আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা

বিশ্বকাপ ক্রিকেট জ্বরে যখন সারা দেশ কাঁপছে, তখন অন্যান্য খেলার খোঁজ খবর রাখাটা নিতান্তই বাহুল্য। তারপরও কোনো আন্তঃক্যাডেট কলেজ প্রতিযোগিতা চলবে আর ক্যাডেটদের মাঝে এর কোনো অনুরণন ছড়াবে না, এ তো হতে পারে না। সিসিবির সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, পাবনা ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে শুভসুচনা করেছে রাজশাহী ও স্বাগতিক পাবনা ক্যাডেট কলেজ। উদ্বোধনী ম্যাচে পাবনা ২-১ গোলে ঝিনাইদহ ক্যাডেট কলেজকে পরাজিত করে। দ্বিতীয় দিন রাজশাহী ক্যাডেট কলেজ ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিব্ধস্ত করে রংপুর ক্যাডেট কলেজকে। বিজয়ী দলের কামরুজ্জামান একাই ৫টি গোল করার কীর্তি গড়েন। গতকাল ১৪ই মার্চ রাজশাহী ঝিনাইদহকে ২-১ গোলে পরাজিত করে। আজ রাজশাহী স্বাগতিক পাবনাকে ৩-০ গোলে পরাজিত করেছে। শাহী ক্যাডেটরা নেপোলিয়ান বোনাপার্টের বিখ্যাত উক্তি “পরাজয় বিজয় থেকে এক কদম দূরে” মনে রেখেই এগিয়ে চলেছে দুর্বার গতিতে।

বাবা রাজশাহীর এক্স আর ব্যাটা রংপুরের প্রেজেন্ট ক্যাডেট। প্যারেন্টস ডেতে বাপ-ব্যাটায় দেখা হয় আর চলে কোন কলেজ বেস্ট তা প্রমানের লড়াই। ব্যাটা তার কলেজের সাফল্য প্রমান করে বিভিন্ন ট্রফি দেখিয়ে। বাপ তো আর প্যারেন্টস ডেতে এসব নিয়ে যান না। তো এই ICCFM-এর রাজশাহী বনাম রংপুরের ম্যাচের আগে ব্যাটা তার মাকে ফোন করে বল্লো তোমার স্বামীর দম্ভকে চুর্ণ করতে যাচ্ছি আজ, দোয়া করো মা। ম্যাচ শেষে আবার ব্যাটার ফোন। “কার জন্য দোয়া করেছ মা??? নিশ্চয়ই তোমার স্বামীর জন্য???” মায়ের উত্তর দুজনের জন্যই। ব্যাটার জিজ্ঞাসা তাহলে এত বড় ব্যবধানের পরাজয় কেন??

উত্তর কি হতে পারে? ওল্ড ইজ গোল্ড??? না। আমার মনে হয় এমনটি নয়। বরংচ এর উত্তর এবারের বিশ্বকাপ ক্রিকেট। যে দলই প্রতিপক্ষকে নগণ্য মনে করেছে তারাই ধরা খাচ্ছে। তাই ছোটকে কখনোই ছোট মনে করতে নেই, অনেকটা এই পোস্টের মত।

৫,১২০ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা”

  1. ফরিদ (৯৫-০১)

    শুধু র ক ক এর গুণগান করার তীব্র প্রতিবাদ জানাই। :chup:

    ওকাস এর (ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন অব সিলেট) ওএয়ব সাইট থেকে এইমাত্র জানলাম -
    ICCFM is on and as usual SCC is playing in zone B(FCC, MCC, SCC and CCC). The boys tried their best to prepare themselves for this meet. We lost to CCC by 3 goals yesterday and won over FCC by 4 goals today. ::salute:: ::salute::

    ** পিতা পুত্রের "গিয়াঞ্জাম" ভাল লাগলো। পুরাই ক্যাডেটিয় । :clap: :clap:

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    হায় iccfm... ২০০১ এর কাহিনি মনে পড়ে আবারো মনটা খারাপ হয়ে গেল 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

      আমারও তোমার কমেন্ট দেখে ভালো লাগলো। কিন্তু মডারেশনটা মোটেই ভালো লাগলো না। এই দুইটা লাইন কি এমন দোষ করছিল????? বাপ ব্যাটার গল্পের ঠিক আগে...

      "কিন্তু আমার এই পোস্টটি দুর্বার গতিতে এগোয়নি বলে আমি যারপরনাই দুঃখিত এবং লজ্জিত। এখানে কোনো পোস্ট প্রকাশ হওয়ার জন্য যে একটু Bulky হতে হয় সে সম্পর্কে খানি্কটা অজ্ঞ ছিলাম আর কি। তবে একটা গল্প বলতে পারি যা বাস্তব এবং প্রাসংগিকও বটে।"

      ভাইরে, মডারেশন যদি এইগুলাতেও চলে তাইলে তো লেখার স্বাভাবিক ছন্দের পতন হয়।

      জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    গতবার কইলাম আমরাই চ্যাম্পু ছিলাম!!!! 😀
    ফাইনাল পর্যন্ত স্কোর কার্ড ছিলঃ
    ‎৫-০, ৩-০, ২-০, ৫-০ ..... :gulli2: :gulli2:
    এইবার না হয় বাকীদের একটু সুযোগ দেয়া যাক 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

    গতকাল ১৬ই মার্চ রাজশাহী বরিশালকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট ম্যাচ মির্জাপুরের বিপক্ষে, সেমিফাইনাল। শাহী ক্যাডেটস, লেটস প্রে ফর আওয়ার বিলাভেড আলমাম্যাটার।

    জবাব দিন
  5. আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

    কংগ্রেচুলেশনস মকক, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোয়ালিফাই করার জন্য। তবে নিশ্চিত নই, ম্যাচটি হয় কিনা......। ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা...। শাহী ক্যাডেটস...। কিপ অন প্রেয়িং......।

    জবাব দিন

মওন্তব্য করুন : পিয়াল (০৩-০৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।