অস্থিরতা

ভালোবাসা-
অস্থির ভাবনার কী স্বস্তিময় এক ঠিকানা!
অনুভূতি, অনুরণন,অনোনুমেয় প্রকম্পন,
অবাধ্য আচরন- কতই না অসাধারন ক্ষন
ক্ষনস্থায়ী, আটপ্রৌড়ে, আর দশটা দিনের মত নয়।
তামাশা দর্শনের উদ্দেশ্যহীন দিনের শেষে,
অমূল্য হৃদয় বিকোনোয় লোকসানের ভয় আর
মোহকে ছিন্ন করা স্থির সেই দৃষ্টি,
কেমনে ভুলিব আমি,
আকাংক্ষাহীন, নিশ্চুপ বাক্যপূর্ণ, গভীর সাগর।
কতই না নিরাপদ, বিশ্বস্ত, অটল পর্বত।
তবু অস্বস্তি মনে,
স্বস্তির পানে যেতে কতই না দ্বিধা।

৯৬৫ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “অস্থিরতা”

    • আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)
      কঠিন ব্যাপার ভাই। এখনো অনেক কিছুই বুঝে উঠতে পারি নাই আপনার মত।

      @ রেজা, মজার ব্যাপার কি জানো????

      কবিতাটা যখন লিখি তখন একটানে লিখে ফেলেছি। ভেবেছিলাম পরে আরো একটু লিখে পোস্ট করবো। কিন্তু এর পর আর কিছু লিখতেই পারলাম না। থিমটা মনে আছে তবে রিদম মিস করায় আর কিছুই লিখতে পারি নাই। আর পোস্ট করে পড়ে দেখি অর্থ বুঝতে কষ্ট হচ্ছে। 😀

      জবাব দিন

মওন্তব্য করুন : রেজা শাওন (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।