আপনাদেরকে দুজন মানুষের ছোট্ট গল্প শোনাব আজ।
প্রথম জন দিয়েই শুরু করি।বন্ধুমহলে এই ভদ্রলোক ইন্টেলেকচুয়াল বা জ্ঞানী বলে পরিচিত।কর্মক্ষেত্রেও এই উপাধির পরিবর্তন ঘটেনি এবং তা সঙ্গত কারণেই।চোখে চশমা, হাতে বই আর বুকে পান্ডিত্যের ঝলকানি-এই সব মিলিয়ে মানুষটিকে আলাদা করে চিনে নিতে খুব একটা কষ্ট হয়না।কখনো তিনি বাংলার আকাশের একমাত্র সুপারহিরো স্যার অনন্ত জলিলের “খোঁজ- দ্য সার্চ” নিয়ে অসামান্য বিশ্লেষণধর্মী পোস্ট দেন, কখনো “আমার প্রেমিকারা” নামক স্যাটায়ার সিরিজ লিখে একই সাথে দেশ ও নিজের জীবনের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরেন।”সিনেমা প্যারাডিসো” যাঁর প্রিয় মুভি, সেই মানুষটির বিভিন্ন গুণপণার সাথে শুধু আমি নই, সিসিবির মোটামুটি পুরোন সবাই কম বেশি অবগত।
আর দ্বিতীয় ব্যক্তিটির কথা যত কম বলা যায় ততই ভালো।”যাস্ট ফ্রেন্ড” যুগের স্রষ্টা এবং বৃক্ষসমাজের অন্যতম “লাভগুরু” হিসেবে তিনি ভক্তমহলেই শুধু নয় বরং আমজনতার কাছেই বেশ ‘স্নেহের” পাত্র।সিসিবিতে উনাকে উৎসর্গ করে “যাস্ট” নামের একটা ইমোই তৈরি করা হয়েছিলো সিসিবির সেই আদিযুগেই।
এই দুজনের মধ্যে নানারকম অমিল থাকলেও দুজনই কিছু কিছু দিকে একেবারেই একরকম।প্রথমতঃ দুজনই বাংলাদেশের একটি স্বনামধন্য বাহিনীতে চাকুরি করেন।দ্বিতীয়তঃ এই দুজনই কাকতালীয়ভাবে একই দিনে(২৩ আগস্ট ২০১৩) শাহাদত বরণ করেছেন।
শাহাদত বরণকারী প্রথম জনের নাম শাহাদত হোসেইন মান্না।
আর দ্বিতীয়জন?? নিজেই দেখে নিন!
সিসিবির ব্যাচেলর ব্রিগেডের এই দুই উজ্জ্বল নক্ষত্র নিয়তির নির্মম পরিহাসে একই দিনে ঝরে পড়ল! হায়, অদৃষ্টের লিখন না যায় খন্ডন 🙁 🙁 🙁
ইয়ে, দ্বিতীয়জনের অনুষ্ঠান মার্চে।সবার অগ্রিম দাওয়াত রইল।আর প্রথম জনের ব্যাপারে তিনিই ভালো জানেন 😉 😉 😉
অনেক দিন পরে সিসিবিতে ফিরছি।নতুন পুরোন সবাইকে আড্ডার আহবান জানিয়ে আরেকবার বলি-হালুউউউউউউউউউম!!!!!!
:just: অভিনন্দন মাস্ফ্যূদা। আর শাহাদত ভাই শাহদত বরণ করবে, এতে অবাক হবার কিছু নাই।
বহুদিন পরে আপনারে ব্লগে দেখলাম
সাতেও নাই, পাঁচেও নাই
:just: চিন্তা কর, কতজনের হৃদয় ভাংলো 🙁 🙁 🙁 =)) =)) 😉 😮 😮 :duel: ;;; ;;;
দাদা কি নিজেকে বাংলা ছিনেমার হিরু মনে করছেন......।। :)) :)) :)) :)) :grr:
আমি জ্বলন্ত অলীল থুক্কু অনন্ত জলিল 😛 😛 😛
মাস্ফু ভাই একটি স্বরছিথ খবিথা ফাঠ খরিথাম ছাই!
উৎসর্গঃ মাস্ফু ভাই
জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি,
মৃত সরোবরে ডুবিয়ে দিয়েছি।
বাতাসে উল্লাস, উড়ছে ভষ্ম।
বেখেয়ালী চোখ ছাইয়ের স্তুপে
পায়নি খুঁজে অঙ্গার তোকে।
:goragori: :goragori: :goragori:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মেলাদিন পরে আফনের পোস্ট ! তাও আবার এই রকম ডেঞ্জারাস খবর নিয়ে ! 😛 এই আনন্দে কবিতা পাঠ করি,
"বনের মাঝে ধানক্ষেত,
মাছ করে ক্যাত ক্যাত।
জল পরে পাতা নড়ে ,
পাতা নড়ে জল পরে ,
জল জল পাতা পাতা,
আমার তো নেই ছাতা।"
😀
উজরাত এই কবিতা পুনরায় পাঠ করার জন্য লাগাতার :frontroll: :frontroll: :frontroll: :frontroll: শুরু কর! 😡 😡 😡
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
যাক বড় ভাইদের মাথায় বুদ্ধি হইছে। ওয়েলকাম টু ডেথ।।
আমি তো ভাবছিলাম জনাব মাস্ফ্যু সাহেব এ পাড়ার ঠিকানায় ভুলে গেছেন, মৃত্যু পরবর্তী জীবনে তার যে আবার তা মনে পড়েছে এতেই আমি খুশী, আসা করি তিনি আবার স্মৃতিভ্রস্ট হবেন না।
শাহাদাত ভাই এবং মাস্ফ্যু দুজনকেই অভিনন্দন, ওয়েলকাম টু দ্যা ক্লাব :grr: কিন্তু এই যে ফলিন ব্রেক করে আগায় গেলা এ ব্যাপারে ফলিন এর সামনের লোকদের বক্তব্য জানতে মন চায় 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইজানেরা শাহাদত বরণ করলেন। আমাদেরও টাইম আগায়ে আসতেসে,
মজারে মজা...
আহা কী আনন্দ আকাশে, বাতাসে...... :awesome: :awesome:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
বীর পুরুষ B-) সভায় অভিনন্দন ।
(আহা রে, কি উচ্ছল, প্রাণবন্ত দুটো ছেলে ছিল!) (দীর্ঘশ্বাসের ইমো)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:just: অভিনন্দন :brick: :bash: :awesome:
চ্যারিটি বিগিনস এট হোম
মন খারাপ করে লিখাটা পড়া শুরু করেছিলাম। ভেবেছিলাম আবার কোন ক্যাডেটের জীবনাবসান। এমনকি প্রথম জনের ছবি দেখে আফসোস করলাম, হায়রে এত অল্প বয়সেই ভাইটা মারা গেল !!!! কিন্তু দুষ্টু মাসরুফের ছবিটা দেখেই বুঝলাম এই মৃত্যুতে দুজনেই খুব খুশি। এই মৃত্যুর জন্য কতই না অপেক্ষা।
২ জনের সুখি পরকালের জন্য দোয়া রইল।
অভিনন্দন! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অভিনন্দন দু'জনকেই।
এবারে দুয়েকটা মরণোত্তর ব্লগ লিখে বাধিত করুন!
অভিনন্দন চারজনকে।
মাচ্রুপ কুন পারলারে সাজুগুজু করছে ঝাতি ঝান্তে ছায় 😛