আমার দৃঢ় বিশ্বাস ক্যাডেট কলেজ ব্লগ একটা দারুণ ক্রিয়েটিভ, সহায়ক, তথ্যবহুল প্লাটফর্ম হতে পারে। অবাক হয়ে লক্ষ্য করলাম, এই ব্লগে সদস্য সংখ্যা মাত্র ৪০০ এর কিছু উপরে। অসাধারণ ডিজাইনের এই ব্লগটাকে প্রমোট করার জন্য আমরা কতটুকু করছি/করেছি? কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ও অনুরোধ করি যেন এই ব্লগটাকে আরও জনপ্রিয় করার ব্যবস্থা করা হয়।
৭২ টি মন্তব্য : “ক্যাডেট কলেজ ব্লগকে আরও জনপ্রিয় করা প্রয়োজন”
মন্তব্য করুন
1st.
সহমত! :thumbup:
ইউসুফ ভাই,
সিসিবি তে স্বাগতম... :salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ধন্যবাদ।
হমম, আরও ক্যাডেটপ্রিয় করা উচিত...আসুন আমরা আমাদের আশেপাশের সকল ক্যাডেটকে দাওয়াত দেই (আমি নিশ্চিত এখানে যারা আছে তারা প্রায় সবাই অনেক আগে থেকেই করছে)।
ইউসুফ ভাই, স্বাগতম।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থুককু। আমি আসলে ক্যাডেটপ্রিয় কথাটাই বলতে চাচ্ছিলাম।
ভাই আমি প্রযুক্তির লোক হলেও প্রযুক্তিটাই সবচেয়ে কম বুঝি। তাই আর বিশেষ কিছু বললাম না।
শুক্রবার জেক্সকা পিকনিকে আমাকে এনাউন্সমেন্টে রাখা হয়েছে।প্রতি ৫ মিনিট পর এই ব্লগ প্রমোট করব 😀
গুড আইডিয়া! মনে থাকে যেন।
বাই দা ওয়ে,এইবার জেক্সকা পিকনিকের ভেনু বোটানিকাল গার্ডেন 😀 😀
:just: পিকনিকেই লিমিটেড থাকিস।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কেন???
কেন মানে ?? পিকনিকে যাইয়া তুই বোটালিক্যালে আর কি করতে চাস?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙁 যারে নিয়া যাওয়ার ইচ্ছা ছিল তিনি শহরের বাইরে গিয়া বইসা আছেন,৩১ তারিখ আসবেন। 🙁 ইচ্ছা থাকলেও অন্য কিছুর উপায় নাইরে পাগল(নিজেরেই কইলাম) 🙁
স্বাগতম জানাইতে ভুইলা গেছিলাম।
সরি ভাই।
সুস্বাগতম।
ধন্যাবাদ তোমাকে । আসলে এই ব্লগের পেছনে যারা আছে, তাদের জন্য আমার ৬ বছরের improved dinner এর সুইট উৎসর্গ করলাম।
ভাইয়া মনে হয় ওরা পুডিং বেশি পছন্দ করে।
জনপ্রিয়তার কথা যদি বলো, তাহলে ইউসুফ- সিসিবি এখই বেশ আছে। জনসংখ্যা বাড়ালে জনপ্রিয় হয়না। এখানে লেগে থাকো কিছুদিন টের পাবে হাড়েহাড়ে। 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই, হাড়ে-হাড়ে টের পাবার আগে যদি একটু আইডিয়া দিতেন ... তাহলে একটু ভাল হত। হাড় গুলো বাঁচত।
পোস্টগুলা পিড়তে থাক। বাকিরা এইকাজই করেছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যাউক তাও ভাল 😛 😛 😛
এবার সানা ভাই আমাগো নাম নিয়া কুনু সাজেসন দেয় নাই... 😀 😀 😀
আর নাইলে আবার শওকত ভাইয়ের পোস্টের মত আরেকটা গিয়াঞ্জাম লাগত ... :awesome: :awesome: :awesome:
ইউসুফ ভাই কোন হাউসে ছিলেন বস?
দা বেস্ট হাউস এভার - খায়বার।
ইডা আবার হাউস নাকি?হাউস তো একটাই-লাল হুনাইন হাউস B-)
অফ টপিক-কলেজ ছাড়ার আগেও এই ডায়ালগ দিছিলাম।রিইউনিয়নে গিয়া দেখি আমার প্রেস্টিজের মুখে চুনকালি মাখাইয়া বিপুল ব্যবধানে হাউস থার্ড হইছে :((
বুলু বুলু আপ আপ... :thumbup: :thumbup: :thumbup:
ইউসুফ ভাই, ব্লগে সুস্বাগতম... 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup:
কি???? 😮
তিনশ পোলাপাইন এখন এক হাউসেই থাকে নাকি??? :-/
আহারে!!! 🙁
মনটাই খারাপ হয়ে গেল... :no:
আমাদের সময় কত ভাল ছিল... 🙂
যতই খারাপ হোক না কেন- বদর ও হুনাইন নামে আরও দুইটা হাউস ছিল... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
হাউস তো একটাই-লাল হুনাইন হাউস
বদর ও হুনাইন নামে আরও দুইটা হাউস ছিল
খুব খিয়াল কইরা জুনায়েদ ভাই...খুব খিয়াল কইরা... :-B :-B
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
😛 😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শরমাইয়েন না ভাইজান, আমরা দেখি নাই 😉 😉
:)) :))
:awesome: :awesome: :awesome:
সারাদিন বুলু ফিল্ম নিয়া থাকলে আপ তো হইবই 😛
অফ টপিক-এই মন্তব্য সর্বজনীন,কোন বিশেষ ব্যক্তিবর্গ(জুনা ভাই)কে উদ্দেশ্য করে নয়
ইউসুফ ভাই, প্রথমে ধারা বজায় রেখে সিসিবির জুনিয়র মেম্বারদের পক্ষ থেকে আপনাকে :salute:
বস্, সিসিবিতে সুস্বাগতম, আপনারা সহ আমরা সবাই যদি এরকম ভাবে সিসিবির প্রতি ভালোবাসা অব্যাহত রাখি তাহলে নিশ্চয়ই সিসিবি দিনকে দিন আরো জনপ্রিয় হয়ে ঊঠবে।
নিয়মিত আপনার লেখা দেখার প্রত্যাশায় আবারো আপনাকে বস্ :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্লগে স্বাগতম ইউসুফ ভাই। সিসিবি-র ক্যাডেটপ্রিয়তা এখনও খুব একটা খারাপ নেই। তবে হ্যাঁ, আরও প্রচার করতে হবে। প্রচারেই প্রসার।
আইহায়...আমি তো ঝানতাম..পোছারেঈ পোশার.. :(( :((
😕 😕
স্বাগতম ভাই... :hug: :hug: :hug: :hug: :hug: :hug:
লেক্তে থাকেন আর আমরা পিড়তে থাকি... 😀 😀 😀 😀
ইউসুফ ভাই, ব্লগে সুস্বাগতম!! সিসিবি-কে নিয়ে আমি এখন ক্যাডেট পেলেই কথা বলি। আমার মনে হয় সকল অনলাইন ইউজার ক্যাডেটদেরকে সিসিবি'র ব্যাপারে উৎসাহ দেয়া উচিত!
:thumbup: :thumbup:
চালিয়ে যাও ভাই । আমিও সুযোগ পেলেই বলব এই অসাধারণ জায়গাটার কথা। আমি এখানে ছেলেপিলের লিখার ধার দেখে টাসকি খেয়ে গেছি।
বহুত টাসকি খাইসেন..এইবার আপনার লিখা দিয়ে আমাদের টুশকি খাওয়ান... 😀
উই আর ওয়েটিং.... 😐 😐 😐
ইউসুফ ভাইয়ের আগতম
শুভেচ্ছা, স্বাগমন ...
আমার জানামতে বহুত পোলাপাইন (অবশ্যই ক্যাডেট) আছে যারা সদস্য না, কিন্তু নিয়মিত ব্লগ পড়ে ...
আবার ক্যাডেট না হওয়া সত্বেও এই ব্লগে 'ক্যাডেট বন্ধু' হিসেবে লিখার স্বপ্ন দেখা লোকও আছে ...
আপাতত আমরা অতিথী পাখিদের ঘর চেনানোর চেষ্টা করে দেখতে পারি।
সিসিবি ... ক্যাডেটজনপ্রিয় ছিল, আছে, থাকবে ...
পরিশেষে এডুদের মত ভাব নিয়ে বলি ... শুভ লেখালেখি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ব্লগের একজন জুনিয়র সদস্য হয়েও এডুদের মত ভাব নেওয়ায় তাইফুর ভাই আপনার কি চাচ্ছি বুঝতেই পারছেন.... 😀
চাইতে থাক, চাইতে থাক।
আমিও বহুৎ চাইছি ... কেউ দায় না। এডুও না মডুও না।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আসেন,এডুরে ডর দেখাই...না দিয়া যাইব কই?
ভাইয়া
আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনার নিজেরো যদি স্পেসিফিক কোন সাজেশন থাকে , তাহলে আমাদেরকে শেয়ার করেন, খুব খুশি হবো। 😀
ব্লগে স্বাগতম। 😀
এই রকিব ইউসুফ ভাই আর আমার জন্যে আলগা পাতি দিয়া দুইটা চা লাগা। 😀
কামরুল ভাই,আপনারে আলগা পাত্তি তো দুরের কথা...গ্রম পানিও দিতোনা.. 😐
কি বলে হট হট সব মাইয়া লইয়া বাকিবুকি খাইয়া চইলা যান... ~x(
আমারে ফ্রি খাওয়ায়..আমিই কইতাসি.. 😀
রকিব..আমার আর ইউসুফ ভাইর জন্য স্পেশাল পাত্তি দিয়া দুইকাপ আর কাম্রুল ভাইর জন্য রংচা এক্কাপ..৩ কাপ্চা তার্তারি নিয়া আয়... :grr:
ওই পিচ্চিডা ্কই গেল??
পিচ্চির খবর পরে ল আগে টেবিল মুছ.. 😀
আর ফ্যান্ডা খুইলা দে ...
ওই ঃলা, নাটবল্টু খুইলা ফ্যান নামাইতে কে কইল ??
ফ্যান ছাইরা দে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস...ভাল ছেল..তয় অবকাশও ছেল.. 😀 😀
তাইফুর ভাই বন্যরে কি ্কইলেন এইডা, আমি আবার ফ রে প দেখি ;))
দেখস তো কি হইছে..শুনস তো না,নাকি? x-( x-( x-( x-(
:grr: :grr: :grr: :grr: যা ঘুমাইতে যা যাওয়ার সময় :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আমি আয়া পরছি গুরু, ইউসুফ ভাই ব্লগে সুস্বাগতম 😀 😀
লন আপনার চা দুধ কম, চিনি বেশি 😀 😀
অফটপিকঃ কামরুল ভাই, গত সপ্তাহের বিলটা যে এখনো বাকী 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিনিয়ররে বিলের কথা মনে করায় এত্ত বড় সাহস!যা লং আপ হয়া থাক x-(
মাসরুফ ভাই, :(( :(( গত ৩ঘন্টা যাবৎ লং আপ হয়ে আছি, এইবারের মতো এক্সকিউজ করে দেন।
কসম করে বলতেছি, পরেরবার আপনি আর আপনার :just: ফ্রেন্ড আসলে ফ্রিতে চা, টুষ্ট-বিস্কুট আর ফান্টা খাওয়াবো। 😀 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আইচ্ছা যা উইঠা পড়।আমার যাস্ট ফ্রেন্ডের ছুড ভইনের লগে আলাপ করায় দিমুনে যাহ। 😀
ভাই x-(
এইরম তো কথা ছিল না 😡
আপনে সবাইরে এই মসল্লা দেন , তাই না ???
:bash: কি সাধুই না ভাবছিলাম :bash:
🙂 স্বাগতম ভাই
লেখালেখি চালায় যান নিয়মিত
অফটপিকঃ সিসিবিতে লগিন করলেই আমার পিসি হ্যাং খায়, ব্যাপার কি বুঝতেসি না 🙁
হতে পারে আন্দালিব আর মাহফুজ ঘন ঘন 'ঘণ' কবিতা দিচ্ছে বলে ... :dreamy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি যে কোন ক্যাডেটের সাথে কথা বললে অবশ্যই সিসিবির কথা বলি। আর তার পিসি পর্যন্ত যদি যাওয়া সম্ভব হয় তাহলে আমি নিজে গিয়ে ওখানে অভ্র ইনস্টল করে দেই, বাংলা লেখালেখির নিয়ম-কানুন শিখিয়ে দেই।
ইউসুফ ভাই, আমাদের সবার ঘরে স্বাগতম। আর সিসিবির জুনিয়র সদস্যদের পক্ষ থেকে :salute:
চল চল চল
তানভীর ভাই বস!
খুব চাপাবাজি করলি ... এরম একজন সদস্য দেখা তো দেখি :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup: :thumbup: :thumbup:
তানভীর ভাইর জন্য চাইলাম... 😉
আমার মনে হয়, প্রিয় পোস্টগুলা আমরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতে পারি...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ব্লগে স্বাগতম ভাইয়া। জ্যামিতিক হারে না বাড়ুক গানিতিক হারে তো বাড়ছে..........
সবাই সবাইকে জানাই .......
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
একটা ফেসবুক এপ্লিকেশন বানানো যায়, তখন ফেসবুক থেকেই ব্লগ পড়া যাবে।
ইউসুফ ভাইকে স্বাগতম। শুভ ব্লগিং।
সিসিবিকে জনপ্রিয় করার সিস্টেম যেটা চলছে সেটা আসলে ভূত থেকে ভূতো পদ্ধতি। এক ক্যাডেট আরেক ক্যাডেট কে জানায়। এইভাবেই আমরা কচ্ছপের মত হলেও নিয়মিত এগিয়ে চলছি। আর এই নিয়মিত হওয়ার কারণেই মাত্র এক বছরে এটি এখন পূর্ণাঙ্গ একটি ব্লগসাইট।
আপনাদের মত বড় ভাইয়ারা এসে নিয়মিত লিখলে আমাদের লেখায় পিঠ চাপড়ালে (আমার লেখায় একটু বেশি করে) আমরা সবাই অনেক উৎসাহ পাব।
কামরুল উলটা ঘুর।
ইয়ে মানে পিঠ চাপড়াবো 😉 😉