(এ লেখাটি গত মাসে হয়ে যাওয়া আমাদের প্রিয় সিসিবির গেট টুগেদারে অংশ নিতে না পারা সবার জন্যে লিখেছিলাম,বাসা থেকে বের হবার মাত্র মিনিত ত্রিশেক আগে।সার্ভার কাজ না করায় হারিয়ে গিয়েছে তাই আমার আপলোড করে দিচ্ছি।আশা করি গেট টুগেদারে উপস্থিত কেউ আমাদের দুর্দান্ত আড্ডার কথা তাড়াতাড়ি লিখে ফেলবে)
আর মাত্র ৫৫ মিনিট পর আমাদের সমাবেশ শুরু হতে যাচ্ছে।গতকাল রাত থেকে সময় যেন পেরুতেই চাইছিলনা…খালি ভাবছিলাম কখন কালকের সময়ের ঘড়িতে বিকাল ৫ টা বাজবে…স্টার কাবাব মুখরিত হয়ে উঠবে আমাদের ছোট্ট কিন্তু একান্ত আপন সিসিবি ব্লগের সদস্যদের হাসিমুখর কলতানে।বিশেষ করে শেষ কয়েক ঘণ্টা যেন শেষই হতে চাইছিলনা।একবার ভাবলাম যাই ধানমন্ডী লেকের পাড় দিয়ে চিরাচরিত ক্যাডেট স্টাইলে ১ মাইল দৌড় আর ১০০ বুক ডন দিয়ে সময়টা পার করি…তারপর ঘামে ভেজা দেহ নিয়ে দৌড়াতে দৌড়াতে হাজির হই স্টার কাবাবে…ঠিক সদ্য গেমস পিরিয়ড শেষ করা ৫ বছর আগের সেই আমির মত করে…
কিন্তু নাহ।জিহাদ, তপু ভাই, আমাদের আলম আর কামরুল হাসান ভাইকে কল করে খোঁজ নেবার পর একটা কথা মনে পড়ে যাওয়ায় কিছুটা হরিষে বিষাদ দেখা দিল।এ মুহুর্তে খুব, খুব মনে পড়ছে তাদের কথা যাদের বুকভরা ভালোবাসা আমাদের এই গেট-টুগেদারকে অদৃশ্য বায়ুসমুদ্রের মত ঘিরে রাখবে কিন্তু বিভিন্ন কারণে নিজেরা অনুপস্থিত থাকতে বাধ্য হবেন।আমি নিঃসন্দেহে বলতে পারি,সুদূর সিলেটে বসে আহসান ভাইয়ের দর্শক শ্রোতারা যখন তাঁর অসাধারণ পারফরম্যান্সে হাততালি দিচ্ছে,গ্রীনরুমে বসে তাঁর মন তখন অল্প কিছুক্ষণের জন্যে হলেও ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডির স্টার কাবাবে-কল্পনা করে নিচ্ছে কখনও না দেখা কিন্তু অতি পরিচিত মুখগলো সামনা সামনি কেমন সেটাকে।আহসান ভাই,ভীষণভাবে মিস করছি আপনাকে ভাইয়া!
মনে পড়ছে ৭ বছর আগে পিসিসি তে প্রথম দেখা বর্তমান সিসিবি ব্লগে সবচেয়ে হিট “ব্রোকব্যাক মাউন্টেন” খ্যাত তৌফিক ভাইকে,ভয় হচ্ছে আসতে না পারার দুঃখে বেচারা না সত্যি সত্যি(বাকিটা বললে মার খাবার সম্ভাবনা আছে……তৌফিক ভাই,এটা লেখার জন্য আমাকে হুমকি দিলে আমি কিন্তু রাম আর শ্যাম ভাইকে বলে দিব…)
তারেক ভাই শকুন হয়ে সিসিবি আপডেটে লিখেছিলেন… “হে আল্লাহ, ২৮ তারিখ যেন সারা ঢাকায় বর্ষা (থুক্কু বৃষ্টি-জিহাদ মাইণ্ড করিস না আমি কোনো ইঙ্গিত দেই নাই) নামে আর কেউ যেন যাইতে না পারে…”
আজ সারাদিন আমরা গরু হয়ে দেখলাম যে মেঘলা মেঘলা ভাব থাকলেও বৃষ্টি নেই।তারেক ভাই, মিস করছি আপনাকেও!
বাহালুল ভাই, “ব্লাডি সিভিলিয়ান” কিংকং ভাই,অস্ট্রেলিয়া প্রবাসী আদনান ভাই কিংবা কুমিল্লার শাহেদ -এদের মত যারা প্রবাসের কঠোর জীবনের মাঝেও আমাদের এই ছোট্ট আড্ডাতে যোগ দিতে ব্যস্ত সময়ের কিছুটা প্রতিদিন বরাদ্দ রাখেন-এই ব্লগের একজন সামান্য সদস্য হিসেবে বলছি-আপনাদের ছাড়া আজকের সমাবেশ অপূর্ণ রয়ে যাবে।আগামীতে আপনাদের সবার উপস্থিতির প্রত্যাশায় আজ শেষ করছি-এক্ষুনি দৌড় দিতে হবে স্টার কাবাবে টেবিল বুক করতে!
শুভ পুনর্মিলনী!
কতজন হয়েছিল?? নিশ্চয়ই হেবি মজা হইছে??
আফসুস...
শালা ব্যাড টাইমিং এর বাচ্চাটা এত হারামী...
পরের সমাবেশ কবে হবে??
ভাই, ব্রোকব্যাক মাউন্টেন আং লি র, কপিরাইট করা জিনিস। আমার নামে দিলে পাইরেসি কেসে ফাইসা যামু... :((
আড্ডা কেমন হইলো? জম্পেশ নিশ্চয়ই।
এইসব কয়া পার পাইবেন না।তপু ভাই আমারে পরিচয় করাইছে এম্নে-"এইটা হইলো ডায়ালগ মাসালা মাসরুফ,ওইযে ট্রিপ্ল এইচের কাহিনী লিখছে,ওইটা হইল বর্ষা জিহাদ(বর্ষা মানে কিন্তু জ্যাভেলিন না...)"
আপ্নে থাকলে কইতাম-"এই হইলো আমাগো ব্রোকব্যাক মাউন্টেন তৌফিক ভাই"......
অফ টপিকঃ "নো কান্ট্রি ফর ওল্ড ম্যান" দেখসেন?এই মুভি অস্কার কেমনে পাইলো?আমার অস্কারের উপর থিকা ভক্তি উইঠা গেছে।
“নো কান্ট্রি ফর ওল্ড ম্যান” এর রিভিউ দেখেই এইখানে...
"no country for old man" দেখছি। ছবিটা আমার তেমন ভালো লাগে নাই। কিন্তু, একটা গান শুইনা যদিও ভালো না লাগে বোঝা কিন্তু যায় উচুঁদরের জিনিস। এই ছবিটাও তেমন। সিনেমাটোগ্রাফি দেখছো? এক কথায় অসাধারণ, ভিজুয়াল পোয়েট্রি পুরা।
আমার কাছে কিন্তু ছবিটা ভালো লাগছে ... যেমন এক্সপেক্ট করছিলাম এন্ডিংটা তেমন না, পাব্লিক মনে হয় এইজন্য খায় নাই ... কিন্তু আমার খারাপ লাগে নাই, ইটস ডিফরেন্ট দ্যান আদারস ...
রিসেন্টলি অস্কার উইনিং মুভির মধ্যে ডিপার্টেডরেই শুধু যোগ্য মনে হয় নাই ... ছবিটা অবশ্যই ভালো কিন্তু অস্কার পাওয়ার মত না ... স্করসিসের অন্য ছবিগুলি এর চেয়ে ভালো ...
মাসরুফ,
জানিনা কি করে তুমি আমার মনের কথা গুলো এভাবে লিখলে। সত্যি অনেক মিস করেছি তোমাদের। বলে বোঝাতে পারবোনা।
আড্ডা কেমন হলো? আশা করব কেউ একজন পুরো আড্ডার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরবে। ব্লগে কি পিকচার আপলোড করা যায়? তাহলে ছবিও চাই?
আহসান ভাই,আপনে না আসায় আড্ডাটা খালি খালি লেগেছে।কখনো দেখিনাই আপনাকে তার পরেও এই অনুভূতি।কি আশ্চর্য, তাইনা!
এই অনুভূতির জন্যই আমরা মানুষ...তার উপরে আবার ক্যাডেট...
But honestly, I missud you all..
thanks...mashruf..amake mone korar jonno...attodin site down thakai heavy bore lagse..good to see it back..thanx to zihad and all the techies..deshe ashle inshallah tomader shathe adda hobe..shobai valo theko and all the best..ar ahsan vai amar moner kotha onektai likhe dise..so thanx unakeo...
আদনান ভাই,অনাগত সবার নাম উল্লেখ করার ইচ্ছা ছিল কিন্তু লেখাটা লিখেছি বাসা থেকে বের হবার ঠিক আগে তাই পারিনি।ওবায়দুল্লাহ ভাই সহ আরো অনেকের নামই বাদ পড়ে গিয়েছে।আশা করি কেউ মনে কিছু নেবেন না। আপনাদের দেখলে মনে হয় নাহ, আমি একা না আমার মত ক্যাডেট কলেজ পাগল আরো অনেকে আছে,আমার দুশ্চিন্তার কিছু নাই!
ওইমিয়া আপ্নের না পরীক্ষা!! পড়তে যান।
যারা আসতে পারে নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। ব্লগটা নষ্ট হওয়ার টাইম পাইল না। একেবারে গেট টুগেদারের সাথে মিল করে। যাহোক, এ নিয়ে বিস্তারিত লেখা জিহাদ লিখে ফেলবে। সেটার আশায় আছি।
এইখানেও ফাসানি? প্রিফেক্টশীপ এর লোভ যায়নাই এখনো? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
গেট টুগেদার!!কবে কখন কিভাবে??!!আমি তো কিছুই জানতাম না!! :((
আহহারে। দোষটা আমার, আমি তোরে জানাই নাই 🙁
খাইছে আমার নামও আছে দেখি ... আমিতো ধন্য হয়ে গেলাম 😀
ঐ মিয়ারা কমেন্ট মডারেট কর ক্যান? খেলুম না কিন্তু ... ক্যান্টনমেন্টে ঢুকতে ভাল্লাগে না :p
কিংকু ভাই, আপনে হইলেন গিয়া আধা ক্যাডেট।আমাগো লগে কিছু দোস্ত আছে যারা ক্যাডেটগো লগে থাকতে থাকতে অগো কাহিনি কারবার সব বুইজা ফালায়।অগোরে সম্মানসূচক ক্যাডেটশিপ দেওয়া হয়।অনেক স্যারের কাহিনি আমরা শ্যাষে ওগো মুখ থিকা না শুনলে মজা পাইতাম না।
তৌফিক ভাই, কিংকু ভাই তো মনে হয় সেই কেস...কি কন?
দুনিয়া উল্টায় গ্যালেও পরেরটায় আসতে হইব... 🙁
ফুয়াদকে দেখার খুব ইচ্ছা ছিল।