা ডলার কামানোর ধান্ধায় নামার পিলান করতাছো নিকি?? 😉 😉 😉
অফটপিক : ব্লগে লেখালিখি কইরা ডলার কামানোর কুনু ধান্ধা নাই??? B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই কথাবন্ধু হইয়া ইনকামের উপায় খুজেন 😉 আপ্নে নাকি এফএম মহলে হার্টথ্রব 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
সিনিয়র সেকশনে নাকি জুনিয়র সেকশনে? :-B :-B :-B
ডরাইছি। কান্দমু না হাসমু? :(( :)) কি জিনিস এইডা? খায় না পিন্দে??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সিরিয়াস পোষ্টে আইসা হুদাই হাসি কান্না করার জন্য লাবলু ভাইয়ের ... চাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
সানা ভাই,
বস আর কত কামাইবেন ??
প্রতিদিন সকালে দাড়ী কামান
প্রতি মাসে টাকা কামান
সুনাম, সম্মান তো কামাইছেনই
এখন দেখি ব্লগ লেইখা ডলারও কামাইতে চান ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লিস্টিটা তো ভালোই দিছ। আরো বহুত কিছুই কামাই। জুনিয়রদের সামনে বলা ঠিক না। তবে ডলারের গন্ধই আলাদা!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দরকারী পোষ্ট ইউসুফ ভাই :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
দরকারি পোষ্ট ... সহমত।
ভাল লাগল যে ইউসুফ ভাইয়ের মত বড় ভাইয়েরা ছোট ভাইদের নিয়ে ভাবেন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইউসুফ ভাই pay-pal এর ব্যাপারটাই তো সমস্যা। ...এটা কীভাবে solve করা যায় বলা যায় কী 🙂
যেখানে pay-pal support করে সেরকম একটা দেশে আত্মিয় থাকলে তার একটা একাউন্ট এর সাথে জুড়ে দেয়া যায়। এ ক্ষেত্রে সেই আত্মিয় হতে হবে বিশ্বস্ত।
আমি তোর বিশ্বস্ত আত্মিয় হমু, খালি কিছু কমিশন দিস
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ভাই আপনি কোন দেশে থাকেন???
প্রতিবার আপনারে ১/২ $ দিব 🙂
রাজ়ী আছেন??? 😕
রকিব ভাই এইটা তো সমস্যা হইয়া গেলো 😀 :))
outsourcing নিয়া আগে একবার মাথা খারাপ করসিলাম। তবে ঠিক করসি বাইর হওনের পর যুত মত কিছু করতে না পারলে আউটসোর্সিং শুরু করবো 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
টাকা পয়সার বহুত টানাটানি। এই সব আউটসোর্সিং আমার দ্বারা হবে না। বস কিছু টাকা দেন। সারাজীবন ঋণী থাকবো। 😛
কাউকে সারাজীবন ঋনী করার মত টাকা যদি থাকত!
তাহলে তো আরও ভালো। ফেরতও দিতে হবে না, আবার ঋণীও থাকতে হবে না। :tuski: :tuski: :awesome: :awesome: