শুভকামনা প্রার্থনাঃ

প্রিয় সিসিবির ভাইবোনেরা,

সেই ২০০৮ সাল থেকে যাত্রা শুরু সিসিবির,সাথে সাথে সিভিল সার্ভিসের সুদীর্ঘ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেও আমার পদচারণা শুরু।পরীক্ষার সুবিশাল প্রস্তুতি,প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বিসিএস পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত,বিসিএস পরীক্ষা দেবার জন্যে এক সেমিস্টারে রেকর্ডসংখ্যক সাতটি কোর্স নিয়ে হাবুডুবু খাওয়া,প্রিলিমিনারি পরীক্ষা খারাপ হবার পর মন-খারাপ করা,১০০ তে ৪৬ দশমিক ৫ সঠিক করে কোঁকাতে কোঁকাতে টিকে যাবার পর আহসান ভাইয়ের দেয়া সাহস এবং রিটেনে পাস করে অবশেষে ভাইভার দরজা পার হবার পর চা-ওয়ালা রকিবের অভিনন্দনবার্তা এই সব কিছু নিয়ে আমার সঙ্গে অনুপ্রেরণা হিসেবে ছিল সিসিবি।প্রায় তিন বছরের সুদীর্ঘ প্রতীক্ষার প্রহর কাটিয়ে অবশেষে আগামীকাল সহকারী পুলিশ সুপার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করতে যাচ্ছি।

বিসিএস পরীক্ষা দিচ্ছি এটা নিয়ে নানারকম “মন্তব্য” শুনতে হয়েছে-প্রক্রিয়ায় এত দেরী হচ্ছে এটা নিয়ে নানা আত্মীয়স্বজন নানা উৎসাহমূলক(??!!) মন্তব্য করেছেন-কিন্তু একটা জায়গায় নিজের মানসিক অবস্থা সবার সাথে শেয়ার করতে পেরেছি দেখে যাবতীয় বাধা কাটিয়ে উঠতে খুব বেশি কষ্ট হয়নি।

সেই জায়গাটি সিসিবি-আর যাঁদের কল্যানে তুচ্ছাতিতুচ্ছ এই আমি যত ক্ষুদ্রই হোক এইটুকু আসতে পেরেছি তাঁরা হচ্ছেন আপনারা।

যোগদানের প্রাক্কালে তাই বাবা মায়ের সাথে সাথে আপনাদের সবার কাছ থেকে শুভ কামনা চেয়ে নিচ্ছি।আমার জন্যে প্রার্থনা করবেন যেন আপনাদের দেয়া স্নেহ-ভালোবাসা-শুভকামনার যথাযোগ্য মর্যাদা রাখতে পারি।আমার চাকুরিটি ভীষণ রকমের চ্যালেঞ্জিং-এই চ্যালেঞ্জ যেন সৎভাবে মোকাবিলা করতে পারি সেই প্রার্থনাও কাম্য।

ভালো থাকবেন সবাই!

২,৩১০ বার দেখা হয়েছে

১১২ টি মন্তব্য : “শুভকামনা প্রার্থনাঃ”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
    আর যাঁদের কল্যানে তুচ্ছাতিতুচ্ছ এই আমি যত ক্ষুদ্রই হোক এইটুকু আসতে পেরেছি তাঁরা হচ্ছেন আপনারা

    তবে কি তুই এই বলতে চাচ্ছিস আমরাই তোকে "রাস্তার পুলিশ" বানালাম?? :grr: :grr: :grr:
    অনেক অনেক দোয়া করি যাতে তুই ঠোলার "দায়িত্ব" ( :-/ ;;; ) ভালো মত পালন করে দেশ ও দশের উন্নয়ন সাধন করতে পারস!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    "বাচ্চা পুলিশ"টা অবশেষে সত্যি পুলিশ হচ্ছে। অভিনন্দন। তোকে কিন্তু শেষ পর্যন্ত ভালো মানুষ হতে হবে মাস্ফ্যু। পা ধরে সালাম করতে হবে না, তুই আমার বুকে আয় ব্যাটা। :hug:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    বাক্যে, চিন্তায় ও কর্মে সৎ থাকবি, এই শুভ কামনা জানিয়ে গেলাম।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    দেখতে দেখতে আপনি অনেক বড় হয়ে গেলেন, জানি এখানেই থেমে থাকবেন না, ও নিয়ে না হয় আর কিছু না বলি। আমার গত ছ'মাসের বকেয়া বিলটা দিয়ে গেলে ভালো হতো। 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. গুলশান (১৯৯৯-২০০৫)

    মাসরুফ ভাই, আমার অনুরোধ থাকবে, শুধু নিজে সৎ থাকার মনোভাব নিয়ে না, বরং পুরো পুলিশ বাহিনীকে পরিবর্তনের(অবশ্যই পজিটিভলি) প্রত্যয় নিয়ে যাবেন। আমাদের অবস্থান যাই হোক না কেন, এই প্রত্যয়টুকু সবারই থাকা দরকার মনে করি। অনেক অনেক শুভ কামনা এবং দোয়া রইল।

    জবাব দিন
    • "প্রিয় মাসরুফ",
      আমি বাহিরের লোক হয়েও তোমাকে শুভো কামনা জানানো খুব জরুরি মনে করলাম, তিনবার আসলাম; এবার ভ্হাব্লাম কিসু একটা বলি. শুধু শুভ কামনা না সাথে দোয়াও রইল।(আমার দোয়া কিন্তু কবুল হয় ).
      পুলিশ বাহিনীতে বাক্যে, চিন্তায় ও কর্মে সৎ থাকতে পারাটা যদিও অনেক কঠিন ( বাস্তবতা তাই বলে) কিন্ত তোমার মত প্রতয়/কমিটমেন্ট নিয়ে মনে হয় কেউ অংস গ্রহণ করেনি. তারউপর তোমার খাওয়া পরার চিন্তা নাই ( যার জন্য বেসির ভাগ অসৎ হয় ).
      তোমার মত উদারমনা, পরিস্কার চিন্ত, চেতনা, দেশপ্রেম নিয়েই পুলিশের মাধমমে জনমানুষের সেবা করার সুযোক নিয়েছে; মনেহয় আর পাব না. তাই আমার চাওয়া পুলিশ বাহিনীর মানসিক পরিবর্তনের সুচনা তোমার হাতে হবে. আল্লাহ তোমার সহায় হোক.
      তোমাকে :hug: তোমার পিতামাতাকে :hatsoff:
      দুষ্ট কাডেট পিতা

      জবাব দিন
      • মাসরুফ (১৯৯৭-২০০৩)

        অল্প সংখ্যক হলেও পুলিশ বাহিনীতে এখনও অনেক অফিসার আছেন যাঁরা খরচ বাঁচাতে মাসে এক-দুইদিনের বেশি মাংস খাননা,হাজার সুযোগ সত্বেও দুর্নীতি না করে নিতান্তই সাধারণভাবে জীবন-যাপন করেন।কাজেই আমার মত কমিটমেন্ট নিয়ে কেউ আসেনি-এটা বললে তাঁদের প্রতি বেশ অবিচারই করা হবে।

        যাই হোক,আপনার দয়ার্দ্র কথাগুলো বিনম্রচিত্তে গ্রহণ করছি।দোয়া করবেন এর যোগ্য যেন হতে পারি।

        জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      @গুলশান-পুরো পুলিশ বাহিনী অনেক বড় ব্যাপার- আমি সে তুলনায় অতি ক্ষুদ্র জীব।নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টার ত্রুটি করবনা-এটুকু বল তে পারি।দোয়া করিস।

      জবাব দিন
  6. মাহমুদ (১৯৯০-৯৬)

    শুভ কামনা 'ছোট পুলিশ'।

    আশা করি তোমার পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকে মজার মজার সব ব্লগ লিখতে শুরু করবে, শীঘ্রই।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  7. আমিন (১৯৯৬-২০০২)

    দেরি করে ফেললাম। শুভকামনা পুলিশ ভ্রাতা। পুলিশের সাথে আমার আগের "এনকাউন্টার" খুব সুখকর নয়।আপাতত অবরে সবরে ঝামেলা ঠেকাতে ঠোলা বাহিনীতে পাওয়া গেলো। শুভকামনা মাস্ফ্যু। জানি তুই সৎ অফিসার হবিই সো ঐ দোয়া না করলেও হবে 🙂 🙂

    জবাব দিন
  8. হোসেন (৯৯-০৫)

    সত্যিকার অর্থে দেশ সেবা করার সুযোগ তৈরীর জন্যে অভিনন্দন। সবাই সরকারী চাকরীর নিন্দা করে কিন্তু সরকারী চাকরী তেই দেশ সেবার সুযোগ সবচেয়ে বেশী।


    ------------------------------------------------------------------
    কামলা খেটে যাই

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      যে যেই অবস্থানে আছে সে সেখান থেকেই চাইলে দেশের সেবা করতে পারে।তবে দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে সর্বপ্রথমে সুযোগ্য রাজনৈতিক নেতৃত্ব এবং তারপর সর কারী চাকুরিগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
      সরকারী চাকুরির নিন্দা করার যে একেবারে কারন নেই তা-ও না,তাছাড়া যাঁদের ট্যাক্সের টাকায় সরকারী কর্মকর্তা/কর্মচারীরা বেতন পান- দেশের সেই সাধারণ মানুষদের শতভাগ অধিকার আছে ন্যায্য সমালোচনা করার 🙂

      অভিনন্দনের জন্যে অনেক অনেক ধন্যবাদ,হোসেন!

      জবাব দিন
  9. হায়দার (৯২-৯৮)

    প্রায় ২ বছর ধরে সিসিবি'র পাঠক আমি (অবশ্য, প্রায়ই লগ আউট থাকি 😛 )
    তোমার ব্লগ/কমেন্ট সবসময়ই বড় আকর্ষণ ছিল। রিতিমত তোমার ফ্যান হয়ে গেছি।
    You are an inspiration to me :boss:
    আমি বিশ্বাস করি তুমি তোমার লক্ষ্যে সফল হবে।
    শুভকামনা রইল। :thumbup:

    জবাব দিন
  10. ফয়েজ (৮৭-৯৩)

    মাস্ফু, তোমার সিদ্ধান্তটা অনেক সাহসী সিদ্ধান্ত ছিল। আসা করি তুমি সৎ থাকবে, সবদিক থেকেই। অন্ততঃ চেস্টাটুকু করে যাবে অবিরাম।

    তোমার সাফল্য কামনা করি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  11. শোয়েব (১৯৯৫-২০০১)

    মাস্ফু, বাকিরা তো বলেছেন উনাদের কথা, সত্য কথা অবশ্য বার বার বলতে দোষ নাই 😀 । তোমার বিরাট পাঙ্খা আমিও। আমার পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। গর্ব ভরে এখন বলতে পারবো একজন সৎ পুলিশ অফিসার কে চিনি আমি। :clap:

    জবাব দিন
  12. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মাছের রাজা ইলিশ আর জামাইয়ের রাজা হইলো গিয়া পুলিশ 😛
    দশ তারিখে মনে হয় একাডেমিতে জয়েনিং, না?
    অনেক অনেক শুভ কামনা জামাই, সাথে মান্না'রেও। আশা করি তোরা সবার মুখ আরো উজ্জ্বল করবি আগের মতোই। :boss:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।