সাময়িক পোস্টঃ এবি নেগেটিভ(AB-)রক্তের প্রয়োজন

প্রিয় ভাইবোনেরা,

আমাদের রায়হান ভাই(৩২ইনটেক,জেসিসি)এঁর স্ত্রী আজ ঢাকা থেকে যশোর যাবার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছেন।তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।খুব শিগগিরি অপারেশন হতে যাচ্ছে এবং এতে রক্ত লাগতে পারে।কেউ যদি এবি নেগেটিভ রক্তের অধিকারী থাকেন দয়া করে এক্ষুনি নিম্নোক্ত নম্বরে ফোন করুনঃ

মোঃ জুনায়েদ কবীর(আমাদের জুনাদা)
০১৭১১৩৭০১৮৮

৭৪৯ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “সাময়িক পোস্টঃ এবি নেগেটিভ(AB-)রক্তের প্রয়োজন”

  1. আদনান (১৯৯৭-২০০৩)

    নিচের ঠিকানায় যোগাযোগের জন্য প্রেসক্রাইব করা গেল।

    Voluntary Blood Donation Program and Quantum Lab
    31 Shilpacharya Jainul Abedin Sharak (Old 119 Shantinagar), Dhaka–1217 (East of Eastern Plus Market)
    Phone: +880-2-9351969, +880-2-8322987, +880-1714-010869
    E-mail: blood@quantummethod.org.bd
    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    আশেপাশে এবি(-) কাউকে পেলাম না। কোনরুপ বিপদ ছাড়াই অপারেশন শেষ হয়েছে জেনে ভাল লাগলো। ইনশাল্লাহ ২৪ ঘন্টা ভালোই ভালোই কেটে যাবে। সর্বশেষ আপডেট কি?

    জবাব দিন
  3. গুলশান (১৯৯৯-২০০৫)

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো জীবনে এমন কিছু আসবে ভাবা যায় না। জানি না কি বলব। আল্লাহ রায়হান ভাইএর জন্য সবকিছু সহজ করে দিন...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।