ভাইরাস

একখানা ভাইরাস নিলাম,
জেনে শুনে বুঝে,
শরীরে শিরায় শিরায়,
পাঠিয়ে দিলাম।
কি করবিই বা আর?
জানি তো।
তোর যা আছে,
তা দিয়েই বাধঁবি
আপন ঘর
একটু না হয় এই আমাকেই
করবি খরচ, ভাঙ্গবি মাঝ থেকে।
এরপর একসময়
বিদায় নিবি, দুঃখের সাগরে ভাসিয়ে
ধরবি অন্য কাউকে।
তার আগে কটা দিন-
সুখ-জ্বালাই পেলাম না হয়
তোর কাছে থেকে।
তাই আপন করেই নিলাম
তোকে শিরায় শিরায়
পাঠিয়ে দিলাম।

৫৯৮ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ভাইরাস”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।