নাহ,প্রিয় ভাইবোনেরা-এইটা সিসিবির সিলভার জুবিলি না।কিন্তু এই সিলভার জুবিলির মাজেজাও কম না।আজ থেকে ২৫ বছর আগে এই দিনে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা।সিসিবির স্বনামধন্য প্রিন্সিপাল,আমাদের ব্লগের এমপি,বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং আমরা যারা চারাগাছ তাদের মাথার উপর মহীরুহরূপে যিনি ছায়াদান করেন, সেই জনাব সানাউল্লাহ লাবলু ওরফে আমাদের সানা ভাই এই দিনে কোরবানী হইয়াছিলেন।
চলুন দেখা যাক এই বিধ্বংসী ঘটনায় খোমাখাতায় কিরকম পাবলিক রিএ্যাকশান হচ্ছেঃ
সানা ভাইঃএকটা অন্যরকম দিন। প্রায় প্রতিবছরই দিনটার কথা ভুলে যাই। এবার ভুলিনি। আমরা একসঙ্গে বাকিটা পথও পাড়ি দেবো, মনে রেখো(এই কথাটা প্রিন্সিপাল ম্যাডামকে উদ্দেশ্য করে বলা।ইশ,২৫ বছর পর আমিও যেন এরকম রোমান্টিক থাকি! 😡 )
আব্দুল্লাহ ভাইঃ শুভকামনা লাবলু ভাই।
তানভীর ভাই(ফার্স্ট স্ট্যান্ড)-সব সময় সবুজ থাকুন আপনারা- এই প্রার্থনা রইল লাবলু ভাই 🙂
কামরুল ভাই(ক্রীড়া সাংবাদিক)-এই দিনটা আরো অনেকবার ফিরে ফিরে আসুক আপনাদের জীবনে।অনেক অনেক শুভ কামনা । ইয়ে মানে, আমার জন্যেও একটা বার্ষিকী পালনের ব্যবস্থা করা যায় না? 😛
রায়হান আবীর(সামিয়াপ্পুর লেজ)-সামনের শুক্রুবার 😀 শুভ বিবাহবার্ষিকী! (ওর কথাতে সামনের শুক্রবার কি জানি খানাপিনার ব্যাপার ছিল,পরে চেপে ধরে বের করতে হবে)
ফয়েজ ভাই( দিহানভাবী আর বসাফার মালসিংহ ভাইয়া)- উররেবাস, ২৫ বছর, দূর লাভলু ভাই, নতুন মুখ খুজতে এতদিন লাগাইলে ক্যামনে কি? বেরি পুওর পারফরম্যান্স।যাউজ্ঞা, ভাল থাইকেন দু’জন, আর ধুমসে ঝগড়া করেন..।..।… জোরসে বলেন “শুভ কোরবানী বার্ষিকী”
সানা ভাই( চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে)- ঠিক ধরেছো সবাই। আজ আমাদের বিয়ের ২৫তম বার্ষিকী। গত ১১ তারিখ সিসিবির গেট-টুগেদার দিয়ে “মাসব্যাপী উদযাপন” শুরু করেছি। গত শুক্রবার ছিল আত্মীয়-স্বজনরা। সামনের শুক্রবার এফসিসির ২১তম ব্যাচের বন্ধুরা আর তোমাদের ভাবীর বন্ধুরা, পরের শুক্রবার আইডিয়াল স্কুলের বন্ধুরা।
( এই বেলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি-একবার ফুটবল খেলা উপলক্ষে গিয়েছি তো কি হয়েছে,বিবাহ বার্ষিকী উপলক্ষে পুনরায় কেক্কুক খাইতে চাই)
আব্দুল্লাহ ভাই(আমার মনের কথাটা বলে দিয়েছেন এইভাবে)-খালি ৪ তলা ! তাইলে আমরা যারা আগরতলা, চকিরতলা আছি তারা কি দোষ করলাম?দেশে ইনসাফ বইলা কিচ্ছু নাইক্কা।
জুনাদা(কমেন্ট শিল্পী)-২৫ বচ্ছর! তাইলে তো আপনারা এখন ভাই-বোন!! অনেক অনেক শুভেচ্ছা সানা ভাই-ভাবী, চির জীবন এমন সবুজ থাকুন এই কামনা করি( আহা, বৃক্ষ জুনাদা ঠিক বৃক্ষের মতই সবুজ থাকার কামনা করলেন!)
সানা ভাই(কামরুল ভাইয়ের কমেন্টের শেষাংশ লক্ষ্য করে)- একটা ঘটকালির অফিস খুলতে হবে সিসিবির পোলাপাইনের জইন্য……………….. @ কামরুল
আঁধার্ভাবী(আমার আর পিন্টুর বসাফা এবং ম্যাড মেহেদী ভাইয়ের নবপরিনীতা সহধর্মিনী)- সানা ভাইয়ের ঘটকালি অফিস,জিন্দাবাদ!জিন্দাবাদ!! সানা ভাই, আপনার অফিসে ভ্যাকান্ট পোস্ট থাকলে আমাকে দিয়েন…
সানা ভাই(জবাবে)-আপাতত কাউয়ুম, কামরুলের ব্যবস্থা করো তানজীনা…………….. পোলা দুইডা বিয়ার কথা জপতে জপতে মুখে ফেনা তুইল্যা ফ্যালছে…………..
দেখুন দেখি কাণ্ড!!!! কোথায় সানা ভাইয়ের বিয়ের রজতজয়ন্তী উপলক্ষে উনারা কেক্কুক খানাপিনার ব্যবস্থা করবেন, তা না করে নিজেরাই আকারে-ইঙ্গিতে-ইনিয়ে-বিনিয়ে নিজেদের বিয়ের কথা তুলছেন।নাহ ইন্সাফ এই দুনিয়া থেকে উঠে দিহান ভাবীর বাসায় বেড়াতে গেছে বলে মনে হচ্ছে!!
ইন্সাফকে দিহান ভাবীর বাসা থেকে ফিরিয়ে নিয়ে আসার একটাই উপায়- উদরপুর্তি করা কেক্কুকের ব্যবস্থা,যা নিয়ে প্রিন্সু স্যার আমাদের নিরাশ করবেননা বলে আমি ১০০% নিশ্চিত।
ইদানীং আমার কম্পিউটারে সম্ভবত কোন সমস্যা হয়েছে তাই ইচ্ছে থাকা সত্বেও এর আগের বার কমান্ডো দম্পত্তির ছবি আপলোড করতে পারিনি, আর এবারও বার বার চেষ্টা করেও প্রিন্সু দম্পত্তির ছবি আপলোড করতে পারলাম না…(টেকী কেউ এখানে দয়া করে প্রিন্সু দম্পত্তির একটা সেইরকম রোমান্টিক ছবি আপলোড করে দেবেন…ওই যে এফসিসির সামনে স্ট্রাইক এন্ড স্ট্রাইভ লেখাটার সামনের ছবিটা)
আসুন সবাই জ়েনারেল সালাম দিতে দিতে কপালে স্যালুট ঠুকে বলি- শুভ বিবাহ বার্ষিকী, প্রিন্সু স্যার!!!!! :gulli2: :awesome: :tuski: :hug:
🙂
শুভ বিবাহ বার্ষিকী, প্রিন্সু স্যার! :party: :party:
অ ট প্রিন্সু স্যারের উদ্দেশ্যে পোষ্টে ১ম হওয়ায় স্পেসাল ট্রীট দাবী করছি 😀 ডবল কেক্কুক 😀 😀 😀
ইয়ে ফে...থুক্কু বাদশা ভাই,আমারেও ইট্টু ভাগ দিয়েন :shy:
কাইয়ুম ভাই অনেক দিন রগড়া দেয় না, দেওয়া শুরু করলেই তোরে ভাগ দিমু :grr: :grr:
🙁 হায় হায় এত বড় হইছেন এর পরেও কাইয়ুম ভাই আপনেরে রগড়ায়? 🙁
🙂 🙂
শুভ বিবাহ বার্ষিকী, প্রিন্সু স্যার!
2nd হওয়ায় স্পেসাল ট্রীট দাবী করছি ডবল কেক্কুক 😀 😀 😀
আরো ভাল করার ,,,,,,,,,,,
দোস্ত আগে আদায় কইরা লই, পরে ভাগ কইরা নিমুনে 😉
আম্রা আম্রাই তো 😀
হেঁহেঁ হয়নাই...আপনের ফার্স্ট পেরাইজ বাদশা ভাই নিয়া গেছেন 😛 হাসির ইম দিয়া কাভারেজ দিয়া লাভ নাই 😀
সালাম স্যার ....
হ্যাপ্পি এ্যানিভার্সারি স্যার .... :tuski: :tuski: :tuski:
সালাম স্যার ...
:hatsoff: :hatsoff: :hatsoff:
এই দিন টা নিয়ে জাতির অনেক দেনা পাওনা ছিল। অনেকেই হয়ত ভুলে গেছে, আরেক বার কমেন্ট গুলো দেখে নিন এইখানে।
জানি না এটা ভয়ে না নির্ভয়ে লাবলুর মুখ থেকে বেরিয়েছে।
আন্তরিক শুভেচ্ছা রইল লাবলু ও তোমার স্ত্রীর প্রতি।
=)) =))
আহেম, লাবলু ভাই ইরাম না।
ইয়ে,একদিনের হিসাব ইট্টু গণ্ডগোল হইছে মনে হয়।।বাদশা ভাইয়ের দেয়া লিঙ্কে গিয়া দেখি তারিখটা আসলে ২৮ জুন- আপনেরা সবাই এক দিন মাইনাস কইরা নিয়েন,প্রিন্সু স্যার আমারে গাজরের হালুয়া বানানোর আগে আমি পলাই... 🙁 :((
এ আর নতুন কি :pira: :pira:
:khekz:
ম্যাশ পটেটো আবার??? 😡
অনেকদিন পাঙ্গানি খাস না, যা ব্যানারের পিছে গিয়া পুরা একদিন লঙ্গাপ থাক। :chup:
🙁 বৌদি এইবার উঠি?দুই দিন হয়া গেছে... :((
উঠবি? আইচ্ছা, তবে আরো একটা বিরাট ভুল করসিস, আমি ফজু মল্লিক ভাইয়ারে কুনু কালেই " মাল সিংহ ভাইয়া " ডাকিনি। :chup:
বিরাট ভুল তাই আবারো লঙ্গাপ :duel:
কুইক এইবার চারাগাছের পাঠানো ছবি থেকে একটা লুঙ্গিও বাইছা নিস :grr:
হা হা হা......... :))
বেলাডি জামাই x-( আবার ডেইট নিয়া ঝামেলা করছিস x-(
এইবার তোর কারণেই টাইমমতোন নেট থাকার পরেও প্রিন্সিপাল স্যাররে শুভেচ্ছা জানাইতে পারিনাই।
লুঙ্গিটা নিয়া ব্যানারের পিছে ভিপি ম্যাডামের কথা মতোন, কুইক x-( :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
মাস্ফ্যুদা নতুন ডিজাইনের লুঙ্গি আসছে শুনলাম; কামরুল ভাই আমারে আর আপনারে দুইটা কিইন্যা গিফট করতে চাইছেন। নেন আপনার ডিজাইনটা আপনিই পছন্দ করেনঃ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( চাওয়ালারে আমি লুঙ্গি তো লুঙ্গি,ওরে আমি টাওয়েল পিন্দায় লঙ্গাপ করামু,তাও কেলাস সেভেনের ডর্ম-১২ এর সামনে x-(
;)) গিফট বইলা কথা, তোর জন্য এক্কেরে পারফেক্ট গিফট ;;;
গিফট তো আমি দেই নাই, দিছেন কামরুল ভাই। আমি তো কেবল উনারে বাইছা নিতে কইছি। 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছবি দেওয়ার ট্রাই করতেছি আসবে কি না কে জানে ??? :-/

চির সবুজ থাকুন আপনারা সব সময়!!!
মাশ্রুফভাই,
এইবার খাওয়ান 😀
লাবলু ভাই আর ভাবীকে অনেক অনেক অনেক অনেএএএএএএএএএএএএক শুভেচ্ছা :party:
:just: কেক্কুক খাইতে চাই।
আরে আমারে ধরো ক্যান আপু,খাওয়াবে তো প্রিন্সু স্যার...আহ স্টারের লেগ রোস্ট... =p~
২০১০-২৫ = ১৯৮৫
১৯৮৫-১৯৮০= ৫
২০০৮+৫= ২০১৩
আর মাত্র ৩ বছর। 🙁
কোরবানী হওয়ার আগে যতটুকু পারি মাসটি কইরা লই । 😉
জন্য - মাসটি
পড়ুন - মাস্তি
x-( পরিষ্কার কইরা খুইলা ক কি কইবার চাস।তুই ২০১৩ সালে বিয়া করবি?শালা, তোর বিয়ার বয়স হইতে আরো দশ বচ্ছর বাকি ব্যাদ্দপ পুলা কুনহানকার x-(
পোলাটা কি আর্টসের? গনিতের অবস্থা তো ভয়ানক। :bash: কইথেইক্কা ৫ বাইর করলো আর কিসের সাথে যোগ করলো!!? 😮
যাউজ্ঞা, শুভ বিবাহবার্ষিকী লাবলু ভাই। আমার সিলভার জুবিলির :dreamy: দিন কেক্কুক খাওয়াবো, ততদিন...........সবুজ থাকুন। :party:
জাহিদ ঠিক্কইছোস-হালায় শিউর ফ্যাকাল্টি x-(
ভাইয়া আপনি একজন সরকারি কর্মকর্তা :grr: হয়ে এ কথা বলতে পারলেন 🙁
আমরা না হয় আর্টস, কলেজে বলতো ফ্যাকাল্টি :((
কিন্তু আমরাও যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি, B-)
ক্লাস টেন পর্যন্ত আমাদের জেনারেল ম্যাথস এবং বিজ্ঞান ছিল B-)
আমরা কারো থেকে কম না। 😉
আইএসএসবি'র আইকিউ টেষ্টে পাস করতে না পেরে আর্মিতে যেতে পারি নাই, সে আমিই পোলাডার ম্যাথ বুঝলাম...আর তোরা বুঝলি না... :no:
ও অনেক কাহিনী করে দেখালো সানা ভাই কলেজ থেকে বের হবার ৫ বছর পর বিয়ে করেছেন। :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই আপনি বিশাল ব্রিলিয়ান্ট,আপনাকে :salute:
আমি সারা জীবন ধরে চিন্তা করলেও বের করতে পারতাম না
x-( শালা, সরকারী কর্মকর্তা কি এই ব্লগে আমি একা?আর্মি ভাইরা কি উধাও হয়া গেছে নাকি যে তোর চউক্ষে পড়েনা? বাই দা ওয়ে,আমি এখনো সরকারী কর্মকর্তা হইনাই-গেজেট পাবলিশ হইবো,মেডিকেল-পুলিশ ভেরিফিকেশন হইবো-এপয়েন্টমেন্ট লেটার আইবো-ম্যালা ফ্যাঁসাদ বাকি এখনো 🙁
অফ টপিক- আহারে মন খারাপ করেনা, ম্যাথ নিয়া তো তোদের সাথে দুষ্টামি করি,চ্যাতোস কেন?
অফ টপিক ২- কপি পেস্ট ছাড়াই যে তুই কমেন্ট করলি এই খুশিতে তোরে মাপ কইরা দিলাম যাহ।
না না অংক ঠিক-ই আছে। হিসাবটা ও শর্টকাট মারসে:
সানা ভাই ৮০তে বাইর হইসেন, ৮৫তে বিয়া করসেন, ২৫ বছর পেরোইসে, এখন ২০১০। উনার কলেজ থেকে বেরোনোর পর ৫ বছর সময় নিছেন বিয়ে করতে।
ঐ পোলাও দেখাইলো অর কলেজ থেকে বাইরানোর সাল থেকে ৫ যোগ মারলে কি দারায়, সেই বছর ও বিয়া করবে। খারাপ কি? বড়দের দেখে ছোটরা শিখছে!
২০১৩ 🙁
আরো তিন বছর 🙁
দেখতে দেখতে বিয়ের সময় চলে আসলো :shy:
৩ বছরতো তিন যুগ মনে হচ্ছে :shy:
এত শখ ক্যান ???????
শখ থাকলেই কি, না থাকলেই কি ন্যুনতম সাড়ে ২৫ বৎসর বয়স না হওয়া অবধি নাজমুলের কপালে এমনিতেও বিবাহ-যোগ নাই :goragori:
২৫ বছর ক্যান ??
স্যরি, বদ্মুল, থুক্কু- নাজমুল, ঐটা মিস্তাকেস ছিল......ভাইয়া, মেয়ে পছন্দ থাকলে + মেয়ে রাজি থাকলে তুমি এখনি বিয়ে করতে পার :party: (সম্পাদিত)
ভাই আমি আর্টসের হইতে পারি, কিন্তু গণিতে আমার দুর্বলতা ছিল না। আমি আসলে ইংরেজিতে দুর্বল হওয়ার জন্য আর্টস পাইসি। মানে আমরাই প্রথম ইংরেজি মাধ্যমের ছাত্র কিনা। 🙁
কি মুশকিল মাইন্ড খাস কেলা, আমাদের ৩১ ব্যাচের নাহিদ ভাই আর্টস থিকা হায়ার ম্যাথ নিছিলেন-ইন্টারেও ম্যাথ আর স্ট্যাটিসটিক্সে ২০০ ২০০ মোট ৪০০ নম্বর ছাঁক্কা তুলছিলেন।বস ইন্টারে রেকর্ড নাম্বার নিয়া ফার্স্ট হইয়া বর্তমানে ঢাকা ভার্সিটির অর্থনীতির শিক্ষক।ফ্যাকাল্টিরা ম্যাথে দুর্বল এইটা সত্যি হইলেও সবার জন্য সত্যি না।আর ম্যাথে ইন্টারেস্ট না পাওয়াটাও দোষের কিছু না...আমি নিজেই তো অতিরিক্ত ম্যাথের অত্যাচারে ইকোনমিক্সে মাস্টার্স না কইরা ক্রিমিনোলজিতে মাস্টার্স করুম ঠিক করছি... 🙁
আর্টস নিছো, তো কি হইছে..........সায়েন্সের লোকজন কি এমন হাতি-ঘোড়া হয়ে গেছে.........নাও, চা খাও রায়েদ :teacup:
ম্যাশ, তুমি না এমডিএস-এ মাস্টার্স করবা, ক্রিমিনোলজি আবার কোথা থেকে আসলো! (সম্পাদিত)
সেই কপাল কি আর আছে ভাবী, ৩ তারিখ ক্লাস শুরু করুম কিন্তু কিছুদিন পরেই তো সারদায় উড়াল দিতে হইবো ১ বছরের জন্য...স্পেশাল পারমিশন পাইলে হয়তো ভবিষ্যতে কমপ্লিট করতে পারি...এত কষ্ট কইরা চান্স পাইলাম কিন্তু কামে আইলোনা...(আমার অবশ্য আপচুস নাই)
অভিনন্দন এবং নিরন্তর শুভকামনা লাবলু ভাই ও ভাবীকে! :clap:
মাস্ফ্যু খানাপিনা আছে নাকি? আওয়াজ দিও 🙂
আমার বন্ধুয়া বিহনে
🙁 কি মুশকিল,খানাপিনার কথা আমারে জিগান ক্যান? ওইটার দায়িত্ব তো সানা ভাই আর উনার লেফটেন্যান্ট কামরুল ভাই আর কাইয়ুম ভাইয়ের...
লাবলু ভাই নিশ্চই এখন তাহলে খানাপিনার আয়োজনে ব্যস্ত। আমি মনে কর্সিলাম তুমি আপ্যায়ন ও অভ্যর্থনা কমিটি আছো। তাহলে কি দাওয়াত পাবো না? 🙁
আমার বন্ধুয়া বিহনে
প্রিন্সু স্যারের পার্টিতে সবার অটো দাওয়াত ভাইজান :hug:
আপনার আর ভাবীর জন্য শুভ কামনা রইল সানা ভাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইলো ভাইয়া এবং ভাবীকে :hatsoff:
পার্টি দিলেও হয়তো যেতে পারবো না, মাস্রুফ আমার ভাগেরটা তোকে দিয়ে দিলাম। :party:
আমার ভাগেরটাও মাস্ফ্যু খাপে 🙂
:shy: এই নাহলে বৃক্ষ দম্পতি :shy:
😮 :gulli2:
অমন হাঁ করে তাকিয়ে গুলি কচ্ছেন কেনো গো দাদা??বুকে হাত ফিয়ে কইতে পারবেন যে আপনারা বৃক্ষ দম্পত্তি নন? 😛
x-(
সানা ভাই, অনেক অনেক শুভেচ্ছা... :hatsoff:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া ভাবী দুজনের জন্যই। চিরসবুজ থাকুন চিরকাল। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:salute: :salute:
Life is Mad.
ভাইজান আর ভাবীকে অনেক শুভেচ্ছা 🙂
ভালো থাকুন, চির সবুজ থাকুন। 😀
অনেক শুভ কামনা প্রিন্সিপাল স্যার আর ম্যাডামকে । ঝাতি কেক্কুক খাইতে চায় :grr:
মানে আমরা লাবলু ভাইয়ের চারতলায় থাকিতো ... যেকোন খাওয়া দাওয়াতেই... 😛 😛 😛
সামীদের বিল্ডিং এ কি কোন টু-লেট নোটিস আছে না কি, থাকলে মাস্ফ্যু ভাড়া নিবে 😉
আপনার আর ভাবীর জন্য শুভ কামনা রইল সানা ভাই :hatsoff:
😮 ওই তুই ঠিক আছোস তো? কপিপেস্ট ছাড়া কমেন্টাইতেছোস...শইলডা ভালা?
B-)
লজ্জা দিবেননা প্লীজ :shy:
এতদিন মাথায় সমস্যা ছিল 🙁
এখন পুরা ঠিক আসি 😀
=))
ভাইজান আর ভাবীকে অনেক শুভেচ্ছা :clap:
লাবলু ভাই আর ভাবীকে এতটা পথ একসাথে পাড়ি দেয়ার শুভেচ্ছা।
জাতি কেক্কুক খাইতে চায় লাবলু ভাই। 😀
লাবলু ভাই,
জাতি, রুমকীর পিতা, শিরীন আপু, ড়াব্বী ভাই আর আমি কেক্কুক খাইতে চাই। টিকেটটা পাঠায় দিয়েন ভাইয়া- চলে আসবো। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মনে হচ্ছে, আমি আর পিন্টুস আর ম্যাশ কেক্কুক খাইতে চাই না! আমাদের বাদ দেওয়ার অপরাধে রকিবের ব্যান চাই :grr: (সম্পাদিত)
x-( হালারে বাইন্ধা পিডানো দরকার x-(
২৫ বছর। বাহ।আপনার আর ভাবীর জন্য শুভ কামনা রইল সানা ভাই ।
জাতি কেক্কুক খাইতে চায়।
এই রকম একটা মর্মান্তিক ঘটনা নিয়া এত লাফালাফির কারন বুঝলাম না কোন...............। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মালসিংহ ভাই এক্কেবারে ঠিক বলেছেন.........২৫বছর আসলেই খুব প্যাথেটিক, আমি তো ২৫ দিনেই ধৈর্য্য হারিয়ে ফেলছি 😀
~x( ~x( ~x(
x-( 😡 x-(
ইয়ে মেহেদীদা, বৌদি এসব কি কচ্ছেন গো দাদা? 😛
=)) =))
হাহাহাহা....আঁধার এইটা কি বললা!! পিরা গেলাম.. =)) =))
আঁধার আপু, তুমি অল্প শোকে কাতর আছ এখনো,যত দিন যাবে, অধিক শোকে পাথর হয়ে যাবা, ২৫/৫০ বছর কিচ্ছু মনে হবেনা তখন... 😛
যাই হোক,দেশ,জাতি,রুমকীর আব্বু, পিরা এবং আপামর জনসাধারনের সাথে আমিও কেক্কুক খাওয়ার আর্জি জানায়ে গেলাম। ভাইয়া আর ভাবীর জন্য রইল শুভ কামনা। 🙂
টুম্পা আপু, কি আর বলবো........বিয়ের আগে উইন্টার কালেক্টিভ এক্সারসাইজের শীতের রাতেও প্রতিদিন ফোন করত, ২/৩ঘন্টা কথা বলত...............আর বিয়ের পরে সামার কালেক্টিভ এক্সারসাইজে গেলে সারাদিনে ২/৩মিনিট ফোনে কথা বলে না................
অফটপিকঃ আপনি আমাকে আপু বলা শুরু করলেন কবে থেকে! আমাকে খোমাখাতায় বন্ধু লিস্টে সংযুক্ত করিলে বাধিত হইতাম।
আরে, তুমি তো আপুই, নাহয় ছোট আপু। এ্যায়সাহি হোতা হ্যায় বুঝলা...মানুষজন যে ক্যান তারপরও বিয়ে করে!!! :-/
আমি তো তোমার ID জানিনা, tumpa_eee@yahoo.com দিয়ে সার্চ দিলেই আমারে পেয়ে যাবা।
আপু, আপনি আমাকে চিন্তে পারেন নাই :(( আপনি আমার নাম ও ভুলে গেছেন ~x( আমি ১-১ এ আপনার পাশের রুমে (১১১ নং রুম) থাকতাম... ঐ যে, আমরা হচ্ছি সেই পিচ্চিগুলা, যারা অনেক জোরে সাউন্ড দিয়ে সাথিয়া দেখত... (সম্পাদিত)
আচ্ছা হ্যাঁ, আমি এখন মনে হয় তোমাকে চিনতে পারছি! আমাদের পাশের রুমে তো প্রতি টার্মেই নতুন একঝাঁক পিচ্চি আসতো এবং মাশাল্লাহ সবাই ব্যাপক সঙ্গীতপ্রিয় 😛 তুমি কোথায় আছ এখন?
বাসায় আছি 🙁 ......বিসিএস দিতে চাই :(( .......দোয়া করবেন 🙁
🙁 না দিলে হয়না?
মেহেদি ভাই =))
আপু দারুণ কথা বলসেন 😀
তুই আগে :frontroll: শুরু কর পরে কথা শুনিস 😡
মেহেদী ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করলে তোমার বৌও এমন সব দারুণ দারুণ নিদারুণ বাণী দিবে, বুঝলা নাজমুল B-)
🙁
x-( কপিপেস্ট ছাইড়া এখন ইমো দ্যাস,না রে িি?
😀
সানা ভাই আর ভাবি কে অনেক শুভেচ্ছা,ইনসাল্লাহ,সিল্ভার জুবলীর পর গোল্ডেন জুবলী,প্লাটিনাম জুবলী এমন আরো অনেক জুবলী আসুক! 🙂 🙂
মাস্ফ্যু ভাই,কেক্কুকের দিন আমারেও আওয়াজ দিয়েন! 😀 😀
x-( আওয়াজ দিলেও তো তুমার কুনো খবর থাকেনা x-(
ঐ ম্যাশ, জেরিনরে ধমকাবি না x-( , জেরিন কয়দিন পরে এমবিবিএস পাশ করবে......... আর তুই তখন ভুঁড়িয়াল এএসপি, দুই দিন পরপর জেরিনকে ফোন করে এসিডিটির জন্য কোন ওষুধ খাবি- সেটা জানতে চাবি...... এজন্য জেরিনের কুনো খবর না থাকাটা অপরাধের মধ্যে ধর্তব্য না :grr:
x-( স্টারে টান্টু সহ লেগ রোস্ট খাওয়ার দাওয়াত দিনক্ষণসহ ফিক্স করার পরেও জেরিন সেইটা ফাঁকি দিছে x-(
তোর কি জেরিন ফাঁকি দিছে বলে রাগ হইছে, না কি জেরিনের উছিলায় লেগ রোস্ট খাইতে পারিস নাই বলে রাগ হইছে? আসলেই কি খাস নাই :-/
মাস্ফ্যু ভাইরে,লিগ রুস্ট খাওয়ার লাগি আমার তো এখুন পেট পুড়তেসে,কিন্তু উদিন ফান্দি পরি গেছিলিম :no: :no:
মাফ কুরি দিতি পারেন না এইবারের মুতু? :((
ভাবীপ্পু,আসল কথাটা শধু তুমি এ বুঝলা!! 😉 😛
কিন্তু একটা কথা তো আমি বুঝতাম্পারলাম্না,আমি নাকি কয়দিন পরে এম বি বি এস পাস কররো??কেম্নে কি??ইডা তোমারে কিডা কইল?মক্কা এখন অনেক দূরে আপু :(( :((
ওরে ১/২ বছর সময় কন সময় না রে! চোখের পলকে পার হয়ে যায়......... 🙁
ভাবী এবং লাবলুভাইকে অনেক শুভেচ্ছা 🙂
ভালো থাকুন, চির সবুজ থাকুন। 😀
যেহেতু খানাদানা পর্ব এখনো হয়নাই, তাই দীর্ঘ দেড়দিন নেট বিচ্ছিন্ন থাকার পরও কিছু মিস করিনাই মনে হচ্ছে। :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
:guitar: সহযাত্রা সবসময় সুখের হোক :party:
চ্যারিটি বিগিনস এট হোম
রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে দিহানের ফোন পেয়ে জেনেছিলাম সিসিবিতে মাস্ফ্যু আমাদের বিয়ের ২৫তম বার্ষিকী নিয়ে পোস্ট দিয়েছে। বিকেলে অফিসে এসে সিসিবি খুলে দেখলাম, পড়লাম। নাজমুলের পথ অনুসরণ করে কপিপেস্ট করার মতো মন্তব্য খুঁজছিলাম! পেলাম না। ~x( সিসিবি, ফেসবুক আর সেলফোনে বড়ভাই, বন্ধু, ছোট ভাইবোনদের এতোসব শুভেচ্ছা বার্তা পেয়েছি যে, গত কয়েকদিনে আমার যতো মনখারাপ ছিল সব উধাও হয়ে গেছে। এই পোস্টের পাঠক, মন্তব্যকারী সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি অভিভূত (কপিরাইট : কমান্ডো আহসান)!!
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই আমরা বিয়ে করেছিলাম (অবশ্যই আমি কাউকে ওই বয়সে বিয়ে করতে উৎসাহিত করবো না)। কারণও ছিল। আমাদের সম্পর্কের বিষয়টি জানতে পেরে অবসরপ্রাপ্ত জেলা জজ আমার শ্বশুর আমাকে ডেকে স্পষ্ট বলে দিয়েছিলেন, হয় আমার মেয়েকে এক্ষুণি বিয়ে করবে, নইলে ভাগো। কারণও ছিল, এমন একটা ছেলের সঙ্গে তাঁর মেয়ে সম্পর্ক করেছে যে কিনা রাজনৈতিক এক্টিভিস্ট এবং কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হতে আগ্রহী। এমন পাত্রের কাছ থেকে মেয়েকে বাঁচাতে তিনি এই কঠোর শর্ত জুড়ে দিয়েছিলেন। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। ভালোবাসার মানুষের কাছে দেওয়া অঙ্গীকার থেকে তো আমি ফিরতে পারি না। তাই মামার কাছে আশ্রয় খুঁজলাম। মামা আমাকে যেমন ভীষণ স্নেহ করতেন, তেমনি আমার বাবাও তার একমাত্র শ্যালককে প্রচণ্ড ভালোবাসতেন। মামা শেষ পর্যন্ত বাবাকে একরকম রাজি করালেন। দুই পরিবারে সভা হলো। বিয়ের দিন-তারিখ ঠিক হলো। কিন্তু বাবা যেহেতু অসম্মতির সম্মতি দিয়েছিলেন, তাই হলুদের দিন পুরো বাসার লোকজন নিয়ে তিনি চলে গেলেন ঢাকার বাইরে বেড়াতে। আর বিয়ের নির্ধারিত দিন ২৭ জুন সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে দেখা গেল, কোনো আয়োজন তো নেই বরং ড্রয়িং রুমের মেঝেতে বিরাট বিছানা করে সবাই ঘুমোনোর প্রস্তুতি নিচ্ছে। তাই বিয়েটা সেদিন ভেস্তে গেল।
পরে ২৯ জুন ছবি বন্ধুর বাড়ি যাচ্ছি এই অজুহাত দেখিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। আমাকে ফোন করলো। ফকক, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় আর আমার ছোটবেলার বন্ধুদের জড়ো করে এক বড়ো ভাইয়ের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়ে বিকেলে আমরা বাসাবো কাজি অফিসে গিয়ে বিয়ে করলাম। দুদিন পর বাবা-মা বাসায় আমাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন। এই হলো আমাদের বিয়ের পেছনের কথা।
অফটপিক : উদয় বেশ কিছুদিন আগে তার মাকে প্রশ্ন করেছিল, "আচ্ছা মা, তুমি আর বাবা নাকি বাসা থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করেছিলে?" ওর মায়ের জবাব কি হতে পারে??
আমাদের ছেলে সম্পর্কে আরেকটা তথ্য : সম্ভবত চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ার সময় ওকে ওর মা প্রশ্ন করেছিল, "তোমার যদি সুযোগ আসে নিজের বাবা-মা বেছে নেওয়ার তুমি কাকে নেবে?" ছেলের চটজলদি জবাব ছিল, "বিল গেটস"।
অতিরিক্ত তথ্য : যারা এখন কেক্কুক খেতে চান তারা ভারচ্যুয়ালি খেয়ে নিতে পারেন। কারণ গত ১১ জুন রীতিমতো আয়োজন করে খাওয়া-দাওয়ার আয়োজন হয়েছিল। সেদিনের অনুপস্থিত সদস্যদের আরো কয়েকমাস ভুখা থাকা ছাড়া আর কোনো পথ দেখছি না!! ;)) ;)) ;)) (সম্পাদিত)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ওয়াও!! কত্ত রোমান্টিক 😡
দেখ, দেখ......দেখে কিছু শিখ! এই জীবনে আর্জেন্টিনার খেলা দেখে চিল্লানো ছাড়া তো কিছুই শিখলা না। সব-ই আমার কপাল :bash: :bash: :bash:
:duel: :duel: :duel:
আর্ধা ভাবি আর্জেন্টিনার খেলা দেখে চিল্লান তো বিরাট গুণ, এর পরও এমুন করেন কেলা ? আম্ররার ভাইডা কত্ত ভালা ।
ওই রাব্বি, তুই নতুন লুঙ্গি কিনে জুনাদার সাথে দেখা কর, আমি জুনাদারে এখনি ফোন করছি 😡
আঁধার ভাবি, দেখেও ভালো লাগতেছে আপ্নিও লুংগি নিয়া পোলাপানরে দেখা করতে বলতেছেন। খুব ভালো। :)) (সম্পাদিত)
পোলাপানরে পাংগার উপরে রাখতে হয়
:shy: রিবিন ভি, আমি তো জুনাদার সাথে দেখা করতে বলছি...বিগত কয়েক মাসের অভিজ্ঞতায় দেখেছি আপ্নারা লুঙ্গি ছাড়া পাঙ্গানি প্র্যাক্টিস ছেড়ে দিয়েছেন (প্র্যাক্টিস মেক্স আ ম্যান প্রিফেক্ট)........তাই কাউকে কড়া শাস্তি দিতে ইচ্ছা করলে লুঙ্গি নিয়ে জুনাদা/ কেমস ভাইয়ার কাছে পাঠায়ে দেই।
অফটপিকঃ ভাইয়া, ডিপার্টমেন্টের সিনিয়র হয়ে আপনি আমাকে "ভাবী", "আপ্নি" এইগুলা বললে শরম্পাই তো... :shy: (সম্পাদিত)
আহা,কি বিনয়!সাধু সাধু :boss:
আমি তো শুধু মাস্ফুরে লুংগি পাংগা দেই। কিরে মাস্ফু, কই তুই? লুংগিটা নিয়া আয়।
অ টঃ
কোন ডিপার্টমেন্ট?
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের প্রাণপ্রিয় ইইই.......
ভাইয়া, আপ্নারা মাস্ফ্যুরে এত ঘন ঘন আর এত সাড়ম্বরে পাঙ্গান যে অন্য কাউরে কোন দিন পাঙ্গাইছে কি না মনেই পড়ে না, আর ঐ বিশেষ পাঙ্গা ছাড়া অন্য পাঙ্গার অস্তিত্বও মনে থাকে না। আপ্নারা যদি একটু বৈচিত্রময় পাঙ্গানি না শেখান, তাহলে কিভাবে শিখব, বলেন...........দিহানাপ্পি তো এখন আর আসেই না........আর বড় আপুরা তো পাঙ্গাই না.........কে আমাদের শেখাবে, বলেন 😐
:)) আমি ইইই এর না :grr:
ব্যাপার না , আমরা আমরাই তো। :grr: :grr:
মেজাজ খারাপ হইলে মাস্ফু রে পাংগা দাও।
ইয়ে, মানে....আপ্নার সাথে সাইফুল ভাইয়ের নেপাল ট্যুরের ছবি দেখে মিস্তাকেস করে ফেলছি :((
(কপিরাইটঃ মোহনা)
আপনি কি সিএসই? তাহলেও তো আপনি ফ্যাকাল্টির বড় ভাই...আর তা ও যদি না হয়, তবু বুয়েটের বড় ভাই....... দয়া করে আমারে "আপনি" করে বলিবেন না :((
রবিন ভি বুয়েটের???????? :no: :no:
ওরে নারে.........এ আমার কেমন মিস্তাকেস হচ্ছে রে....... আমার কি হবে রে.......... :bash:
:)) আঁধার, আমি বুয়েটে পড়ার মতো জিনিয়াস না। তান্স এর কারনে কোনোরকমে পাস করছিলাম। এখন কি আপনি বলতে হবে? :grr: :grr:
:pira:
হু, পিরা, সম্মানের সাথে আপনি বলবা। আঁধারের সম্মানে প্রাণপ্রিয় ইইই'র সকলকে (আমি শুদ্ধা) আপনি বলবা। :grr:
অ.ট - সাইফুল ভাই টা কে? তুমি উনার সাথে আবার কবে নেপাল গেলা?!!!
টুম্পা আপু, আপনি একটেলের সাইফুল ভাইকে চিনেন না 😮 উনি আপনাদের সাথে নেপাল যান নাই 😮 আমি যে, উনার সাথে আপনাদের সবার নেপালে তোলা ছবি দেখলাম........ওরে না রে.... আমার মস্তিষ্ক-চক্ষু সব ঠিক আছে তো.......ইয়া মাবুদ, এ আমার কি হল 🙁
টুম্পাপু,আপনেও রিবিন ভি রে পিরা ডাকেন? 😮 😮
😛 বন্ধু মহলে সবারি সর্ট নেম আছে। রবিনের পিরা নামটাই মনে হয় তারমধ্যে সবচে জনপ্রিয় 🙂
আর আঁধার, তোমার আসলেই মিস্তাকেস হইছে। পিরা & ক্যাডেট গ্রুপের সাথে আমরা নেপাল গেছিলাম, আর এক্টেলের সাইফুল & বুয়েট গ্রুপের সাথে কক্সবাজার। পিরা এবং সাইফুল একে অপরকে চিনেনা 😛
রিবিন ভি, আর একবার ও কিন্তু "আপনি" বলবেন না........ছি ছি ছি, আমার চেয়ে ২বছরের বড় ভাই আমাকে আপনি করে ডাকবে- সে কি কথা!
😀 ইয়ে, ইঁধির বিইদি, রিবিন ভি কিনতি বিয়িটির নি,ইনি ইইইবির 😀
হুম, আমি আমাদের ইইই-র ভাইয়া আপুদের সাথে উনার ছবি দেখে মিস্তাকেস করছিলাম.........তাই তো বলি, প্রথম দিন-ই মনে হয়েছিল, এই ভাইয়াকে তো কখনো ডিপার্টমেন্টে টুম্পা আপু, সিমি আপু, অথবা সাইফুল ভাইয়া, মারুফ ভাইয়াদের সাথে দেখি নাই।
স্বাভাবিক। আমি বুয়েটের না হলেও সবার সাথেই সারাদিন আড্ডা দেই এখনো। :))
ব্যাপার না আঁধার ভাবী, আমরা আমরাই তো :grr:
আমার ভাবী হইতে মঞ্চায় না 😕
:grr: :grr:
=)) =))
রিবিন ভাই,এইটা কি বললেন :)) :))
সানাভাই আমার কাহিনী আন্নের মতই :salute: :salute:
😀 জাতি সবিস্তারে কাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায়...
আমাদের ভাতিজা উদয় সম্পর্কে আরেকটা তথ্যঃ ১১ জুন অনেক চেষ্টা করছি ওরে দিয়া অন্ততঃ একবার "মাস্ফ্যু চাচা" ডাক বলাইতে,শুনে নাই 🙁
তাইলে উদয় তোরে কি ডাকছে :-/
🙁 আর কি,ভাই-ই ডাকছে।কি আজিব,আমি হ্যারও ভাই লাগি আবার সানা স্যারেরো ভাই লাগি 🙁
=)) বিয়াপার না, তুই উদয়ের মুসলমান মুসলমান ভাই ভাই :goragori:
পুলিশ আংকেল :khekz:
🙁
ভাইয়া ভাবীকে অভিনন্দন। 🙂
টানা ২ সপ্তাহ জঙ্গলে থাকায় দেরি হয়ে গেল... ভাবী এবং লাবলু ভাইকে অনেক শুভেচ্ছা। ( ১১ তারিখের খানা পিনার আয়জনে আমি ছিলাম ফার্স্ট ম্যান, তাই আর দাবী জানাইলাম না 😛 )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷