বলুন দেখি!

-চাচ্চু কেমন আছ?
–ভাল,মামনি!তুমি কেমন আছ?
-আমি ভাল আছি চাচ্চু,তুমি এখন কি কর?
-মামনি আমি তোমার সাথে কথা বলি,তুমি কি কর?
–চাচ্চু আমিও তোমার সাথে কথা বলি…

প্রিয় পাঠক,এই পিচ্চি মেয়ের কাছে খানিকটা “বোল্ড” হওয়া চাচাজানটি হচ্ছেন আমাদের কামরুল ভাই,সুব্রত ভাইয়ের সাথে যার মাফলার নিয়ে এই ব্লগে মামলা মোকদ্দমা হয়েছে।আর পরীর মত ফুটফুটে এই মেয়েটি,যার কারণে আমার চেয়ে মাত্র তিন বছরের বড় কামরুল ভাই আমার সাথে “বেটা আমি চাচা হয়া গেছি আর তুই আমার লগে বান্দরামি করস” টাইপ ভাব নিতে পারেন,কে বলুন তো?

থাক বাদ দিন, আরো জরুরী একটা প্রশ্ন করি-এই মেয়েটির বাবা কে বলুন তো, যার বদৌলতে আমাদের কামরুল ভাই এমন চাচাসুলভ ভাব নেয় আমার সাথে?

একটু হিন্টস দেইঃ পরীর মত মেয়েটির পিতা একজন প্রকৌশলী,তিনি এই ব্লগের একজন নিয়মিত লেখক ও পাঠক,কলিজায় চাক্কু মারা কমেন্টকারী যিনি সুযোগ পাইলেই আমাকে আমার “যাস্ট ফ্রেন্ড” নিয়া শৈল্পিক কায়দায় খোঁচা দেন(শৈল্পিক কায়দা এ কারণে যে উনি সরাসরি কিছু বলেন না-খালি ইঙ্গিত দেন।একবার আমি কি কারণে জানি লিখেছিলাম আমি ভীষণ ক্লান্ত-উনি সাথে সাথে বললেন-ক্লান্ত তো হবাই,বুঝি কি আর না?বুঝি তো…কত্ত কিছু মেইন্টেইন করতে হয় তোমাকে…গরররর…)

আরো হিন্টস দেইঃইনি অনেকটা শহুরে মেজাজের পল্লী কবির মত-ভাব দেখান আমি অনেক নেক বান্দা(আমরা জানি উনি আসলেই তাই)কিন্তু সুযোগ পেলেই আমাদের মত পিচ্চি পাচ্চাকে আলপিনের খোঁচা দিতে ছাড়েন না…আর ইয়ে মানে…উনার আলপিনের খোঁচা যে আমরা খুব বেজার হয়ে খাই তাও না।এছাড়া আরো আছে-ইনি কিন্তু বন্দর নগরী চট্টগ্রামের অধিবাসী(তাই বলে কেউ ইনাকে আমাদের চল্লিশোর্ধ যুবক কাইয়ুম ভাইয়ের সাথে গুলিয়ে ফেলবেন না কিন্তু…)

ধুর এখনো বুঝলেন না ইনি কে?আচ্ছা এবার সবচেয়ে সহজ টিপস টা দেই-আর মাত্র আধা ঘন্টা পর ইনার জন্মদিন।

শুভ জন্মদিন,ফয়েজ ভাই!!!

৬,৪৬০ বার দেখা হয়েছে

৯০ টি মন্তব্য : “বলুন দেখি!”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    সিসিবির যে মানুষটার সাথে আমার সারাদিন সবচেয়ে বেশি কথা হয় তিনি আমাদের ফয়েজ ভাই।
    মেসেঞ্জারে একটু পর পর আলাপ আর কোন কারনে অন লাইন হতে না পারলে সরাসরি ফোন দিয়ে জিজ্ঞেস করেন, 'অই কামরুল, কই গেলা? দেখি না যে?'
    মনেই হয় না এই মানুষটাকে আমি সামনা সামনি কখনো দেখিনি, বরং মনে হয় যেন কতদিনের আপন।

    গত দুই দিন ধরে একটু অসুস্থ শুনেছিলাম, বিকেলে ফোন করে জানলাম এখন মোটামোটি ভালো আছেন ভাইয়া।
    সব সময় ভালো থাকুন , এই কামনা করি।

    শুভ জন্মদিন ফয়েজ ভাই । কেক, কুক কুরিয়ার কইরা পাঠাইয়া দিয়েন। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মাহমুদ (১৯৯০-৯৬)

    হ্যাপ্পি বাড্ডে।

    :party: :awesome: :awesome: :guitar: :guitar: :tuski:

    ফয়েজ ভাই,

    কুন্ঠে বাহে......মোরা আইজ তুমাক ছাড়বের নয়। মিষ্টি খিলেন নাগিবো।

    (অংপুরের ছাওয়ালরে অংপুরের ভাষাত কবার চেষ্টা করলাম। কোথাও ভুল হলে সিসিআর কর্তৃপক্ষের দোষ, ওরা আমাদের লোকাল লোকজনের সাথে মিশতে দেয় নাই।)


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)
    কুন্ঠে বাহে……মোরা আইজ তুমাক ছাড়বের নয়। মিষ্টি খিলেন নাগিবো।

    আমিও এইডাই কইতে চাইসিলাম। কিন্তু অংপুরের ভাষা পারিনা যে।
    থ্যাঙ্কু মাহমুদ ভাই 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন ফয়েজ। :party: কেক পাঠাইলাম। খাইয়া-দাইয়া আমারে এক পিস পাঠাইও। :guitar: খবরদার মাস্ফ্যু যেন কেক কাটার খবর না পায়!! 😡

    happy_birthday_cake

    আজকের দিনটির সব শুভকামনা তোমার জন্য।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. সাজিদ (২০০২-২০০৮)

    ফয়েজ ভাই আর শওকত ভাবিকে (শওকত ভাইএর একটা পোস্ট থেকে জানলাম আজকে ওনারো জন্মদিন, জানিনা উনি পড়বেন কিনা, শওকত ভাই পড়লে প্লীজ জানিএ দিয়েন) জন্মদিনের শুভেচ্ছা :party: :party: :party: :party:

    জবাব দিন
  6. রাশেদ (৯৯-০৫)

    আরে ফয়েজ ভাইয়ের জন্মদিন দেখি :party: :party:
    শুভ জন্মদিন ফয়েজ ভাই নেন একটা গান শুনেন :guitar:
    সিসিবিতে আপনার কথা শুনে আর আজকের মন্তব্য গুলা পরে আপ্নের দেখতে ইচ্ছা করতেছে বস 🙂 কিন্তু বলেন পাব আপ্নারে বস 😀 ঠিকানা দেন কেক কুক সবি খাইতে আসতাছি 😀


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  7. রহমান (৯২-৯৮)

    ফয়েজ ভাই,

    শুভ জন্মদিন :party: :party: :party:

    অনেক অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকুন, দীর্ঘায়ু লাভ করুন এবং সিসিবিকে অনেক সমৃদ্ধ করুন এই কামনা করি :boss: :boss: :boss:

    @ মাস্ফ্যু,

    ওয়েলজব ডান :thumbup: ফয়েজ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি তোমারই কারনে। ক্রেডিট গউস টু ইউ :hatsoff:

    জবাব দিন
  8. ফয়েজ (৮৭-৯৩)

    ওই ব্যাডা মাস্ফু, "রংপুর" ট্যাগ লাগা। রংপুরের পাব্লিক নিয়া পোস্ট আর ট্যাগে রংপুর নাই ক্যান? আর "গুনিজন" লাগা, আমারে গুনি মনে হয় না :grr:

    বিরাট হাউকাউ লাগায় দিলা দেখি, কোন দরকার ছিল 🙁

    আমি ভূল কইরা ফেলছি একটা, অল ক্রেডিট গোজ টু শওকত ভাইয়ের পোস্ট


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  9. সাইফ (৯৪-০০)

    ফয়েজ ভাই,বাংলা সিনেমা অনেক বেশি ভালা পাইতাম.........।।তাই সিনেমার গানে কইতেছি......।।
    জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার
    বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে পেয়ার
    হা হা হা.........যদিও বাচ্চাদের জন্য......
    শুভ জন্মদিন ফয়েজ ভাই
    মাস্ফু,তরে কিন্তু
    আলাদা কিসছু
    জানাইতে পারুম না জন্মদিনে.........।।তুই
    বাচ্চা মানুশ।উপরের লেখাগুলা তর লাইগ্যা অগ্রিম দিয়া দিলাম

    জবাব দিন
  10. সাব্বির (৯৫-০১)

    আমার এইখানে ১৮ তারিখ শুরু হইয়া গেলেও দেশে এখনও ১৭ তারিখ। সুতরং দেরী করলেও আমি কিন্তু লেট করি নাই :-B ।
    শুভজন্ম দিন ফয়েজ ভাই।
    :just: শুভজন্ম দিন!!!
    মাস্ফ্যু লেখা :just: ভাল হইছে তয় আরও :just: ভাল করার :just: অবকাশ ছিল।

    জবাব দিন
  11. আমিও ফয়েজ ভাইকে শুভ জন্মদিন জানাই। শুভ জন্মদিন ভাইয়া।
    তবে, আশা করবো, আর কোনদিন যেন আমাদের এইরকম হাস্যোজ্জ্বল পরিবেশে সামিয়া আপু (বয়সে ছোট হলেও মানসিক দৃঢ়তা দিয়ে ও আমার আপু হবার অধিকার পেয়ে গিয়েছে...) অনুপস্থিত না থাকে।
    সবার মন খারাপ করার জন্যে সরি...
    [সামিয়া আপুকে এই রকম পরিবেশে খুব মিস করি...]

    জবাব দিন
  12. সামি হক (৯০-৯৬)

    ফয়েজ ভাই আজকে অনেকদিন পরে সিসিবি তে এসে দেখলাম আপনার জন্মদিন চলে গেছে তিনদিন আগে আমি আপনাকে আজকেই নাহয় উইশ করি
    শুভ জন্মদিন
    শুভ জন্মদিন প্রিয় লেখক।
    সবসময়ে শুভ কামনা আপনার জন্য।

    আর দেরীতে উইশ করার জন্য আপনি বলার আগেই :frontroll: :frontroll: দিয়ে দিলাম।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।