দুটি তারার “মৃত্যু”…

আপনাদেরকে দুজন মানুষের ছোট্ট গল্প শোনাব আজ।

প্রথম জন দিয়েই শুরু করি।বন্ধুমহলে এই ভদ্রলোক ইন্টেলেকচুয়াল বা জ্ঞানী বলে পরিচিত।কর্মক্ষেত্রেও এই উপাধির পরিবর্তন ঘটেনি এবং তা সঙ্গত কারণেই।চোখে চশমা, হাতে বই আর বুকে পান্ডিত্যের ঝলকানি-এই সব মিলিয়ে মানুষটিকে আলাদা করে চিনে নিতে খুব একটা কষ্ট হয়না।কখনো তিনি বাংলার আকাশের একমাত্র সুপারহিরো স্যার অনন্ত জলিলের “খোঁজ- দ্য সার্চ” নিয়ে অসামান্য বিশ্লেষণধর্মী পোস্ট দেন, কখনো “আমার প্রেমিকারা” নামক স্যাটায়ার সিরিজ লিখে একই সাথে দেশ ও নিজের জীবনের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরেন।”সিনেমা প্যারাডিসো” যাঁর প্রিয় মুভি, সেই মানুষটির বিভিন্ন গুণপণার সাথে শুধু আমি নই, সিসিবির মোটামুটি পুরোন সবাই কম বেশি অবগত।

আর দ্বিতীয় ব্যক্তিটির কথা যত কম বলা যায় ততই ভালো।”যাস্ট ফ্রেন্ড” যুগের স্রষ্টা এবং বৃক্ষসমাজের অন্যতম “লাভগুরু” হিসেবে তিনি ভক্তমহলেই শুধু নয় বরং আমজনতার কাছেই বেশ ‘স্নেহের” পাত্র।সিসিবিতে উনাকে উৎসর্গ করে “যাস্ট” নামের একটা ইমোই তৈরি করা হয়েছিলো সিসিবির সেই আদিযুগেই।

এই দুজনের মধ্যে নানারকম অমিল থাকলেও দুজনই কিছু কিছু দিকে একেবারেই একরকম।প্রথমতঃ দুজনই বাংলাদেশের একটি স্বনামধন্য বাহিনীতে চাকুরি করেন।দ্বিতীয়তঃ এই দুজনই কাকতালীয়ভাবে একই দিনে(২৩ আগস্ট ২০১৩) শাহাদত বরণ করেছেন।

শাহাদত বরণকারী প্রথম জনের নাম শাহাদত হোসেইন মান্না।

1175082_10201114233690700_1011081266_n

আর দ্বিতীয়জন?? নিজেই দেখে নিন!

7840_280423122082769_1135399484_n

সিসিবির ব্যাচেলর ব্রিগেডের এই দুই উজ্জ্বল নক্ষত্র নিয়তির নির্মম পরিহাসে একই দিনে ঝরে পড়ল! হায়, অদৃষ্টের লিখন না যায় খন্ডন 🙁 🙁 🙁

ইয়ে, দ্বিতীয়জনের অনুষ্ঠান মার্চে।সবার অগ্রিম দাওয়াত রইল।আর প্রথম জনের ব্যাপারে তিনিই ভালো জানেন 😉 😉 😉

অনেক দিন পরে সিসিবিতে ফিরছি।নতুন পুরোন সবাইকে আড্ডার আহবান জানিয়ে আরেকবার বলি-হালুউউউউউউউউউম!!!!!!

১৭ টি মন্তব্য : “দুটি তারার “মৃত্যু”…”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    মাস্ফু ভাই একটি স্বরছিথ খবিথা ফাঠ খরিথাম ছাই!

    উৎসর্গঃ মাস্ফু ভাই

    জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি,
    মৃত সরোবরে ডুবিয়ে দিয়েছি।
    বাতাসে উল্লাস, উড়ছে ভষ্ম।
    বেখেয়ালী চোখ ছাইয়ের স্তুপে
    পায়নি খুঁজে অঙ্গার তোকে।

    :goragori: :goragori: :goragori:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. নাফিস (২০০৪-১০)

    মেলাদিন পরে আফনের পোস্ট ! তাও আবার এই রকম ডেঞ্জারাস খবর নিয়ে ! 😛 এই আনন্দে কবিতা পাঠ করি,
    "বনের মাঝে ধানক্ষেত,
    মাছ করে ক্যাত ক্যাত।
    জল পরে পাতা নড়ে ,
    পাতা নড়ে জল পরে ,
    জল জল পাতা পাতা,
    আমার তো নেই ছাতা।"
    😀

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    আমি তো ভাবছিলাম জনাব মাস্ফ্যু সাহেব এ পাড়ার ঠিকানায় ভুলে গেছেন, মৃত্যু পরবর্তী জীবনে তার যে আবার তা মনে পড়েছে এতেই আমি খুশী, আসা করি তিনি আবার স্মৃতিভ্রস্ট হবেন না।

    শাহাদাত ভাই এবং মাস্ফ্যু দুজনকেই অভিনন্দন, ওয়েলকাম টু দ্যা ক্লাব :grr: কিন্তু এই যে ফলিন ব্রেক করে আগায় গেলা এ ব্যাপারে ফলিন এর সামনের লোকদের বক্তব্য জানতে মন চায় 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. সামিউল(২০০৪-১০)

    ভাইজানেরা শাহাদত বরণ করলেন। আমাদেরও টাইম আগায়ে আসতেসে,
    মজারে মজা...
    আহা কী আনন্দ আকাশে, বাতাসে...... :awesome: :awesome:


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  5. মাহমুদ (১৯৯০-৯৬)

    বীর পুরুষ B-) সভায় অভিনন্দন ।

    (আহা রে, কি উচ্ছল, প্রাণবন্ত দুটো ছেলে ছিল!) (দীর্ঘশ্বাসের ইমো)


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  6. মুহিব (৯৬-০২)

    মন খারাপ করে লিখাটা পড়া শুরু করেছিলাম। ভেবেছিলাম আবার কোন ক্যাডেটের জীবনাবসান। এমনকি প্রথম জনের ছবি দেখে আফসোস করলাম, হায়রে এত অল্প বয়সেই ভাইটা মারা গেল !!!! কিন্তু দুষ্টু মাসরুফের ছবিটা দেখেই বুঝলাম এই মৃত্যুতে দুজনেই খুব খুশি। এই মৃত্যুর জন্য কতই না অপেক্ষা।

    ২ জনের সুখি পরকালের জন্য দোয়া রইল।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।