১)আর মাত্র কয়দিন পর আমাকে এক বছরের জন্য রাজশাহী যেতে হচ্ছে।রাজশাহী গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে একটা লোকের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া।এই লোকটা আমার এবং ব্লগের সিনিয়র-জুনিয়র নির্বিশেষে মোটামুটি সবার মামা এবং প্রিন্সু স্যারের ক্ষেত্রে “কালাকুর্তা”।
২)কালাকুর্তা মামা ফেইসবুকে বড়ই রেগুলার কিন্তু সিসিবিতে ঠিক একই রকম ইরেগুলার।এইটা নিয়া আমরা সিসিবির মানুষজন ডাউট দিতে গেলেই উনি খালি মামিকে বলেন-“চলো বউ,সিসিবির পুংটা পুলাপান আইসা পড়ছে-আমরা এইখান থেইকা চইলা যাই”।মাইনকা চিপায় পড়ার পর এই এক ডায়ালগ দিয়া উনি যে কতবার পিছলাইছেন তার কোন ইয়ত্তা নাই!
৩)উনাকে মামা ডাকায় আমাকে কালাকুর্তা মামা “ভাগিনা” বলে ডাকেন,তবে তা বাংলার পরিবর্তে ইংরেজি ভাষাতেই লিখতে বেশি পছন্দ করেন ( ১৮+ হয়ে গেলো,মডুস্যার মাপ চাই আগেই :no: )।মাঝে মাঝে আমি ধরতে না পারলে বলেন-কিরে আমার “ঐ” বানানের ভাগিনা?? :bash:
৪) বাংলা ক্যাফেতে সেই ইন্দাইয়ারবনাইন্টিন্সিক্সটিনাইনে সিসিবি জিটুজিতে মামা পাঙ্খা মার্কা একটা বিশাল পাজেরো নিয়ে আসছিলেন।আমি ঠিক করছি কখনো র্যাবে গেলে মামার মত এইরকম নায়কোচিতভাবে পাজেরো চালাবো B-)
৫) এই কয়দিন আগে মামা ক্যাপ্টেন থেইকা মেজর হইলেন।এই সুসংবাদ সবাইরে কইলে একদিকে পোলাপাইনের চাপে খানাপিনার আয়োজন করতে হয়,আবার আরেক দিকে এই সংবাদ না দিলেও পেট আঁইঢাই করে।মামা তাই দুই কূল রক্ষা করতে বড়ই অভিনব উপায়ে এসএমএস পাঠাইলেন-“ভাগিনা,আইজকা থেইকা আমার নাম্বারটায় নামের পাশে ক্যাপ্টেনের বদলে মেজর লেইখা এডিট কইরা নিস”
৬) নাহ,আমার সব লেখা ক্লিশে হয়া গেছে-কিছু লিখলেই সবাই ভাবে জন্মদিন পোস্ট।কি আর করা-ট্রেডিশন তো আর ভাংতে পারিনা
আসেন দেখি মামা-ভাগিনার ছবি দেখি একটাঃ
উফ,যান মাইনা নিলাম এইটাও জন্মদিনের পোস্ট।ক্রস্ফায়ারের ভয় দেখায়া মাথায় কালো পট্টি বাঁইধা কালো ব্ল্যাক ফরেস্ট জন্মদিনের কেক্কুকের দাবীতে সমস্বরে আওয়াজ তুলুনঃ শুভ জন্মদিন তাইফুর্মামা!!!!!! :gulli2: :gulli2: :gulli: :gulli2: :gulli2:
এতক্ষণে ?????!!!
x-( মইনুল ভাই আপনে ইরাম ডজার হইছেন তা তো জানতাম না...একে নিজে চাইর লাইনের পোস্ট দিয়া কাম সারছেন আবার অইদিকে আমারে দাউট দ্যান...খেলুম না কিন্তু 🙁
ল্যাপটপে অভ্র ক্র্যাশ করসে .... প্রজেক্ট এর জালায় দিনে ১২/১৩ ঘন্টা কইরা কাজ করতেসি ..... তাই বর কইরা লেখার টাইম পাইনাই ...... সিউলের রোকেয়া কি বোর্ড দিয়া আধা ঘন্টায় যা পারি লিখসি ......
দেরী কইরা পোষ্ট দেয়ায় মাফফুর ব্যান চাই। :grr:
আমার ভাই, তোমার ভাই
তাইফুর্মামা, তাইফুর্মামা!!!
হেপীবাড্ডে মামা ভাই 😀
অ ট ইয়ে মামা, ভাবী সাথে আপনার ছবি টা খুব কিউট হইছে :-B
x-( বুঝছি,আকারে ইঙ্গিতে আমাগো বাদশা ভাই মামারে জিগাইলো-মামা,আপনের শালী আছে? x-(
তাতে তোমার এত লাগে কেন, বান্ধা গরু?
@ ম্যাশ পটেটো, তোর খবর আছেরে। সাব্বির তোরে ল্যাম্পো নিয়া খুজঁতাসে ;))
হেপি বাড্ডে........ তাইফুর ভামা (ভাই+মামা)........।
ভামা! :-/
মাম্মা শুভ জন্মদিন 😀 😀
কেক্কুক খাইতে মন চাই
মামাগো মামা......জম্মদিনডা ভালা কাটূক মামীর লগে।মামাতো ভাই-বোন আছেনি আমার? :)) :party:
শুভ জন্মদিন, তাইফুর্মামা ভাই 🙂
ক্যাডেট ক্যাডেট না ভাই ভাই......মামা কোন্দিন্থনে? 😛
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
শুভ জম্মদিন মামাজানা।
ঘরে বসে হোয়াইটা ওয়াইন বানানোর পরীক্ষায় প্রায় সফল ফলাফল পাইলাম। একদিন নিয়া উপস্থিত হমু, কি কন 😀
শুভ জন্মদিন তাইফুর ভাই :party:
মানুষ তার স্বপ্নের সমান বড়
দুইদুইটা পুষ্ট কিন্তু কেককুক কই? মামার মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাইতে মঞ্চায়! 🙁
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন মাম্মা।
তোমারে ফুনে পাইলাম না। 🙁
কেক্কুক খাইবার চাই, দেশে আইসা লই :party:
মাম্মীরে সালাম পৌঁছাইয়া দিও।
অঃটঃ মাম্মা কবে থিকা ব্লগের মামা হইলো :-/ ম্যাশ তোর ভুল হচ্ছেনাতো আবারো? ;))
শুভ জন্মদিন মামু......কেক্কু খামু......
মাম্মা, হেপি বাড্ডে।
এইবার কিছু খাওয়ান। উইশ করতে গিয়া গলা শুকায় গেসে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
হেপি বার্থডে মামা ভাই!
বেশ কিছুদিন ধরে চুপচাপ দেখি তুমি,
ঘটনা কি?
তাই ফুর মাম্মা, শুভ জন্মদিন।
বেকারের কেক খাওয়ান।
অফটপিকঃ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:(( ওরে না রে না...
হ্যাপি বাড্ডে বস :party: :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:party: আরে বাড্ডে মাম্মাটা গেল কই? :party:
চ্যারিটি বিগিনস এট হোম
ঝাতি ঝান্তে ছায়...
কেক্কুক খাইতে মন চাই