১) ফেসবুকে আমার ইনবক্সে রকিব্বার মেসেজ দেখে ভাবলাম বাহ! ছেলেটা আমাকে আলাদা করে লেখা দিতে বলেছে! কিন্তু ফয়েজ ভাইয়ের স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে[উনার স্ট্যাটাস পড়ে ভেবেছিলাম সিসিবিতে আগুন লেগেছে বা এই টাইপ কিছু] এসে বুঝলাম যে বদটা সবাইকে হুবহু একই মেসেজ পাঠিয়েছে!ঠিক করেছি বেটা এবার দেশে আসার সাথে সাথে ওকে এয়ারপোর্ট থেকেই লাল দালানে চালান করে দিবো!
২) “প্রথম রাত-সারদাতে” নামে এক বছরেরও বেশি সময় আগে সিসিবিতে শেষ ব্লগ লিখেছিলাম।এরপর কেটে গেছে অনেক সময়,বেসিক ট্রেনিং শেষ করে আমি এখন চুয়াডাঙ্গায় বাস্তব প্রশিক্ষণে নিয়োজিত।আর অল্প কিছুদিনের মধ্যেই ক্রাইম ফাইটিং এর ভয়ঙ্কর জগতে সরাসরি প্রবেশ করতে যাচ্ছি।এই সময়ে পরিবর্তিত হয়েছে অনেক কিছুই,যাদের থাকার কথা ছিলো তারা অনেকেই চলে গিয়েছে-আবার অভূতপূর্বভাবে নতুন মানুষের আগমন ঘটেছে।কিন্তু কমেনি সিসিবির প্রতি ভালোবাসা,তাই পুরোন দিনের সব্বাইকে একসাথে দেখে আর দেরি না করে চলে এলাম[জুনাদার ভাষায় আমার দুই ফোঁটা যোগ করতে]।
৩) পুলিশের চাকুরির ভালো-খারাপ নানান দিক আছে,কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটি খুব পছন্দ করি সেটি হচ্ছে এর বিচিত্রতা।এখানে দুটি দিন কখনোই এক নয়-প্রথম দুমাস থানায় অবস্থান করে একেক দিন একেক বিচিত্র অভিজ্ঞতার সম্মুক্ষীণ হতে হচ্ছে।সমাজের একেবারেই অবহেলিত,দরিদ্র অংশের সুখ দুঃখের সঙ্গী হতে পারছি-এটাও আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি বলে মনে হয়।আমি যখন দেড়শ টাকা দিয়ে নর্থ সাউথ বনানী ক্যাম্পাসের বুমার্সে সেট মেনু লাঞ্চ করেছি-তখন কি ভাবতে পেরেছিলাম যে মাত্র একশ টাকার জন্যে আত্মহত্যা করা একুশ বছরের তরুনীর মৃতদেহের রিপোর্ট আমাকে তৈরি করতে হবে!
৪) বর্তমানে আমি অবস্থান করছি দামুড়হুদা মডেল পুলিশ স্টেশনে।নাম যতই বিদঘুটে হোক,ইউএনডিপির অর্থায়নে করা এই থানাটি সুযোগ সুবিধার দিক দিয়ে আমেরিকান পুলিশ স্টেশনগুলোর চাইতে কোন অংশে কম নয়।চাকুরি জীবনের শুরুতেই এরকম একটি জায়গায় কাজ করতে পারাটা আমার জন্যে খুব সৌভাগ্যের বলেই আমি মনে করি।সবার কাছে বিনীত অনুরোধ করছি-আমি যেন আপনাদের করের অর্থে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তার যোগ্য হতে পারি-আমার জন্যে এই প্রার্থনা করবেন।
৫)সবশেষে দামুডহুদা থানার এবং সেখানে আমার একটা “ভাব সহকারে তোলা”-এই দুটি ছবি দিয়ে শেষ করছি, ধৃষ্টতা নিজ গুনে মাপ করে দেবেন!
সিসিবিকে বহুদিন এরকম জমে উঠতে দেখিনি।সবাইকে শুভেচ্ছা!
মিনিমাম ২৫ বার রিলোড মাইরা ...জিপি'র নেট এর গুষ্টি উদ্ধার কইরা....দাঁত এ দাঁত চিপ্পা....কমেন্ট লেইখা কপিপেষ্ট কইরা.....মাউসের বাটন টিপতে টিপতে ভাঙ্গার দশা কইরা.....১২ জন অনলাইলার কে পিছনে ফেলে......অবশেষে পাইলাম ইহাকে পাইলাম.......ইটা ইটা ইটা 😀 :brick:
২য় B-)
ইটা!
You cannot hangout with negative people and expect a positive life.
মুহাহাহহাহাহহাআআআআআ :grr:
তর কপালে মাইর আসে কইয়া দিলাম...
You cannot hangout with negative people and expect a positive life.
:gulli2:
তোর আবার দু ফোঁটা কিরে।
তোর তো দুটো পাতা হবে। ঠিক করে দিস। লেখায় ভুল থাকা একদম ভাল লাগে না।
ওইটা ভুল না তপু ভাই,জুনাদার ডায়ালগ কপি পেস্ট করলাম আরকি।আপনে চান্স পাইলেই খালি আমাকে ঝাড়ি দেন :((
দামুড়হুদার কপস দেখি ব্যাপক ইয়ো!
যে যাই বলুক, আসল কথা হলো:
ভাল থাকিস।
আমার বন্ধুয়া বিহনে
ইয়ে প্রেমমক্ষী(লাভ-বী,Love-bee) ভাই, আমি ঠিক করেছি বিডি কপস দের এনওয়াইপিডি(NYPD) স্ট্যান্ডার্ডে উন্নীত করবো... 😛
মাস্ফূদা, আপনি আপনার পুলিশ জীবনের অভিজ্ঞতা নিয়ে রেগুলার একটা দিনলিপি সিরিজ শুরু করেন। দারুণ হবে। আর চুয়াডাঙা যাইতে মঞ্চায়
সাতেও নাই, পাঁচেও নাই
উইকেন্ড দেখে চলে আয়।ভাবীসহও আসতে পারিস,আমার রুম ছেড়ে দিবোনে...আমি তো থানায় থাকি,সারাজীবন বলতে পারবি যে থানায় রাত কাটাইছিস! 😀
:just: :pira:
=))
মানুষ তার স্বপ্নের সমান বড়
আশা করব, লেখনীতে এমন মানুষদের কথা তুলে আনবেন, যাদের সাথে, যাদের পৃথিবীর সাথে, যাদের দিনরাত্রির সাথে, যাদের চাওয়া-পাওয়ার সাথে আমরা একেবারেই অপরিচিত। দোয়া করি, মানুষের জন্য বন্ধু আর অপরাধীর জন্য ত্রাস হয়ে থাকতে পারেন। বৃক্ষ মাত্রই মানুষের বন্ধু। হয়ত গাছকে মানুষ কষ্ট দেয়। কিন্তু বৃক্ষ তো বৃক্ষই।
d==(^..^)
গুলু রে,বুকে আয় বাভুল!
ওয়ে ওয়ে মাস্ফ্যুদা ইজ ব্যাক 😀 😀 😀
এখন বাকী আছে তাইফুর মামা, সায়েদ ভাই আর রহমান ভাই 🙁
এরা আসলেই ষোলকলা পূর্ণ :tuski: :tuski: :tuski:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এইসব কি দেখতেছি সিসিবিতে। আজকে টাইম নাইক্কা। আরো কমেন্ট বাকী থাকলো --- জয়তু সিসিবি
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
পুলিশ জীবন নিয়া নিয়মিত লেখো, যা লিখতে পারবা না, তা আমারে জানাইয়া দিও
অনেক অনেক অনেক দিন পরে সিসিবিতে ঢুকলাম, বদলে গেছে অনেক কিছুই, শুধু সিসিবি ছাড়া 🙂
এখানে এসেই মাশফু ভাইএর লেখা... আর কি লাগে... 🙂
কিরে গণেশ,কি খবর? 😀
দুই দিন আগে স্বপ্নে দেখি তোর নাম প্রথম আলোর হেড লাইনে আইছে...ইলেক্ট্রনিক্স সামগ্রী স্মাগলিং করে এমন এক বিরাট গ্যাং রে তুই আটকাইছস... :dreamy:
ভাল থাকিস।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাও ভালো ইলেকট্রনিক্স গ্যাং এর কথা কৈছেন,আমি ভাবছিলাম কৈবেন গুপ্তদার লেখা বইয়ের চালান ধরছি 🙁
ওয়ে ওয়ে মাস্ফ্যুদা ইজ ব্যাক
এখন বাকী আছে তাইফুর মামা, সায়েদ ভাই আর রহমান ভাই
এরা আসলেই ষোলকলা পূর্ণ 🙂
তোরে না কৈছি কপিপেস্ট করবি না? x-(
ক্ষমা চাই ভাই B-)
যাহ *চি,তোরে মাপ কৈরা দিলাম।
পুলিশের গাড়ি চড়তে মঞ্চায়
চুয়াডাঙ্গা চইলা আসেন বস,শুধু পুলিশের গাড়িতে চড়া না,হাজতবাসের[মিনিট পাঁচেকের জন্যে] অভিজ্ঞতার ব্যবস্থাও এই গরীব কইরা দিবে 😛
মনে থাকব। দেশে আইসা ফোন দিবনে। একদিনের জন্য হইলেও জামাইয়ের রাজা পুলিশ হইতে কেমন লাগে জানতে চাই 😀
এইখানে জামাই আইলো কৈথিকা? x-(
মাস্ফ্যুদাআআআআআআআআআআআআআআআআআ
কিরে,কি হৈছে? এম্নে ধম্মের ষাঁড়ের মত চ্যাঁচাইতাছোস ক্যান? x-(
ইটা রাইখা গেলাম।
পরে ডিটেইলস কমু।
ইয়ে,আপনেরে একখানা কুশ্চেন করছিলাম সিসিবিচারণে 😛
মাশফু,
খুব ভাল লাগল তোমাকে দেখে।
আমার মত নীরব পাঠককূল - তোমার লেখা যে কি পরিমান মিস করি!
আমাদের নিজেদের কেউ একজন দেশ প্রেমিক পুলিশ অফিসার ভাবতেই খুব ভাল লাগে।
তবে একটা কথা আবেগের অতিশয্যে এমন কিছু শেয়ার করনা যাতে তোমার চাকুরী জীবনে কোন ক্ষতি হয় - হাজার হলেও তুমি এখন আর আগের সেই মুক্ত বিহঙ্গ লাভার বয় মাশফু নও - তুমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তাও বটে!
বৃক্ষীয় শুভ কামনা রইল অনেক 🙂
মুন্না ভাই, গরীবের ঘরে হাতির পা দেখে খুব খুব ভালো লাগছে বস!
হাজার হলেও তুমি এখন আর আগের সেই মুক্ত বিহঙ্গ লাভার বয় মাশফু নও – তুমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তাও বটে!
দিলেন তো মন খারাপ করায়ে :((
আরে মাস্ফ্যু ভায়া যে!
তোমারে বহুৎ মিস করসি এই ক'দিন।
জম্পেশ কিছু কাহিনী ছাড়ো দেখি এবারে!
আররে নুপূর্দা নাকি? বলি আচেন কেমন মশাই? 😀
ইউ এন ডি পি'র থানা (থুক্কু থানা তো বাংলাদেশ পুলিশের) দেইখা একবার যাইতে মঞ্চায় । 😛 আছস কেমন ?
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
চইলা আসেন 😀
কিরে মাস্ফ্যু, এত কথা বললি, কিন্তু তোর ওখানে যাওয়ার দাওয়াত তো দিলি না সিসিবিবাসীকে?? আবার বলিস না যে আপনাদের তো দাওয়াত লাগে না, যে কোন সময় আসতে পারেন! 😛
এখানে প্রতিদিন/ প্রতি সপ্তাহে একটা করে লেখা না হলেও মাসে অন্তত একটা করে লেখা দিস তোর নতুন জীবনের কাহিনী নিয়ে। ফেইসবুকে তোর লেখাগুলো খুব আগ্রহ নিয়ে পড়েছি এবং ভালো লেগেছে। :thumbup:
এইডা হ্যান্ডসাম রুবাবা ভাই না? আপনের সাথে রিবিন ভি এর যে ডুয়েল হইছিলো উনারে নিয়া সেইটায় জিতছে কিডা? 😀
:)) :))
:goragori: :-/ :goragori:
পুলিশ ভাই, আমার বকেয়া বিলটা দিবেন না ? :S
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছুডুকালে একটা কথা শুনতাম মাঝে মধ্যেইঃ
মাছের রাজা ইলিশ
আর জামাইয়ের রাজা পুলিশ। :grr: :grr: :grr:
বি.দ্র.- :just: স্মৃতিচারণ করলাম একটু, কেউ কিন্তু নিজের সাথে মিলিয়ে ফেলবেন না যেন 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জামাই আর জামাই নাই রে,সিঙ্গেল হয়া গেছে।সে এক বি-রা-ট ইতিহাস :((
আর তোর তো সাহস কম না,পুলিশের কাছে বিল চাস!!! 😛 😛 x-( x-(
:just: দারুণ পোস্ট ম্যাশ পটেটো 🙂 যে কোনোদিন দলবল নিয়ে চুয়াডান্গা চলে আসতে পারি কিন্তু...
আজ্ঞে টুম্পাদি তা কবে আসচেন বলুন দিকিনি!!পুরো ডিমের আদ্দেকটা আর আস্ত একটা লুচি দিয়ে প্রাতঃরাশ করিয়ে দেবো'খন! 😀
ছুয়ে গেল...
You cannot hangout with negative people and expect a positive life.
:just: ভাব আর ভাব!
You cannot hangout with negative people and expect a positive life.
ইয়ে জিতুপ্পি, আপনার ''ওই'' দুইজন কলিগ কেমন আছে? 😉 [আবার কামরুল ভাইরে বলতে যাইয়েন না কাদের কথা বলতেছি x-( ]
:just:
আরে বাদশা ভাই নাকি? কেমন আছেন? শইলডা ভালা? 😀
জমার জন্য রুটিন উল্টায় পালটায় গেছে, কখন ঘুমাই কখন জাগি ঠিক নাই। সেদিন আপনি ফোন দিলেন, আমি ভাবসি স্বপ্ন দেখসি। খুব খুশি খুশি মন নিয়ে ঘুম থেকে উঠে আপনাকে ফোন দিতে যাবো, দেখি আসলেই আপনি ফোন দিসিলেন।
আমার যে সেইদিন কি ভাল্লাগসিলো...
আপনার লেখার ১০০ টাকার জন্য আত্মহত্যা অংশটা পড়ে ধাক্কা খেলাম। এই ঘটনাগুলো নিয়ে কষ্ট করে হলেও একটা সিরিজ করেন, আমরা যারা মানুষের কাছে থাকিনা, কিন্তু মানুষ নিয়ে বড় বড় কথা বলতে আগ্রহী, তারা ধাক্কা খাবো।
সামিয়াপ্পু,আমি এসে গেছি,এইবার কুনো মিস নাই...সিসিবি গরম করে ফেলবো-তা বোমা টোমা কিছু ফেলো তো আপু!
=)) =)) =))
মাস্ফুরে তোমারে মিসাই খুব
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও :((
নিজেই নিজেরে মিস কর। 😮
:)) =)) =))
:pira:
সেলিনাপ্পু,আপনিও? ইট টূ,সেলিনাপ্পু??
::salute:: স্যার
কিরে লেজ,দিন কাল কেমন যায়?
জামাই, চুয়াডাঙ্গার মেয়েরা দেখতে কেমন? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তা আইসা নিজের চউক্ষেই দেইখা যান না কেন,গুরু? 😛
কত্তদিন পর!!! কেমন আছোস???
দুই রাশেদরেই একই উত্তর দেইঃ এই তো আপনাদের দোয়াই ডালপালা নিয়া ভালোই আছি বস! 😀
কেমন আছেন মাস্ফু ভাই?
মানুষ তার স্বপ্নের সমান বড়
এই তো তোদের দোয়ায় ডাল-পাতা নিয়া ভালোই আছি 😀
ম্যাশ, এমুন আলীশান থানা বাংলাদেশে কয়ডা আসে?
ছয়টা 🙂
ম্যাশ, অনেকদিন পরে তোকে দেখে খুব ভাল লাগল।
এইবারে তোর কাছে অন্যরকম লেখা আশা করছি, তোর বর্তমান দিনকাল নিয়ে লিখে ফেল।
চ্যারিটি বিগিনস এট হোম
লাইনে আছি বস,ফাঁকা পাইলেই লিখে ফেলবো 🙂
মাসরুফ তোমার ছবি সেরকম হইসে, পুরাই 'Search the খোঁজ - '২ এর নায়কের মতো লাগছে।
তোমার যে চোখে যে স্বপ্নটা আছে তা সব সময়ে রংগীন থাকুক। কখনো তা জানি না ভাঙ্গে।
আরে আদি জামাই ভাই নাকি? আপনি লুৎফর রহমান রিটনের জামাই-এই তথ্য থেইকাই তো জামাই ডাকের সূত্রপাত-মনে পড়ে,বস? 😀
মাস্ফ্যু টমার থানা আমেরিকান না লাগ্লেও তোমারে অউরাই সেইইইই রকম পুলিশ অফিসার লাগছে। অনেক অভিনন্দন
আজ্ঞে এহসানদা-থেঙ্কু :shy:
আমি যখন দেড়শ টাকা দিয়ে নর্থ সাউথ বনানী ক্যাম্পাসের বুমার্সে সেট মেনু লাঞ্চ করেছি-তখন কি ভাবতে পেরেছিলাম যে মাত্র একশ টাকার জন্যে আত্মহত্যা করা একুশ বছরের তরুনীর মৃতদেহের রিপোর্ট আমাকে তৈরি করতে হবে
একশ টাকা তো অনেক। ১০ টাকায় সন্তান বিক্রি করে দেয়। নারে কঠিন চাকরী, কঠিন সময়।
সবার কাছে বিনীত অনুরোধ করছি-আমি যেন আপনাদের করের অর্থে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তার যোগ্য হতে পারি-আমার জন্যে এই প্রার্থনা করবেন
অবশ্যই (সম্পাদিত)
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সম্পা কি দিতো? 😛
আর ছবিটা ব্যাপক হইছে। আরেকটা ক্লোজ তুলতি!
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
শরম্পাইছি গুরু :shy:
এক্কেরে ঝাক্কাস বস। পুলিশে :just: কলিগ কয়টা পাইলেন? ;))
:shy: পিন্টু আইসাই উলটাপালটা প্রশ্ন করা শুরু করছে x-(
তুই নিজেরে বাবু দাবি করে কী বুঝাইতে চাচ্ছিস?
তোর নতুন লেখার জন্য অপেক্ষায় থাকলাম
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:boss: :boss:
Life is Mad.