বরাবরের মত ঈদের দিনে সিসিবির ইঞ্জিনটা চালু রাখার দায়িত্ব এবারও মাস্ফূর কাঁধেই বর্তালো।১ ডিসেম্বর নতুন ক্যারিয়ার শুরু করার আগে এটাই শেষ “স্বাধীন” ঈদ,তাই সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা।আমার গোলামী(থুক্কু চাকুরি) জীবন শুরু হবার পর প্রতি ঈদে সিসিবির ইঞ্জিন চালু রাখার দায়িত্ব কে নেবে এই চিন্তায় আমি অতীব চিন্তিত-কাজেই ভলান্টিয়ারের নাম আশা করছি।জেনারেল আইজেনহাওয়ার বলেছেন- “নাথিং ইজ স্ট্রঙ্গার দ্যান দা হার্ট অফ এ ভলান্টিয়ার” ইত্যাদি ইত্যাদি…
আমার অবর্তমানে ঈদের দিনে সিসিবির ইঞ্জিন চালু রাখার এই গুরু দায়িত্ব কে নেবেন হাত তুলুন…
ঈঈঈঈঈঈঈঈঈঈঈদ মোবারক!!!
ঈদের দিন ব্লগে ঢুইকাই ১ম... :goragori: (সম্পাদিত)
আজ ঈদ, আজ মদিনার ঘরে ঘরে আনন্দ ...
আমার বন্ধুয়া বিহনে
ccb কি ঈদের সিজনে কাউরে ব্লগ চালু রাখার দায়িত্বে চাকুরী দিবে? আমি লমু... 😛
চারিদিকে খালি শামসু আর শামসু............খালি কুপাকুপি
সবাইকে ঈদের শুভেচ্ছা।
সবাইকে ঈদের শুভেচ্ছা
শুভ ঈদ
এক বড়ভাই আমারে এসেমেস পাঠাইছে---
গরুর লেজ নড়ে চড়ে
তোর কথা মনে পড়ে 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লাইক :thumbup:
আমার বন্ধুয়া বিহনে
:thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
:)) :)) :))
:khekz: :khekz: আচ্ছা আমিও ঈদ মোবারক দিলাম সবাইরে । আর এই আনন্দে ডুগডুগি বাজাইতে মন চাইতাছে......কই পাই... 😕
চলো বহুদুর.........
=))
চ্যারিটি বিগিনস এট হোম
ঈদ এর দিনে ভাই ক্লাস করি , সো ccb এর দায়িত্ব পালন করতে প্রবলেম নাই ..
যদিও পূর্ব অভিজ্ঞতা শূন্য 😛
ঈদ মোবারক...
সবাইকে ঈদের শুভেচ্ছা :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ঈদ মোবারক।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঈদ মোবারাক সব্বাইকে :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
🙂 🙂
কামরুল ভাইয়ের বড় ভাইয়ের মেসেজে লাইক! :thumbup:
ঈদের দিন আফিস করছি 🙁 ভাবতেছি যামুগা নাকি দ্যাশে?
ঈদ মোবারক।
চ্যারিটি বিগিনস এট হোম
ইসসিরে। ঈদ মোবারক। এতো লোক উইশ করছে কারে থুয়া কারে দেই।
কালকে আবার পরীক্ষা। দূর বিজি হয়া গেলাম।
( ক.রা: লেখার শিরোনামের ব্রাকেটে যার নাম)
:)) :)) :))